এসএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি ও প্রশ্ন সমাধান ২০১৯
বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে চাইলে ব্যাকরণ ও লিখিত অংশে সমান গুরুত্ব দেওয়া দরকার। বিশেষ করে যারা গড় নম্বর পেয়ে থাকে, তাদের অনেকেই নির্মিতি অংশে দুর্বলতা থাকার কারণে পিছিয়ে পড়ে।
শুধু দীর্ঘ উত্তর দিলেই নম্বর বেশি আসবে—এই ধারণা ভুল। বরং পরীক্ষকের দৃষ্টি পড়ে গঠন, যুক্তি, ভাষার শুদ্ধতা ও উপস্থাপনার উপর। তাই সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী লেখাই এনে দিতে পারে কাঙ্ক্ষিত ফলাফল।
২০১৯ সালের বোর্ড প্রশ্নগুলো খেয়াল করলে দেখতে পাবে, প্রশ্নের ধরন অনেকটা একই হলেও উত্তর করার কৌশলে পরিবর্তন আনতে হয়। প্রতিবেদন, সারমর্ম, আবেদনপত্র, অনুচ্ছেদ—সবকিছুতেই প্র্যাকটিসই হলো মূল চাবিকাঠি।
SSC All Board Question 2019: Bangla 2nd Paper
এই ফাইলে ২০১৯ সালের প্রশ্নগুলো সাজানো হয়েছে এমনভাবে যেন পরীক্ষার্থী অনুশীলনের সময় বাস্তব অভিজ্ঞতা পায়।
এই ফাইলে তোমরা পাবে:
- নির্মিতি অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
- প্রতিটি বোর্ডের প্রশ্ন পত্র ও বহুনির্বাচনির নির্ভুল সমাধান
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, যশোর, চট্টগ্রাম, দিনাজপুর ও সিলেট বোর্ডের ২০১৯ সালের বাংলা ২য় পত্র প্রশ্ন একসাথে রয়েছে এখানে।
চূড়ান্ত প্রস্তুতির জন্য ফাইলটি এখনই সংগ্রহ করো। ভালো ফলাফল এখন তোমার হাতের মুঠোয়!
Download PDFআরো দেখুনঃ
এসএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি ও প্রশ্ন সমাধান ২০১৫এসএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি ও প্রশ্ন সমাধান ২০১৬
এসএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি ও প্রশ্ন সমাধান ২০১৭
এসএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি ও প্রশ্ন সমাধান ২০১৮
এসএসসি বাংলা ২য় পত্র প্রস্তুতি ও প্রশ্ন সমাধান ২০২০
Comments
0 commentsLeave your comment
Reply to Comment