মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১০-২০১১ | Medical Admission Question 2010-2011
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১০-২০১১
নিম্নের কোনটি চলনশীল লিপিড?
Correct Answer:
D
প্লাস্টোকুইনন
নিম্নের কোনটি গ্যাসের গতি তত্ত্বের জন্য সঠিক?
Correct Answer:
D
অনুগুলো অক্রম গতিতে গতিশীল
নিম্নের কে Historia plamtarum universalis রচনা করেন?
Correct Answer:
C
জ্যঁা বাউহিন
Rh negative নিম্নের কোন জনগোষ্টির মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়?
Correct Answer:
B
পাইরেনিজের বাস্ক
মল-সূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি?
Correct Answer:
A
মেডুলা অবলঙ্গাটা
Which of the following sentence is passive with reflexive object?
Correct Answer:
B
It was hurt by himself
নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসের বাষ্পীভবন তাপ 1.7 kgmol-1
Correct Answer:
C
নিয়ন
নিম্নের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য?
Correct Answer:
B
রুদ্ধ তাপীয় লেখ অপেক্ষাকৃত বেশি খাড়া
সালোকসংশ্লেষণের সময় 6 অণু Co2 কত অণু H2O এর সাথে বিক্রিয়ায় C6H12O6+6H20+6CO2 উৎপাদন করে?
Correct Answer:
B
12
নিম্নের কোন জোড়াটি সঠিক?
Correct Answer:
B
ডলোমাইট MgCO₃.CaCO₃
নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়?
Correct Answer:
D
ক্যালডিয়
বালব থেকে নিম্নের কোন উদ্ভিদ জন্মায়?
Correct Answer:
A
পেয়াঁজ
গ্রুপ iA iiA মৌল সমুহের জন্য নিচের কোনটি সঠিক?
Correct Answer:
B
সোডিয়ামের পারমানবিক ব্যাসার্ধ 0.157 nm
Which of the following is active with verbal noun with preposition and object
Correct Answer:
B
I saw him go to the garden
গুরু তিস্রক সুর বিরামের অনুপাত নিম্নের কোনটি?
Correct Answer:
B
5:4
শুষ্ক উদ্ভিদের ওজনের নিম্নের কোন (%) কার্বোহাইড্রেট?
Correct Answer:
B
৫০-৮০
পদার্থ বিজ্ঞানের নিম্নের কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
B
শক্তির মাত্রা: [ML₂T‾²]
Which of the following sentence has the correct use of preposition?
Correct Answer:
C
You can’t buy it at such price
উদ্ভিদ কোষের জন্য নিম্নের কোন তত্ত্বটি সঠিক?
Correct Answer:
B
অ্যামাইলোপ্লাস্ট শর্করা খাদ্য সঞ্ঝয়কারী লিউকোপ্লাস্ট
Which of the following word is a verb?
Correct Answer:
A
reconnoitre
মাইকেল পিয়েরে লুইস নিম্নের কোন দেশের প্রধানমন্ত্রী?
Correct Answer:
C
হাইতি
which of the following is correct English?
Correct Answer:
D
Mathematics requires reasonable thinking.
নিম্নের কোন যৌগটি অক্টেনের মান উন্নয়নে ব্যবহিত হয়?
Correct Answer:
C
Pb(C₂H5)₄
মানুষের গ্লোমেরোলাসে পরিস্রুত মূত্র ADH এর প্রভাব ছাড়া নিম্নের (%) কতভাগ পুন:শোষণ প্রক্রিয়ায় নেফ্রনের প্রক্সিমাল নালিকায় শোষিত হয়?
Correct Answer:
C
৮০
Which of the following word is synonym of Libel?
Correct Answer:
A
misrepresentation
WTO এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোষাক সামগ্রী রপ্তানি শুরু করে নিম্নের কোন সালে ?
Correct Answer:
D
2005
নিম্নের কোন জোড়াটি সঠিক?
Correct Answer:
A
সোডিয়াম - পারমাণবিক চুল্লিতে
বাংলাদেশে সর্ব প্রথম কোথায় কয়লা কণি আবিষ্কার হয়?
Correct Answer:
B
কুচুমা
নিম্নের কোন pH এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়?
Correct Answer:
C
9.5
নিম্নের কত ডিগ্রী সে: তাপমাত্রার উপরে এনজাইম নিষ্কিয় হয়ে পড়ে?
Correct Answer:
D
50
Which of the following preposition will be the appropriate replacement of the underlined preposition to correct this sentence 'We all thirst over happiness?'
Correct Answer:
C
after
নিম্নের কোনটি 16 o C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ?
Correct Answer:
A
13.63
Which of the following word is the correct for the English translation of the Bangla word 'প্রতিমাননা'?
Correct Answer:
B
homage
ব্যাক্টেরিয়ার জন্য নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
সবসময় ক্ষতিকারক
Al2O3,3H20 নিম্নের কোন এলোমিনিয়ামের আকরিক থেকে পাওয়া যায়?
Correct Answer:
A
জিবসাইট
নিম্নের কোনটি উত্তম অগ্নি নির্বাপক?
Correct Answer:
C
CBr₂CIF
Which is the following is the correct English translation of the বাংলা word 'বতর'?
Correct Answer:
B
due time
1,3 - বিসফস্ফুগ্লিসারিক এসিড থেকে ফসফোগ্লিসারিক এসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায় 3- ফসফোগ্লিসারিক এসিড নিম্নের কোনটি উৎপাদিত হয়?
Correct Answer:
A
ATP
নিম্নের কোনটি ইলেক্ট্রনিক পদার্থের জন্য সঠিক?
Correct Answer:
C
সৌর কোষ হল আসলে সিলিকন দিয়ে তৈরি আলোক সংবেদী p-n জংংশন
Entamoeba Histolytica-র নিষ্ক্রিয় দশার আকার নিম্নের কোনটি?
Correct Answer:
B
10-20
নিম্নের কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
B
শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়
নিম্নের কোন জোড়াটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক?
Correct Answer:
B
এলিমোনিয়াম দৃঢ়তার গুণাঙ্ক = 2.6
মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্ন ত্যাগের স্বীকৃত সরূপ মুক্তিযুদ্ধাদের বীরত্ব সূচক কেতাব নিম্নের কত তারিখে দেওয়া হয়?
Correct Answer:
B
১৫ ডিসেম্বর ১৯৭৩
নিম্নের কোন ধনাত্মক আয়ন সবচেয়ে দ্রুত গতিতে উদ্ভিদ শোষণ করে?
Correct Answer:
D
K⁺
নিম্নের কোন জোড়াটি সঠিক?
Correct Answer:
C
কালকাসুন্দা Cassia sophera
নিম্নের কোনটি বাস্তব বিম্বের জন্য সঠিক?
Correct Answer:
D
উত্তল লেন্স বাস্তব বিম্ব তৈরি করে
এক আয়তন নাইট্রোজেন ও তিন আয়তন হাইড্রোজেন গ্যাস নিয়ে সেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটালে নিম্নের কত শতাংশ (%) এমোনিয়া গ্যাসে পরিণত হয়?
Correct Answer:
C
7
NaNo3 নিম্নের কোন উৎস থেকে পাওয়া যায়?
Correct Answer:
C
সিলি সল্ট পিটার
নিম্নের কোনটি ফেনল রেডের বর্ণ পরিবর্তনে pH এর পরিসর?
Correct Answer:
A
6.8-8.4
নিম্নের কোন হরমোন আয়নের সমতা রক্ষায় কাজ করে?
Correct Answer:
A
এলডোস্টেরন
নিম্নের কোনটি সত্য?
Correct Answer:
C
অগ্রগামী তরঙ্গের মাধ্যমের সকল কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না।অলিন্দের
ডায়াস্টোল দশায়
সময়কাল নিম্নের কোনটি?
Correct Answer:
C
0.7
নিম্নের কোনটি শব্দের দ্রুতির জন্য সঠিক?
Correct Answer:
A
শব্দের দ্রুতি কেলভিন তাপমাত্রায় বর্গমূলের সমানপাতিক নয়
Which of the following word is a verb?
Correct Answer:
C
glorify
নিম্নের কোন পরীক্ষার সময় গাঢ় লাল বা কমলা লাল বর্ণের রঞ্জন পদার্থ উৎপন্ন হয়?
Correct Answer:
A
গাঢ় HCl ও Sn দ্বারা বিজারণ
নিম্নের কোনটি স্থির আয়তনে গ্যাস থার্মোমিটারের পরিসর (ডিগ্রী সেলসিয়াস)
Correct Answer:
B
-270 to 1500
অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় এই মতামতটু নিম্নের কোন মনীষীর?
Correct Answer:
A
ড. অমর্ত্যসেন
আলোর প্রতিফলনের জন্য নিম্নের কোন সমীকরণটি সঠিক?
Correct Answer:
C
l' = |m| l
নিম্নের কোন তথ্যটি পরমাণুর জন্য সঠিক?
Correct Answer:
B
ইলেকট্রন উচ্চ গতিতে চলমান
নিম্নের কোনটি সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য?
Correct Answer:
A
পর্যায়বৃত্ত গতি
মেলানিন রঞ্জকে রঞ্জিত স্তর নিম্নের কোনটি?
Correct Answer:
B
কোরয়েড
ইথানল 15.9% CCl4 84.1% সমস্ফুটন মিশ্রণের স্ফুটনাঙ্ক ডিগ্রী:সে:) নিম্নের কোনটি ?
Correct Answer:
C
65. 10
In which of the following sentence the word 'Bring' is used to mean in banla 'ঘটানো '
Correct Answer:
A
He tried to bring about a quarrel between them
ট্রান্সজেনিক প্রাণী থেকে নিম্নের কোনটি প্রথম উৎপাদিত হয় ?
Correct Answer:
D
Human & antitrypsin
এমাইলেজের প্রধান উৎস নিম্নের কোনটি?
Correct Answer:
D
অগ্ন্যাশয়
অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় নিম্নের কোন মনোস্যাকারাইট পাওয়া যায়?
Correct Answer:
B
ফ্রুক্টোজ
বাংলাদেশের মধ্যে সব থেকে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ নিম্নের কোনটি?
Correct Answer:
B
সোনা মসজিদ
CaCo3= CaO+ Co2 এই বিক্রিয়ায় নিম্নের কত ডিগ্রী সে: তাপমাত্রা প্রয়োজন হয়?
Correct Answer:
C
550
নিম্নের কোন এসিডের pka = 3.74
Correct Answer:
A
ফরমিক
Which of the following word is a noun?
Correct Answer:
B
imprimatur
মানুষের শুক্রাণু প্রতি সেকেন্ডে কত মিলিমিটার পথ অতিক্রম করতে পারে?
Correct Answer:
D
1-4
নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করেনা?
Correct Answer:
D
পরিচক্র
গ্রিন হাউস গ্যাসের শতকরা হার(%) নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
D
সিএফসি= ১৪
দ্রবণের জন্য নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
B
মিশ্রণের আয়তন সমান হয়
p700 নামক প্রতিক্রিয়া রঞ্জক নিম্নের কোন বর্ণের আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে?
Correct Answer:
B
অতি লাল
নিম্নের কোন উদ্ভিদের মজ্জা বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি হয়?
Correct Answer:
B
Cucuebita maxima
নিম্নের কত জুল তাপ বর্জন করে 100 oC তাপমাত্রার 1kg জলীয়বাষ্প 100 oC তাপমাত্রার পানিতে পরিণত হয়?
Correct Answer:
B
2268000
ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম নিম্নের কোনটি ?
Correct Answer:
C
দিশারী
নিম্নের কোন বৃক্ষটি Gymnosperms?
Correct Answer:
B
Sequoia gigant
Which of the following word is ''verb+ adverb''
Correct Answer:
C
know -how
বায়ুমণ্ডল দ্বারা তাপ অপরিবাহী মন্ডল সৃষ্টির কারণে পৃথিবীর গড় বর্তমান তাপমাত্রা নিচের কত ডিগ্রী সে:?
Correct Answer:
C
15
নিম্নের কোনটি প্রথমক্রম বিক্রিয়ার জন্য সঠিক?
Correct Answer:
C
t1/2 বিক্রিয়কের ঘনমাত্রার প্রাথমিক মানের উপর নির্ভর করে না
গ্রুপ iiiA এর মৌল সমুহের জন্য নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
A
বোরন = পারমাণবিক সংখ্যা (৫)
আলো থেকে ইথানল তৈরির জন্য নিম্নের কোন এনজাইমের পপ্রয়োজন হয়?
Correct Answer:
C
ডায়াস্টেস
নিম্নের কোনটি ভোল্টমিটারের জন্য সঠিক?
Correct Answer:
A
উচ্চ রোধে ব্যবহিত হয়
উদ্ভিদের রাইবোসোমের সর্বাধিক ব্যাস (A)নিম্নের কোনটি?
Correct Answer:
B
160
Which of the following is the correct English translation of that বাংলা sentence?
Correct Answer:
A
তুমি কি খুজঁছ?What are you looking for?
নিম্নের কোন প্রতিষ্টান বা দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারীর কাজ করে?
Correct Answer:
C
বিশ্ব ব্যাংক
নিম্নের কোন যৌগটির দ্রাব্যতা সব থেকে কম?
Correct Answer:
B
BaSO₄
নিম্নের কোনটি তরলের পৃষ্টটানের উপর প্রভাব বিস্তার করে?
Correct Answer:
C
তরলের পৃস্টে তৈল জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কমে যায়
বাংলাদেশে নিম্নের কোন তারিখে প্রথম ব্লাড ফ্লু সনাক্ত হয়?
Correct Answer:
A
২২ ফেব্রুয়ারি ২০০৭