এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ২০১৬ | SSC All Board Question Solution 2016: English 2nd Paper
এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ২০১৬
এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করা একেবারেই অপরিহার্য। বিশেষ করে ইংরেজি ২য় পত্রের ক্ষেত্রে, ব্যাকরণ ও রাইটিং অংশের প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিলে পরীক্ষার সময় অনেক আত্মবিশ্বাস আসে।
২০১৬ সালের বোর্ড প্রশ্নগুলো দেখে শিক্ষার্থীরা বুঝতে পারবে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে এবং কেমন ধরনের প্রশ্ন সাধারণত আসে। টেনস, রূপান্তর (Transformation), ন্যারেশন, অনুচ্ছেদ লেখা, আবেদনপত্র, ও রিপোর্ট রাইটিং অংশগুলো অনুশীলনের জন্য এগুলো খুবই সহায়ক।
SSC English 2nd Paper All Board Question 2016
এই পেজে আপনি পাবেন ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের সকল বোর্ডের প্রশ্নপত্র এক জায়গায়। এটি SSC পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা।
এই ফাইলে যা থাকছে:
- ২০১৬ সালের এসএসসি ইংরেজি ২য় পত্রের সকল বোর্ড প্রশ্ন
- বোর্ডভিত্তিক প্রশ্নের ধরণ ও প্যাটার্ন বিশ্লেষণ
- রাইটিং ও গ্রামার অংশের প্রস্তুতির কার্যকর টিপস
এখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট ও দিনাজপুর বোর্ডের ২০১৬ সালের এসএসসি ইংরেজি ২য় পত্রের প্রশ্ন দেওয়া হয়েছে।
পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করো, নিজে চেষ্টা করো সমাধান করার এবং ভুলগুলো খুঁজে বের করো। নিয়মিত অনুশীলনই তোমাকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে।
Click to Download
তোমার সফল পরীক্ষার প্রস্তুতির জন্য শুভকামনা রইল!