মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০২-২০০৩ | Medical Admission Question 2002-2003
By Ariful Islam Arman২৪ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০২-২০০৩
Entamoeba histolytica-র জীবন চক্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
E. histolytica সিস্টগুলো পোষকের মলের সঙ্গে দেহ থেকে নির্গত হয়ে
সাধারণ ঘরের তাপমাত্রায় ৩ সপ্তাহ বেঁচে থাকে।
কোনটিকে পানি দিয়ে ফুটালে জিলেটিন পাওয়া যায়?
Correct Answer:
D
কোলাজেন
কোনটি শ্রাব্যতার সীমা?
Correct Answer:
A
20 Hz হতে 20000 Hz
সব জীবের ক্ষেত্রেই উঘঅ কয়টি রাসায়নিক ক্ষার নিয়ে গঠিত?
Correct Answer:
C
চারটি
বিভিন্ন পেশীকলার গঠন প্রকৃতিতে যেটি সত্য নয়-
Correct Answer:
D
মসৃণ বা অনৈচ্ছিক পেশীর কোষের নিউক্লিয়াসটি কোষের সরু অংশে অবস্থান
করে
RCN কে RCH₂NH₂ তে পরিণত করতে যে বিকারক লাগবে তা হচ্ছে-
Correct Answer:
B
LiAIH₄
SP2 সঙ্করিত অরবিটালের বন্ধন কোণ কত?
Correct Answer:
C
120°
PV = K, এই সমীকরণটি সাধারণভাবে কোন সূত্রের প্রকাশ-
Correct Answer:
B
বয়েলের সূত্র
একটি ক্ষুদ্র গোলাকার বস্তু কোন তরলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়ছে। বস্তুর 0.03 N হলে এবং বস্তুর উপর ক্রিয়ারত প্লাবতা 0.01 N হলে, বস্তুর উপর ক্রিয়ারত সান্দ্র ক্রিয়ারত সান্দ্র বল হবে-
Correct Answer:
B
0.02 N
হাইড্রার কর্ষিকা ও মেনাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশ গ্রহণ করে-
Correct Answer:
D
সব গুলোই
কোন অংশটি রেনাল টিউব্যুল এর অংশ নয়?
Correct Answer:
D
অ্যাফারেন্ট আর্টারিওল
(H₃C)₂C = CH₂ + H₂SO₄ ?
Correct Answer:
C
(H₃C)₂COH – CH₃
কোনটি কাঠামোগত সমানুতা নয়?
Correct Answer:
D
আলোক সমানুতা
পয়সনের অনুপাত হলে নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
A
σ = পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ বিকৃতি
সেকেন্ড দোলক বলতে বোঝায়-
Correct Answer:
B
যে দোলকের দোলন কাল ২ সেকেন্ড
একটি স্থলজ বাস্তুতন্ত্রের বাঢ় যে শ্রেণীর খাদক-
Correct Answer:
A
সর্বোাচ্চ খাদক
ট্রফোব্লাস্ট থেকে ভিলাই বোরোতে থাকে-
Correct Answer:
B
দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে
কোনটি জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ নয়?
Correct Answer:
B
সহবস্থান
কোনটি ক্রোমিয়ামের আকরিক নয়?
Correct Answer:
B
Cr₃O₄
0 ≤ θ < 90° হলে বলের দ্বারা কৃত কাজ-
Correct Answer:
B
ধনাত্মক হবে
অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ভূমিকা রাখে-
Correct Answer:
C
স্নায়ু উদ্দীপনা বহনে
ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
Correct Answer:
A
SiO₂
কপার পিরাইট আকরিক মাত্র-
Correct Answer:
C
২-৩% কপার থাকে
ট্রাইক্লোরো মিথেন কোন কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
B
চেতনা নাশক
বস্তুর জড়তার ভ্রামক হলো-
Correct Answer:
A
বস্তুর সবগুলো কণার জড়তার ভ্রামকের যোগফল
ঘাতবল বলতে আমরা বুঝি-
Correct Answer:
C
বলের মান খুব বেশি ক্রিয়াকাল কম
শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরকে বলে-
Correct Answer:
C
আত্তীকরণ
‘Who did this’ active voice টির সঠিক passive voice কোনটি?
Correct Answer:
A
By whom was this done?
আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্বন্ধে নিম্নের কোনটি সত্য নয়?
Correct Answer:
D
পরাগনালিকার ভিতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মায়োসিস প্রক্রিয়ায়
বিভক্ত হলে দুটি শুক্রাণু তথা পুংগ্যামেট সৃষ্টি করে
স্পোরোজয়েট দেখতে-
Correct Answer:
B
মাকু আকৃতি
আজকাল অধিক হারে শাস-কষ্ট রোগের জন্য নিম্নের কোনটি দায়ী?
Correct Answer:
C
NO₂
বরফ তৈরি এবং পচলশীল দ্রব্য সংরক্ষণ নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
A
তরল অ্যামোনিয়া
দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘের বিস্তৃতি-
Correct Answer:
D
4000 A° - 8000 A°
ভর-শক্তির সম্বন্ধটি হলো-
Correct Answer:
A
E = mc²
সঠিক Preposition বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ Mati is absent _______ the class.
Correct Answer:
C
from
কান্ডের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
Correct Answer:
A
অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার। কোষের পার্শ্ব প্রাচীর স্থুল
স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
A
কোষপ্রাচীর পুরু বলে অবস্থানকারী অঙ্গকে দৃঢ়তা প্রদান করে
হেপাটিক সাইজোগনি ঘটে-
Correct Answer:
D
যকৃতে
শিশুদের রক্তে শিস্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়-
Correct Answer:
B
বেশী
জার্মেনিয়াম একটি
Correct Answer:
C
অর্ধধাতু
সিলিকনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Correct Answer:
A
Si(14) = 1s2 2s2 2p6 3p2
কোনটিতে সৌর কোষ ব্যবহৃত হয় না?
Correct Answer:
D
রেকটিফায়ারে
গামা রশ্মির ভেদন ক্ষমতা রশ্মির চেয়ে-
Correct Answer:
A
বেশি
সঠিক Prepositions দিয়ে শূন্যস্থান পূরণ কর- He is afraid ______ the dog.
Correct Answer:
B
of
পাতা সীথযুক্ত স্বরূপ বর্ষজীবী হার্ব, শিরাবিন্যাস সমান্তরাল, বৃতি নাই, তবে গ্লুম আছে, ফল রিস অবিদারী, ক্যারিঅপসিস। উপরের বৈশিষ্ট্য সমূহ হতে এটি কোন উদ্ভিদ বলে সনাক্ত করা হবে-
Correct Answer:
A
ভুট্টা
একটি চিহ্নিত পেশীতে নিউক্লিয়াস থাকে-
Correct Answer:
D
শতাধিক
স্নায়ুতন্ত্র গঠিত হয়-
Correct Answer:
A
এক্টোডার্ম থেকে
সোডিয়াম হাইপোক্লোরাইট নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য-
Correct Answer:
C
বস্তুকে বর্ণহীন করতে
ক্রিপ্টন ডাইফ্লুরাইড তৈরিতে কোন তাপমাত্রা প্রয়োজন?
Correct Answer:
C
196°C
নিম্নের কোনটি ইলেকট্রনের ভর?
Correct Answer:
B
9.11 × 10-31 Kg
সঠিক Prepositions দিয়ে শূন্যস্থান পূরণ কর-I shall do it-Pleasure.
Correct Answer:
B
with
জীব জগতের সুপার কিংডম ‘ইউক্যারিয়াটা’ কিংডম ‘ফানজাই’ এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?
Correct Answer:
B
জাইগেটে মায়োসিস হয়
উদ্ভিদ প্রজাতি বন্টনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হলো-
Correct Answer:
B
পানি
জলাতঙ্কের টিকা আবিষ্কারক হলেন-
Correct Answer:
A
লুই পান্তুর
ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ পদ্ধতির সর্বপ্রথম প্রবর্তন ও সঙ্গতভাবে ব্যবহার করেন?
Correct Answer:
B
১৭৫৩
হ্যালোজেনসমূহের সক্রিয়তার ক্রম কোনটি?
Correct Answer:
C
ফুরিন > ক্লোরিন > ব্রোমিন > আয়োডিন
এনজাইম একটি-
Correct Answer:
B
জৈব প্রভবক
কোনটি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Correct Answer:
D
লাল
গোলকীয় দর্পনের প্রধান অক্ষ দর্পনের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
Correct Answer:
B
90°
I said to him ‘I don’t believe you’ এর কোনটি সঠিক indirect speech?
Correct Answer:
D
said that I didn’t believe him
পাইরুভিক অ্যাসিড হতে অ্যাসিটাইল কো-এ
Correct Answer:
C
CO₂ ও NADH + H+ উৎপন্ন হয়
মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রুণথলি গঠিত হয়-
Correct Answer:
C
শতকরা ৭৫ ভাগ উদ্ভিদে
কোনটি সেক্স লিংকড বৈশিষ্ট্যের উদাহরণ নয়?
Correct Answer:
B
হাইপারমেট্রপিয়া
কোনটি উত্তজেনেসিসের জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
C
পূর্ণতা প্রাপ্তির শেষ পর্যায় ডিম্বাশয়ের ভিতরে সম্পন্ন হয়
স্বাভাবিক অবস্থায় মানব দেহে রক্তের pH এর মান-
Correct Answer:
B
7.40
হেবার পদ্ধতিতে NH3 প্রস্ততি একটি-
Correct Answer:
A
তাপোৎপাদী বিক্রিয়া
আলোক কোয়ান্টাম তত্তের চমকপ্রদ ধারণা প্রবর্তন করেন কে?
Correct Answer:
D
প্ল্যাঙ্ক
শূন্যস্থানে আলোর বেগ কত?
Correct Answer:
B
(3.9986 ± 0.003) ×10⁸ m/sec
He said ‘Be quiet and listen to my words’ এর কোনটি সঠিক Indirect speech?
Correct Answer:
B
He asked them to be quiet and listen to his words.
মেটাকাইনেসিস ঘটে
Correct Answer:
B
মেটাফেজ পর্যায়ে
একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য-
Correct Answer:
C
3.4Å
একানটি সেরেবেলামের কাজ নয়?
Correct Answer:
D
স্বাভাবিক শ্বসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করা
করোটিকার অস্থি নয় কোনটি?
Correct Answer:
C
হাইঅয়েড অস্থি
উভমুখী বিক্রিয়াকে একমুখী করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Correct Answer:
D
সবগুলোই
দৈত্যাকার অণু বলা হয় যাদের-
Correct Answer:
C
আণবিক ভর অত্যাধিক
নরম লোহা কোনটি তৈরিতে বেশি উপযোগী?
Correct Answer:
B
অস্থায়ী চুম্বক
1Kw – hr = কত Joule?
Correct Answer:
C
36 × 10⁵ J
ট্রেজার আইল্যান্ড কার লেখা?
Correct Answer:
A
R.L. Stevenson
আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’ বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?
Correct Answer:
B
I am very much greateful to you.
থাইলাকয়েড থাকে-
Correct Answer:
A
ক্লোরোপ্লাস্টে
কোনটি সত্য নয়?
Correct Answer:
C
প্রকৃত উদ্ভিদ কোষের ফটোসিনথেটিক কোষে গ্লাইকোপ্রোটিন আছে
কোনটি সত্য নয়?
Correct Answer:
D
আরশোলার প্রতিটি অণুডিম্বাশয় থেকে এক এক করে ১০টি পরিণত ডিম একসাথে
জনন থলিতে নেমে আসে।
কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
পোষকের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী মানুষ পরজীবীর নির্দিষ্ট পোষক
কোনটি সঠিক?
Correct Answer:
D
সবকটি
সর্ববহিঃস্থ শক্তিস্তরে s2p6 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলসমূহকে বলে-
Correct Answer:
D
নিষ্ক্রীয় গ্যাস
তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর-
Correct Answer:
B
ব্যস্তানুপাতিক
কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
Correct Answer:
D
এ্যাঞ্জেলা জলপ্রপাত
আপেক্ষিক রোধের একক হলো-
Correct Answer:
B
Ω - m
‘আমার যদি পাখির মত ডানা থাকত-এই বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?
Correct Answer:
B
Had I the wings a bird!
ফুলের হলুদ বর্ণের জন্য দায়ী-
Correct Answer:
C
বিটাজেন্থিন নামক বর্ণ কণিকা
রাইজোফোর বিশিষ্ট উদ্ভিদ হলো-
Correct Answer:
A
Selaginella
কোনটি পরজীবীর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
C
প্রজনন ক্ষমতা কম
কোনটি সত্য নয়?
Correct Answer:
D
স্পার্মাটোজেনেসিসে পূর্ণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে
সম্পন্ন হয় না
কোন নীতি/সূত্র অনুযায়ী অযুগ্ম ইলেকট্রনসমূহের স্পিন একই মুখী হবে?
Correct Answer:
D
হুন্ডের সূত্র
আন্তঃআণবিক বলের মাত্রা বা অণুতে বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে যৌগসমূহের মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
C
তিনটি ভাগে
চার্জের অবস্থান সবসময়ই বস্তুর-
Correct Answer:
A
বাইরের পৃষ্ঠে