SSC 2018 পদার্থবিজ্ঞান সকল বোর্ড প্রশ্ন একসাথে
SSC পদার্থবিজ্ঞান পরীক্ষায় সফলতা চাইলে কেবল মুখস্থ পড়া যথেষ্ট নয়—প্রয়োজন বুঝে পড়া, সূত্রের ব্যাখ্যা জানা, এবং প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যার উপর দখল।
২০১৮ সালের প্রশ্নগুলোর বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ প্রশ্ন এসেছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের উপর। যারা নিয়মিত গাণিতিক সমস্যার চর্চা করেছে, তাদের জন্য এগুলো খুব সহজ ছিল।
পুরনো প্রশ্ন কেনো কাজে আসে?
বোর্ড পরীক্ষায় প্রশ্নের ধরণ বুঝতে হলে আগের বছরের প্রশ্ন দেখাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এতে অধ্যায়ভিত্তিক গুরুত্ব যেমন বোঝা যায়, তেমনি প্রস্তুতিও হয় টার্গেটেড।
তোমার সুবিধার জন্য আমরা তৈরি করেছি “SSC All Board Physics Question 2018” নামের এই ফাইল।
এই ফাইলে রয়েছে:
- সকল বোর্ডের প্রশ্ন একসাথে
- অধ্যায় অনুযায়ী শ্রেণিবদ্ধ
- ডাউনলোডযোগ্য PDF ফাইল
- আগের প্রশ্ন থেকে কমন পাওয়ার ভালো সুযোগ
২০১৮ সালের প্রশ্ন এসেছে:
- পরিমাপ ও একক
- বল, গতি, শক্তি
- তাপ, তরঙ্গ
- আলোকের ব্যবহার
- বিদ্যুৎ ও ইলেকট্রনিকস
PDF
Loading PDF...
120%
আজই সংগ্রহ করো “SSC Physics Board Question 2018” PDF ফাইলটি আর তৈরি হয়ে যাও পরীক্ষার জন্য!
Download PDF
Comments
0 commentsLeave your comment
Reply to Comment