মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১১-২০১২ | Medical Admission Question 2011-2012
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১১-২০১২
১৯৭২ সালের কোন মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন- -
Correct Answer:
A
জানুয়ারি
পিট্যুইটারি গ্রন্থি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
C
এটি থেকে স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়
অক্সিজেনের পরমাণুকরণ তাপ (Kj/mol)নিম্নের কোনটি?
Correct Answer:
A
+ 249.2
প্রতিবিম্বের অবস্থান : বক্রতার কেন্দ্রে প্রকৃতি : বাস্তব এবং উল্টা বিবর্ধন : 1 অবতল দর্পণে বস্তুর যে অবস্থায় উপরেরগুলি সত্য নয়?
Correct Answer:
A
বস্তু বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত
নিম্নের কোন রাষ্ট্রটি সার্কভূক্ত দেশ নয়?
Correct Answer:
C
মিয়ানমার
নিম্নের কোনটি হাতের তালুর অস্থি নয়?
Correct Answer:
D
ইথময়েড
নিম্নের কোন ব্যক্তি ভাস্কর্য শিল্পী নহেন?
Correct Answer:
B
নির্মলেন্দু গুণ
সমযোজী যৌগ (Covalent compound)সম্বন্ধে নিম্নের কোন বাক্যটি সঠিক নয়?
Correct Answer:
A
সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী
The meaning of which word is not correct?
Correct Answer:
B
Fear - সুন্দর
Most appropriate translation of the sentence: "সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম।"
Correct Answer:
D
We would had worked before the sun set
নিম্নের কোন কোষাঙ্গে DNA থাকে?
Correct Answer:
C
মাইটোকন্ড্রিয়ায়
ভার্ণিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়?
Correct Answer:
A
মিলিমিটার
নিম্নের কোনটি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাংলাদেশে ব্যবহৃত হয় না?
Correct Answer:
C
ডি.ডি.টি
কালাজ্বর পরজীবীর জীবনচক্রে পর্যায় আছে -
Correct Answer:
A
2টি
Which one of the following is not the synonym of the word "Coinage"?
Correct Answer:
B
Change
Which of the following is a complex sentence?
Correct Answer:
D
This letter proves that he is honest
নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?
Correct Answer:
A
ইথোফেন
নিম্নের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়?
Correct Answer:
B
যকৃত
কোনটি ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য?
Correct Answer:
D
চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়
ক্ষমতা ও শক্তি ব্যাপারে নিম্নের কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
B
শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়
তিতাস গ্যাসে কি আছে?
Correct Answer:
A
ইথার
গ্রিন হাউজ গ্যাসে বেশি অনুপাতে থাকে নিম্নের কোনটি?
Correct Answer:
A
কার্বন-ডাই-অক্সাইড
নিম্নের কোনটি Na+ এর আয়নিক ব্যাসার্ধ(nm)
Correct Answer:
A
0.098
বাস্তববিদ্যা সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
১৮৬৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেষ্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন এবং
সংজ্ঞা দেন
কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
B
কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়
একটি যৌগের গলনাঙ্ক 100C, যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
Correct Answer:
A
সমযোজী
পরিপাক সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
A
মুখগহ্বরে কোন এনজাইম নিঃসৃত হয় না
ব্যাকটেরিয়া সম্পর্কে নিম্নের কোন উক্তিটি অসত্য?
Correct Answer:
A
এগুলো একাকী বসবাস করতে পারে না
নিম্নের কোন মূলকটি মেটা নির্দেশক?
Correct Answer:
A
-NO₂
নিম্নে কোন জোড়াটি সঠিক নয়?
Correct Answer:
D
রোধ মাপার যন্ত্র - ভোল্টমিটার
অ্যানার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটি ব্যবহার করা হয়?
Correct Answer:
C
আরগন
Which of the following idiom contain English meaning?
Correct Answer:
A
Keep the flag flying : Keep surviving
রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
এটি একটি ধীর প্রক্রিয়া
Complete the sentence by the appropriate world in the gap form the words given below: "Though Bangladesh is a riverine country, ________ it faces scarcity of flowing water."
Correct Answer:
A
yet
গতি এবং দ্রুতি দুটোর জন্যই প্রয়োজন হয় ?
Correct Answer:
A
বল
The antonym for "Grievance" is which of the following?
Correct Answer:
A
happiness
আবরণী কলায় নিম্নের যেটি নড়াচড়া করার কাজে ব্যবহৃত হ --
Correct Answer:
C
সিলিয়া
সোডিয়াম ক্লোরাইডের (NaCl) সম্পৃক্ত জলীয় দ্রবণ নিম্নের কোনটি?
Correct Answer:
C
ব্রাইন
নিম্নের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
A
হাইড্রার সিলোম সিলোমিক পাউচ থেকে উৎপত্তি লাভ করে
উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
C
আয়ন হিসেবে শোষিত হয়
মানুষের দেহে যে অ্যামিবা থাকে তার বৈশিষ্ট্যের অন্তর্গত নয় নিম্নের কোনটি?
Correct Answer:
A
স্ববাত শ্বসন
তড়িৎ বা আধান সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
একটি তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান যদি হয় ঋণাত্মক এবং পরীক্ষণীয় বস্তুর আধান যদি ধনাত্মক
হয়, তবে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পাবে
কোন তথ্যটি গতিশক্তির (Kinetic Energy) জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
B
গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে
একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নের কোনটি?
Correct Answer:
A
অধঃত্বক সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত
নিম্নের কোনটি দ্বারা হেক্সামিন তৈরি হয়?
Correct Answer:
B
ফরমালিন
নিম্নের কোনটি কার্বক্সিলের কার্যকরী মূলক?
Correct Answer:
D
-COOH
Fill up the gap by appropriate preposition: "Do not hanker _____ money"
Correct Answer:
A
after
নিম্নের কোনটি দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না?
Correct Answer:
C
হাইপোথ্যালামাস
নিম্নের কোনটিতে তরুণাস্থি নাই?
Correct Answer:
C
মূত্রথলি
বেগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
কৌণিক বেগের একক -sˉ¹
Which of the following sentence is the correct English translation? "আমরা দুর্নীতিবাজ লোকদের পছন্দ করি না"।
Correct Answer:
A
We do not like corrupted people
একটি চাকার ভর 10kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5m । এর জড়তার ভ্রামক কত?
Correct Answer:
C
2.5 kgm²
নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম নয়?
Correct Answer:
B
কারফ্যু : উন্নত জাতের বাদাম
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
সুন্দরী গাছে ঠেসমূল থাকে
কোনটি গলগি বডির কাজ?
Correct Answer:
D
কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ
নিম্নে কোন নিরুদক এর প্রভাবে 160°C তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিলিন উৎপন্ন হয়?
Correct Answer:
B
H₂SO₄
Which of the following phrase is having the correct meaning?
Correct Answer:
A
Square Meal : A nutritious meal
নিম্নের কোন রাষ্ট্রপ্রধান বিয়াল্লিশ বছর দেশ পরিচালনা করেছেন?
Correct Answer:
D
মুয়াম্মার গাদ্দাফি
উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত?
Correct Answer:
C
কাইটিন
পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহের নাম --
Correct Answer:
A
HD 85512 B
বাতাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4800 Ao। গ্লাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি?
Correct Answer:
C
3200 Ao
নিম্নের কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদের মধ্যে পড়ে না?
Correct Answer:
B
সন্নিবেশ আয়নিক বন্ধন
এ পর্যন্ত কয়জন বাংলাদেশী নাগরিক " এভারেষ্ট চূড়ায় " আরোহণ করতে পেরেছেন?
Correct Answer:
D
5
মাশরুমের মধ্যে নিম্নের কোন উপাদানটি অনুপস্থিত?
Correct Answer:
C
পেপটাইডোগ্লাইকান
উদ্ভিদের বিপাক, শ্বসন বা বর্ধনের সঙ্গে জড়িত নয় নিম্নের কোনটি?
Correct Answer:
C
প্লাস্টিড
নিম্নের কোনটি ঘূর্ণিঝড়ের নাম নয়?
Correct Answer:
A
গ্যালাক্সি
গঠন অনুসারে অ্যামিন নিম্নের কত প্রকার?
Correct Answer:
B
3
নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়?
Correct Answer:
C
সময়
" আর্মাডিলো " নামক প্রাণিটি নিম্নের কোন মহাদেশে বেশি দেখা হয়?
Correct Answer:
D
উত্তর আমেরিকা
Which one of the following is the correct sentence?
Correct Answer:
C
'Shaon' is both an actress and a singer
নিম্নের কোনটির জন্য কাঁচা ফল মিষ্টি হয় না?
Correct Answer:
D
স্টার্চ
আলো ও লেন্স সম্পর্কে নিম্নের কোনটি সত্য নয়?
Correct Answer:
C
অবতল ও উত্তল উভয় দর্পণের ক্ষেত্রে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান হয়
নিম্নের কোনটি অগ্ন্যাশয় হতে নিঃসৃত হয় না?
Correct Answer:
A
বাইল সল্ট
জৈব যৌগ তৈরিতে নিম্নের কোন মৌলিক পদার্থ লাগে না?
Correct Answer:
D
ক্লোরিন
নিম্নের কোনটি শক্তিশালী বিষ?
Correct Answer:
B
সায়ানাইড
নিম্নের কোনটি pH-এর পরিবর্তনের সাথে রং পরিবর্তন করে না?
Correct Answer:
D
নিউট্রাল রেড
ফেনল রেড
Correct Answer:
D
চাপ বৃদ্ধিতে সব সময় বস্তু সংকোচিত হয় না
Choose the correct preposition to complete the following sentence: "He lives _____ honest means."
Correct Answer:
B
by
নিম্নের কোনটি আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়?
Correct Answer:
B
গামা গ্লোবিউলিন
ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের -
Correct Answer:
B
০৬ তারিখ
নিম্নের কোন ডাল বেশি খেলে " ল্যাথিরিজম " নামক রোগ হতে পারে?
Correct Answer:
A
খেসারী
নিম্নের কোনটি সবাত ও অবাত দুই প্রকার শ্বসনের সাথেই সম্পর্কিত?
Correct Answer:
D
গ্লাইকোলাইসিস
শ্বাসতন্ত্র সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
C
ফুসফুসের কৈশিক নালিতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী যৌগ
অক্সিহিমোগ্লোবিন তৈরি করে
নিম্নের কোন জাতীয় বস্তু বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট, ক্ষয় বা বৃদ্ধি হয় না?
Correct Answer:
A
কাঁচ
বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
B
মহাস্থানগড়
প্রোটিনের গঠনের প্রকারভেদ নিম্নের কোনটি ?
Correct Answer:
B
3
নিম্নের কোনটি বিজারিত নিউক্লিওটাইড?
Correct Answer:
D
NADH
নিম্নের কোন পরজীবীর চলৎশক্তি নাই?
Correct Answer:
C
একানথেমিবা
Which one of the following is the correct passive sentence?
Correct Answer:
A
The signal was opened by the traffic police
নিম্নের কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য?
Correct Answer:
D
মাহফিল
নিম্নের কোনটির ভিত্তিতে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে?
Correct Answer:
C
সিলিকন
চৌম্বক বলরেখার ধর্মাবলীর বেলায় নিম্নের যেটি সত্য নয় --
Correct Answer:
B
চৌম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে
Choose the best indirect form of the following sentence: "Do you know the way to the zoo?" S-he said to Robin
Correct Answer:
B
She asked Robin weather he knew the way to the zoo
শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ নয় কোনটি?
Correct Answer:
B
গতি বৃদ্ধিতে
নিম্নের কোনটি গ্যাসের গতিতত্ত্বের জন্য সঠিক?
Correct Answer:
B
অণুগুলো অক্রম গতিতে গতিশীল
উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হওয়াকে বলে --
Correct Answer:
D
প্রস্বেদন
নিম্নের কোন অণুজীব '' জীবাণু অস্ত্র " হিসেবে ব্যবহৃত হয় না?
Correct Answer:
D
প্লাজমোডিয়াম প্রজাতি
A person whose "head is in the clouds" is-
Correct Answer:
D
a day dreamer
বিভিন্ন বর্গের উদ্ভিদের জন্য নিম্নের কোনটি সত্য নয়?
Correct Answer:
C
সমাঙ্গবর্গ উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয়