এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ২০১৮ | SSC All Board Question Solution 2018: English 2nd Paper
এসএসসি ইংরেজি ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ২০১৮
ইংরেজি ২য় পত্র এমন একটি বিষয় যা অনেক শিক্ষার্থীর কাছে ভয়ঙ্কর মনে হয়। ব্যাকরণ (Grammar) ও রাইটিং পার্টের গভীর প্রস্তুতি ছাড়া ভালো নম্বর পাওয়া সত্যিই কঠিন। তাই আগের বছরের প্রশ্নগুলো অনুশীলন করাই সবচেয়ে কার্যকর প্রস্তুতির কৌশল।
২০১৮ সালের এসএসসি ইংরেজি ২য় পত্রের প্রশ্নপত্রগুলোতে কিছু নতুন ধরণের প্রশ্ন সংযোজন হয়েছিল, যা পরীক্ষার্থীদের চিন্তার কারণ হয়েছিল। তবে যারা পূর্ববর্তী প্রশ্ন নিয়মিত অনুশীলন করেছিল, তারা সহজেই পরীক্ষায় ভালো করতে পেরেছিল।
SSC English 2nd Paper All Board Question 2018
এই পেজে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রের সব বোর্ডের প্রশ্নপত্র একসাথে দেওয়া হয়েছে। এটি তোমার জন্য একটি পূর্ণাঙ্গ রিসোর্স যেখানে এক নজরে সব বোর্ডের প্রশ্ন দেখা যাবে এবং প্রস্তুতির ঘাটতি বুঝে নেওয়া যাবে।
এই ফাইলে যা থাকছে:
- ২০১৮ সালের সকল বোর্ডের ইংরেজি ২য় পত্র প্রশ্নপত্র (PDF আকারে)
- Grammar Part: Tense, Voice Change, Narration, Transformation, Preposition, Article
- Writing Part: Paragraph, Letter/Application, Graph, Report & Composition
- বোর্ডভিত্তিক প্রশ্নের তুলনামূলক বিশ্লেষণ
- পূর্ববর্তী প্রশ্ন দেখে প্রস্তুতি নেওয়ার কার্যকর টিপস
কেন ২০১৮ সালের প্রশ্ন অনুশীলন জরুরি?
২০১৮ সালের বোর্ড প্রশ্নগুলো ইংরেজি ২য় পত্রের ট্রেন্ডে একটি পরিবর্তন আনে। Grammar অংশে Transformation এবং Voice Change থেকে বেশি নম্বরের প্রশ্ন এসেছিল। আবার Writing পার্টে অনেক বোর্ডে “Formal Letter” ও “Report Writing”-এর পাশাপাশি “Graph Description” যুক্ত হয়েছিল, যা নতুনদের জন্য কিছুটা জটিল ছিল।
এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় পরীক্ষায় কোন টপিকগুলো নিয়মিত পুনরাবৃত্তি হচ্ছে এবং কোন অংশগুলোতে শিক্ষার্থীদের বেশি অনুশীলন করা প্রয়োজন। তাই SSC পরীক্ষার আগে ২০১৮ সালের প্রশ্নগুলো অবশ্যই অনুশীলন করা উচিত।
অন্তর্ভুক্ত বোর্ডসমূহ:
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট ও দিনাজপুর বোর্ডের ২০১৮ সালের এসএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্নপত্র এখানে একসাথে সংকলিত করা হয়েছে।
প্রস্তুতির জন্য টিপস:
- প্রতিদিন অন্তত ১টি Grammar টপিক ও ১টি Writing টপিক অনুশীলন করো।
- আগের বছরের প্রশ্নগুলো থেকে সাধারণভাবে আসা অংশগুলো চিহ্নিত করো।
- Letter, Paragraph ও Report নিজের ভাষায় লিখে প্র্যাকটিস করো।
- Model Question ও Board Question একসাথে মিলিয়ে পড়ো।
- প্রতিটি প্রশ্নের উত্তর লিখে শিক্ষক বা সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো।
পরীক্ষার সময় কিছু করণীয়:
প্রশ্নপত্র ভালোভাবে পড়ে সময় বণ্টন করে লিখা শুরু করো। Grammar অংশে ভুল কমানোর জন্য নিয়ম মুখস্থ না করে নিয়ম বুঝে চর্চা করো। Writing অংশে প্রাসঙ্গিক ও সংক্ষিপ্তভাবে বিষয় উপস্থাপন করো। এবং সর্বোপরি, আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আত্মবিশ্বাসী হও!
Click to Download
২০১৮ সালের প্রশ্নপত্রগুলো শুধু অনুশীলনের জন্য নয়, বরং পরীক্ষার ধরণ বোঝার জন্যও অপরিহার্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজি ২য় পত্রে উচ্চ নম্বর অর্জন করা সম্ভব।
আজই ২০১৮ সালের প্রশ্নপত্র ডাউনলোড করো, অনুশীলন শুরু করো এবং নিজের দক্ষতা যাচাই করো। তোমার পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত হোক – শুভকামনা রইল! 🌟