মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৯-২০১০ | Medical Admission Question 2009-2010
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৯-২০১০
Which of the following sentence is correct?
Correct Answer:
B
India is trying to catch up with the advenced countries
নিম্নের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?
Correct Answer:
C
দেহতাপ নিয়ন্ত্রণ করা
10gm ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 80cmsˉ¹ বেগে বুলেট বের হল। বুলেটের ভর 40gm হলে বন্দুকের গতিশক্তি (j) নিম্নের কোনটি?
Correct Answer:
D
কোনটিই নয়
KNO3 নিম্নের কোন শ্রেণির কেলাস গঠন করে?
Correct Answer:
A
অর্থোরম্বিক
ইথানয়িক এসিড ডাই সোডিয়াম সল্টের আণবিক ভর নিম্নের কোনটি?
Correct Answer:
D
144
বিখ্যাত সুসাহিত্যিক মার্ক টোয়েনের আসল মাম নিম্নের কোনটি?
Correct Answer:
C
স্যামুয়েল ল্যাগহরন কেমেন্স
তরল স্ফটিক সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
আণবিক গঠনের দুইপান্তে পোলার গ্রুপ থাকে
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
শোষণশক্তি= অভিস্রবণিক চাপ + স্ফীতি চ্যপ
ইথিলিনের ব্যবহার নিম্নের কোনটি?
Correct Answer:
C
প্লাস্টিক শিল্পে
দীর্ঘ দৃষ্টি সম্পনঞ্চেক ব্যক্তির স্পষ্ট দর্শণের নিকটতম দূরত্ব 0.5m পড়ার জন্য থাকে নিম্নের কোন ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে -
Correct Answer:
B
2
মানুষের গ্রীবাদেশীয় কশেরুকার নিম্নের কোনটির নাম এক্সিস?
Correct Answer:
B
দ্বিতীয়
আয়নিক যৌগের জন্য নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
বিক্রিয়ার গতি মন্থর
নিম্নের কোনটি সবথেকে ক্ষুদ্র সরল প্রোটিন?
Correct Answer:
B
প্রোটামিন
বাংলাদেশে নিম্নের কোন সালে প্রথম সেল ফোন চালু হয়?
Correct Answer:
C
৮ আগস্ট ১৯৯৩
নিম্নের কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
D
টেন্ডন পেশীকে অস্থির সাথে সংযুক্ত রাখে
নিম্নের কোনটি হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়?
Correct Answer:
D
কোনটিই নয়
নিম্নের কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি হয়?
Correct Answer:
C
আয়রন ব্রিজ
নিম্নের কোনটি দিয়ে ভাইরাস গঠিত?
Correct Answer:
D
প্রোটিন ও নিউক্লিক এসিটিক
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
রক্তে থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়
বেনজিন সাল্ফোনেশনের জন্য নিম্নের কত ডিগ্রী সে: তাপমাত্রার প্রয়োজন হয়?
Correct Answer:
D
100
নিম্নের কোনটি টাইটেনিয়ামের আকরিক?
Correct Answer:
D
রুটাইল
কবি রবীন্দ্রনাথ ঠাকুর 'কালের যাত্রা' নাটকটি নিম্নের কাকে উৎসর্গ করেন?
Correct Answer:
B
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
সরল দোলকের পর্যায়কালের সমীকরণ নিম্নের কোনটি?
Correct Answer:
A
T=2π √(L/g)
নিলয়ের ডায়াস্টোলের সময় নিম্নের কত সেকেন্ড?
Correct Answer:
A
0.5
ফ্রেড্রিক উইলার ইউরিয়া প্রস্তুতির সময় নিম্নের কোন দ্রবণ যোগ করেন?
Correct Answer:
C
pb(CNO)₂
রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাধার কারণ নিম্নের কোনটি?
Correct Answer:
C
হেপারিনের উপস্থিতি
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আলোর ফোটন নামক কণা শোষণ করে আলোক শক্তি তড়িৎ
চৌম্বকীয় শক্তিতে পরিণত করে
সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকে বলা হয়?
Correct Answer:
B
পালস প্রেসার
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
গামা কণার স্থির ভর 9.1x10^-31kg
নিম্নের কোনটি শূন্যস্থানের জন্য প্রযোজ্য? সমান ধারকত্বের ৪টি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তূল্য ধারকত্ব, শ্রেণিবদ্ধ সমবায়ে থাকাকালীন তূল্য ধারকত্বের ---- গুণ?
Correct Answer:
D
1/16
ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সাম্নের অঞ্চল থেকে কার্বনডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে -
Correct Answer:
B
ডান অলিন্দ
কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 30 μT এবং 60 oC।ঐ স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের মান(μT) কত?
Correct Answer:
C
51.96
Which of the following is the correct translation of that Bangla sentence? "আমার যে ভাইকে আমি দুই বছর দেখি নাই, তিনি আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন"
Correct Answer:
B
My brother, whom I have not seen for two years, is studying in an American
University
Which of the following is an assertive sentence?
Correct Answer:
D
Time passes very fast
মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানী ও ফৌজদারী মামলার নিষ্পত্তিককারী প্রধান বিচারপতির উপাধি নিম্নের কোনটি ছিল?
Correct Answer:
D
কাজী
কোন কৃষ্ণককায়ার একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ এর পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক।এটি নিম্নের কোন সুত্র?
Correct Answer:
C
স্টেফান - বোল্টজম্যান
সোডিয়াম এলকাইন সালফেট ডিটারজেন্ট তৈরীর জন্য লরাইল এলকোহলের উৎস হিসেবে নিম্নের কোন তেল ব্যবহিত হয়?
Correct Answer:
D
নারিকেল
এপেন্ডিক্স নিম্নের কোনটির অংশ?
Correct Answer:
A
সিকাম
নিম্নে উল্লেখিত কোন সাইজোগনিতে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায়?
Correct Answer:
C
ইরিথ্রোসাইটিক
নিম্নের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
Correct Answer:
D
1940
নিম্নের কোনটি পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
Correct Answer:
B
ডিম্বাণু : বীজ
Which of the following is the correct Bangla meaning of the English word?
Correct Answer:
B
Disastrously: দুর্ভাগ্যমূলকাভাবে
নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়?
Correct Answer:
B
টাইরোসিন
ক্লোরিন পদ্ধতিতে আকরিক থেকে টাইটেনিয়াম উৎপাদন করার জন্য নিম্নের কত oC তাপমাত্রার প্রয়োজন?
Correct Answer:
B
360
মাইট্রাল কপাটিকা নিম্নে উল্লেখিত কোথায় অবস্থিত?
Correct Answer:
D
বাম অলিন্দ নিলয় ছিদ্র মুখে
যদি কোন আলোক তরঙের জন্য আলোর গতির অভিমুখের অভিলম্বতলে তরঙ্গজনিত কম্পন সর্বদিকে সমানভাবে সম্পাদিত হয়,তবে তাকে নিম্নের কোনটি বলা হয়?
Correct Answer:
A
সমতল সমবর্তিত আলো
নিম্নের কোনটি এমিনো এসিডের কাজ নয়?
Correct Answer:
A
গ্লিসারল তৈরিতে সহায়তা করা
উদ্ভিদের খনিজ লবণ শোষণের জন্য নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
D
জলজ উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র মূল রোম লবণ শোষিত করে
Which of the following pair contain correct synonym?
Correct Answer:
A
powerful : leverage
Cl2O7 যৌগ Cl এর জারণ সংখ্যা নিম্নের কোনটি?
Correct Answer:
D
+7
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
বিশুদ্ধ সিলিকন প্রস্তুতিতে মিথেন গ্যাস প্রয়োজন হয়
নিম্নের কোনটি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার জন্য সঠিক?
Correct Answer:
B
বিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না
নিম্নের কোন পরীক্ষার সময় টেস্টটিউবের তলায় Cu20 এর লাল হলুদ অধঃক্ষেপ পড়ে?
Correct Answer:
B
ফেলিং দ্রবণ পরীক্ষা
নিম্নের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়?
Correct Answer:
D
গর্ভযন্ত্র
চৌম্বকীয় ফ্লাস্কের একক নিম্নের কোনটি?
Correct Answer:
B
ওয়েবার
কার্বনডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটি তৈরি হয়?
Correct Answer:
A
কার্বামাইনো হিমোগ্লোবিন
নিম্নের কোনটি শরীরে অণুপ্রবেশিত জীবাণুকে ধংস করার প্রক্রিয়া?
Correct Answer:
D
ফ্যাগোসাইটোসিস
Which of the following is complex sentence -
Correct Answer:
C
If he helps us, we shall win
ইতিলিন থেকে যুত পলিমারকরণ প্রক্রিয়ায় টেফলন প্রস্তুত করার সময় নিম্নের কোন প্রভাবক ব্যবহার করা হয়?
Correct Answer:
C
FeSO₄.H₂O₂
নিম্নের কোনটি হৃদপিন্ডের সংকোচনের শক্তিকে বাড়ায়?
Correct Answer:
C
এড্রেনালিন
ইথারের জন্য নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
স্ফুটনাঙ্ক- ২৪০ ডিগ্রি সে:
একটি জৈব যৌগের 5.17mg কে দহন করলে 10.32mg কার্বনডাইঅক্সাইড এবং 4.23mg পানি উৎপন্ন হয়।100 oC তাপমাত্রা ও 760 mm(Hg) চাপমাত্রায় 0.156g যৌগ 53ml আয়তন দখল করে যৌগটির আণবিক সংকেত নিম্নের কোনটি?
Correct Answer:
C
C₄H₈O₂
Which of the following umderlined word is verb?
Correct Answer:
B
I can assure you
রাষ্ট্র বনাম শেখ মুজিব রহমান ও অন্যান্য এই মামলা থেকে ১৯৬৯ সালে নিম্নের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন?
Correct Answer:
D
২২ ফেব্রুয়ারি
১ আলোক বর্ষের মান (m) নিম্নের কোনটি?
Correct Answer:
D
9.46x10¹⁵
5g ফেরাস সাল্ফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে নিম্নের কত গ্রাম KMn4 প্রয়োজন হয়?
Correct Answer:
A
1.04
আলোর বেগ এবং একটি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মধ্যকার সম্পর্ক নিম্নের কোন সমীকরণ দিয়ে প্রকাশ পায়?
Correct Answer:
C
Va/Vb = √(Eb/Ea)
একটি কুণ্ডলীর আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান নিম্নের কোনটির উপর নির্ভরশীল নয়?
Correct Answer:
C
বর্তনীর রোধ
নিম্নের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবি ধরা হয়?
Correct Answer:
D
আরটেমিস
নিম্নের কোনটি স্কেলার রাশি?
Correct Answer:
D
তড়িৎ বিভব
Which of the following pairs contains correct translation of the English proverb?
Correct Answer:
C
To carry coal to Newcastle : তেলা মাথায় তেল দেওয়া
পস্টেরিয়র পিটুইটারি থেকে নিম্নের কোন হরমোন নি:স্বরণ হয়?
Correct Answer:
B
অক্সিটোসিন
Which of the following underlined preposition is correct?
Correct Answer:
B
He acquiesced in the protocol
এইডস নিম্নের কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়?
Correct Answer:
D
HIV
একটি হাইড্রোজেন পরমাণুর স্থির কক্ষপথে অবস্থিত ইলেক্ট্রনের বিভব শক্তি এবং গতিশক্তি যথাক্রমে Ep এন্ড Ek এদের অনুপাত নিম্নের কোনটি?
Correct Answer:
D
-2
টেরিলিন উৎপাদনের জন্য ডাইমিথাইল টেরিথ্যালেট এর সাথে নিম্নের কোনটি প্রয়োজন?
Correct Answer:
D
ইথিলিন গ্লাইকল
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
কার্ডিয়াক চক্রের সময়কাল, হৃদপিন্ডের স্পন্দনের সমানুপাতিক
অরলন,এক্রিল্যান এর মনোমার নিম্নের কোনটি?
Correct Answer:
C
প্রোপিন-নাইট্রাইল
জীবনের বাহ্যিক লক্ষণককে নিম্নের কোনটি বলা হয়?
Correct Answer:
B
ফিনোটাইপ
প্রায় সম্পুর্ণ অস্ট্রালোপিথিসিন্স 'লুসি'র কংকাল ১৯৭৪ সালে নিম্নের কোন দেশে আবিষ্কৃত হয়?
Correct Answer:
C
ইথিওপিয়া
নিম্নের কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়?
Correct Answer:
D
লাইসোজাইম
নিম্নের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফী?
Correct Answer:
D
স্তম্ভ
নিম্নের কোন লেন্সটি স্বল্প স্বল্প দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহার করা হয়?
Correct Answer:
C
অবতল
Which of the following pair contain correct antonyms?
Correct Answer:
B
perilous :comfortable
নিম্নের কোনটি সূর্যালোকের শক্তি ব্যবহার করে ADP এবং অজৈব ফসফেটের সমন্বয়ে ATP সৃস্টি করার প্রক্রিয়া?
Correct Answer:
D
ফটোফসফোরাইলেশন
মূল রোমের কোষ রসে বিদ্যমান আয়নের ঘনত্ব মাটির রসে বিদ্যমান আয়নের ঘনত্ব অপেক্ষা কম হওয়ায় মাটির রস থেকে আয়ন মূল রোমের রসে প্রবেশ করাকে নিম্নের কোন তত্ত্ব বলে?
Correct Answer:
D
ব্যাপন
Which of the following pair contain correct simple past of that verb?
Correct Answer:
B
know :knew
Which of the following sentence uses 'what'as an interrogative adjective?
Correct Answer:
D
What book do you want?
একটি বাইসাইকেলের চাকার গতি নিম্নের কোনটির উদাহরণ?
Correct Answer:
B
জটিল গতি
প্রমাণ তীব্রতা থেকে ১০ গুন তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমাণ নিম্নের কোনটি?
Correct Answer:
A
১ বেল
স্থুল সংকেতের জন্য নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
A
শুধু যৌগের জন্য
Which of the following compound sentence contain an illative conjunction?
Correct Answer:
C
He was sincere, and so he gained prominence
বাংলাদেশে নিম্নের কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন?
Correct Answer:
C
ঝিলং ঝা
নিম্নের কোনটি শূন্যস্থানের জন্য প্রযোজ্য? শব্দ তরঙের উৎস কোন স্থির শ্রোতার দিকে গতিশীল থাকাকালীন শ্রোতার কাছে মনে হবে শব্দ তরঙের আপাত কম্পাংক -------
Correct Answer:
C
প্রকৃত কম্পাংকের চাইতে বেশি
স্পর্শ কোন যদি সূক্ষ্ম কোন হয় তবে নিম্নের কোন বৈশিষ্ট্য সঠিক নয়?
Correct Answer:
B
কোহেসিভ বল এডহেসিভ বলের চাইতে বড় হবে
নিম্নের কোন বিক্রিয়ায় তড়িৎ ঋণাত্মক মূলক অপসারিত হয়েছে?
Correct Answer:
C
CuSO₄(aq) + Zn(s) = Cu(s) + ZnSO₄ (aq)
নাইলন ৬:৬ উৎপাদনের জন্য নিম্নের কোনটি প্রয়োজন হয়?
Correct Answer:
B
এডিপিক এসিড
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
একই উপাদান বিশিষ্ট বস্তুর ভরের বিভিন্নতার জন্য সুপ্ততাপ বিভিন্ন হয়