মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৬-২০০৭ | Medical Admission Question 2006-2007
By Ariful Islam Arman২৪ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৬-২০০৭
যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়ে একটি সুরযুক্ত শব্দের সৃষ্টি করে, তবে তাকে বলে-
Correct Answer:
C
স্বরমাধুর্য
আন্তর্জাতিক পরিবেশ দিবস যেদিন পালিত হয়?
Correct Answer:
A
৫ জুন
Choose the right form of verb: I have the (little) money
Correct Answer:
A
least
কোনটি বিকীর্ণ তাপের বৈশিষ্ঠ্য নয়?
Correct Answer:
B
বিকীর্ণ তাপ শূন্যস্থানের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে না।
হাইড্রা যখন তার দেহের ভর পদতলের উপর না রেখে কর্ষিকার উপর স্থাপন করে এবং কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টাভাবে ধীরে ধীরে চলে, তখন সেটি কি ধরনের চলন?
Correct Answer:
D
নতমুখী
এলিফেটিক এমিনের সাধারণ নামকরণ পদ্ধতিতে CH3-CH2-NH-CH3 এমিনের না হলো-
Correct Answer:
A
ইথাইল মিথাইল অ্যামিন
ম্যালেরিয়া পরজীবীর কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম?
Correct Answer:
C
প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
এর মধ্যে কোনটি মূলের বৈশিষ্ট্য-
Correct Answer:
A
ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়
যে সকল যন্ত্রের সাহায্য উচ্চ তাপমাত্রা পরিমাণ করা যায় তাদের বলে-
Correct Answer:
B
পাইরোমিটার
প্রতিবিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্রে প্রকৃতি: বাস্তব ও উলটা বিবর্ধন: ১ অবতল দর্পণে বস্তুর যে অবস্থায় উপরেরগুলি সত্য হবে?
Correct Answer:
C
বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত।
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
সকল অকলেসী পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই।
কোন উক্তিটি সত্য?
Correct Answer:
D
জাওমেজ নামক এনজাইমের কার্যকারিতায় ফার্মেন্টেশন ঘটে।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
A
বোরাক্স বিড পরীক্ষায় কোবাল্টের উপস্থিতিতে বোরাক্স বিড উত্তপ্ত ও শীতল উভয় অবস্থায়
লালচে বাদামী দেখায়।
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
B
কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে রৈখিক বেগ পাওয়া যায়।
প্রস্বেদন, হ্রাসের জন্য, কোনটি অঙ্গসংস্থানিক অভিযোজন নয়, বরং অন্তর্গঠনিক অভিযোজন-
Correct Answer:
D
কান্ডে কর্ক টিস্যুর সৃষ্টি
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
D
রেটিনার ‘রড’ কোষগুলো উজ্জ্বল আলোকে সংবেদী।
প্রবাহ এবনং প্রবাহকাল অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভুত তাপ পরিবাহকের রোধের সমানুপাতিক হয়। এটি হলো-
Correct Answer:
D
তাপ উৎপাদন সম্পর্কিত জুলের দ্বিতীয় সূত্র
ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে যেটি তরুণাস্থির প্রকারভেদে পড়বে না-
Correct Answer:
B
স্পঞ্জি
গ্রিগৃনার্ড বিকারকের সাথে যেটির বিক্রিয়া দ্বারা টারসিয়ারী বা ৩ ডিগ্রী অ্যালকোহল উৎপন্ন করা যায়ঃ
Correct Answer:
D
কিটোন
পেনিসিলিয়ামের শ্রেণীবিন্যাস কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
গোত্রঃ পেনিসিলিয়াম
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
D
উদ্ভিদের অবাত শ্বসন প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র
এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটি পর্যায়ে ভাগ করা যায়।
ফানজাই এর বৈশিষ্ট্য কোনটি নয়?
Correct Answer:
B
কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর সপ্তর যেখানে অবস্থিত
Correct Answer:
C
রোম
কোনটি মানবদেহের টার্সাল অস্থি নয়?
Correct Answer:
B
ট্র্যাপেজিয়াম
নিম্নে কোন জোড়াটি সঠিক? নাম ব্যবহার -
Correct Answer:
A
সোডিয়াম পারমাণবিক চুল্লীতে
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
রাসায়নিক সমীকরণ প্রকাশের সময় বিক্রিয়ার উভয় দিকের সকল মৌলের সমতা আসলে সমীকরণের মাঝে
“=” চিহ্নে পরিবর্তে “→” চিহ্ন বাসানো হয়।
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
A
পেয়ারা গাছে বেষ্টনী বাকল পাওয়া যায়।
If restated, the sentence that would best replace As a conductor of heat and electricity, aluminum exceeds all metals except silver and gold”
Correct Answer:
C
Silver and gold are better conductors of heat and electricity than aluminium is
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি চেয়ে বেশি হয় তাহলে
সেই ধরনের বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলে।
কোনটি রাসায়নিক বন্ধের প্রকার ভেদে পড়ে না?
Correct Answer:
A
সন্নিবেশ আয়োনিক বন্ধন
Hold water” means-
Correct Answer:
B
bear examination
Choose the right preposition: He died................accident
Correct Answer:
B
by
তেলাপোকার প্রথম ম্যাক্সিলার অংশ নয়-
Correct Answer:
A
সাবমেন্টাম
নিচের কোনটি সত্য নয়?
Correct Answer:
B
একটি তর্ড়িবীক্ষণ যন্ত্রে আধার যদি হয় ‘-‘ এবং পরীক্ষণীয় বস্তুর আধার যদি ‘+’ হয়, তবে
পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পাবে।
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই সাম্যাবস্থা কার্যকর হলেও সব বিক্রিয়াই উপযুক্ত
অবস্থায় উভমুখী হতে পারে।
কোনটি লিপেজ এনজাইম নয়?
Correct Answer:
B
ইনুলিনেজ
নিচের কোনটি সত্য নয়?
Correct Answer:
C
ফেরোচৌম্বক পদার্থের নিবর্দিষ্ট কোন কুরীবিন্দু নাই।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
B
ম্যালেরিয়ার পরজীবীর অযৌন চক্রের সর্বশেষ ধাপ স্পোরোজয়েট।
Which sentence would be the most appropriate continuation of “We didn’t want to wake anybody us as...……..”-
Correct Answer:
C
we came in very quietly
নিচের কোনটি সত্য নয়
Correct Answer:
B
যে সব পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয়
এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ আবেশী ক্ষেত্রের অভিমুখ বরাবর হয়, তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে।
ব্রাঙ্কিয়াল নালীগুলোর কোনটি সঠিক পর্যায়ক্রম?
Correct Answer:
D
মুখ্য ব্রঙ্কাই -গৌন ব্রঙ্কাই-ব্রঙ্কিওল - প্রান্তীয় ব্রঙ্কিওল - শ্বসন ব্রঙ্কিওল -
অ্যালভিওলার নালি -অ্যালভিওলার থলী -অ্যালভিওলি
যেটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়
Correct Answer:
B
ক্যাথোড রশ্মি পরস্পর কে আকর্ষণ করে।
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
A
ব্যাপন হার বায়ুমন্ডলের চাপের উপর নির্ভরশীল- এটি বাড়লে ব্যাপন হার বাড়বে, কমলে ব্যাপন
হার কমবে।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
s- ব্লক মৌলসমূহের তুলনায় d- ব্লক মৌলসমূহের ধাতব বন্ধন কম শক্তিশালী।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
অ্যান্টিজেন রক্তরসে দ্রবীভূত থাকে
তরলের পৃষ্ঠটানের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়।
A person whose “head is in the “clouds” is
Correct Answer:
D
a day dreame
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
A
লিও
Centre on Integrated Rural Development for Asia and the pacific (CIRDAP) এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
A
ঢাকা
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
মাইটোসিসের মেটাফেজ এ লুপ সৃষ্টি হয়।
Now, the people at risk for developing HIV include the-
Correct Answer:
A
general population
টায়ালিন ও মালটেজ কোন রসে পাওয়া যায়?
Correct Answer:
C
লালা
নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে যেটি বলা হয়-
Correct Answer:
A
অ্যাগ্যামোস্পার্মি
কোনটি সালফার ট্রাইঅক্সাইড এর ধর্ম নয়?
Correct Answer:
A
এটি মূলত বিজারক পদার্থ
উদ্ভিদের বায়ব অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হয় তাকে বলে-
Correct Answer:
C
প্রস্বেদন
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
বাষ্পে বা বাষ্পীয় পদার্থে আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশী।
গাঢ় সালফিউরিক এসিড ও ম্যাঙ্গানিজ (IV) অক্সাইড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে উত্তপ্ত অবস্থায় কোনটি বাদে যে কোন ধাতব হ্যালাইড এর বিক্রিয়ার ফলে হ্যালোজেন উৎপন্ন হয়?
Correct Answer:
A
ফ্লুরাইড
“তাস” কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
C
রাশিয়া
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
D
ডাইক্লোরো-ডাইপক্লোরো মিথেনকে ঋৎবড়হ-২১ বলে।
সাবস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে?
Correct Answer:
D
নিতুন কুন্ডু
সুইভিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুস্কার দিয়ে যাননি-
Correct Answer:
D
অর্থনীতি
মানুষের রেচনতন্ত্রের সাহায্যে দেহের প্রায় কত শতাংশ রেচিত হয়?
Correct Answer:
B
80
চৌম্বক বলরেখার ধর্মাবলির বেলায় যেটি সত্য নয়-
Correct Answer:
B
চৌম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে।
প্রাইমারী ফ্লোয়েম যে ধরনের কোষ নিয়ে গঠিত হয় না-
Correct Answer:
A
বাস্টতন্তু
Climacteric rise- এর ফলে যেটি হয়ে থাকে -
Correct Answer:
B
ফল পাকার শুরুতে হঠাৎ শ্বসন হার বৃদ্ধি পাওয়া।
According to the passage, the segment of the ………. will probably constitute majority of AIDS eases in the 21st Century.
Correct Answer:
B
heterosexual women and children born to them.
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
D
সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণ রুপে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
D
C & D
The correct passive form of the sentence: “ Take care of your health” is-
Correct Answer:
D
Let your health be taken care of.
যে সব পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদের এসিড বলে। অপরদিকে, যে সব পদার্থ প্রোটন দাতার কাছ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাদের ক্ষারক বলে। এটি কোন মতবাদ?
Correct Answer:
D
ব্রন্সটেড- লাউরি মতবাদ
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
সাম্যধ্রুবকের মান বড় হলে বিক্রিয়কের তুলনায় উৎপাদের পরিমাণ অনেক কম হয়।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
B
নাইট্রেট মূলকের পরীক্ষার সনাক্তকরণের বলয় পরীক্ষার জন্য সব সময় ফেরিক সালফেটের দ্রবণটি
সদ্য প্রস্তুত হতে হবে।
কোন উক্তিটি সত্য?
Correct Answer:
A
কোন সিস্টোমের শক্তির রুপান্তরের অক্ষমতাকে এনট্রপি বলে।
For the following sentence, choose the one underlined word that is incorrect in standard written English: Overeating,
Correct Answer:
A
Overeating in the addition to lock/A of attention to nutrition
Fill up the blank: The tree has been blown.............by the strong wind.
Correct Answer:
A
away
বাইরের শক্তির সাহায্য ছাড়া কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতর বস্তু হতে উচ্চতার উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এটি কোন বিবৃতি?
Correct Answer:
B
ক্লসিয়াসের বিবৃতি
যে বিক্রিয়ায় গাঢ় H2SO4 এর প্রভাবে ১৬০*c তাপমাত্রায় ইথানল থেকে অসম্পক্ত যৌগ ইথিন উৎপন্ন হয় -
Correct Answer:
B
অপসারণ বিক্রিয়া
যেটি আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে-
Correct Answer:
D
রাইবোসোম
কোনটি অক্ষিপেশী নয়?
Correct Answer:
B
সুপিরিয়ার অবলিক
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
গাঢ় সালফিউরিক এসিডের সাথে ফেনল উচ্চ তাপমাত্রায় (100 ডিগ্রী C) অর্থো ফেনল সালফোনিক
এসিড গঠন করে।
নিচের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
গাঢ় সালফিউরিক এসিডের সাথে ফেনল উচ্চ তাপমাত্রায় (100 ডিগ্রী C) অর্থো ফেনল সালফোনিক
এসিড গঠন করে।
কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়?
Correct Answer:
C
বলরেখা ধনাত্মক পরিবাহকের পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে।
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
তুলনা মুলক ভাবে দ্রবণে যে উপাদনের পরিমাণ কম থাকে এবং অন্য উপাদানকে দ্রবীভূত করে,
তাকে দ্রাবক বলে।
নিচের কোনটি সত্য নয়?
Correct Answer:
A
গৌণ কোষের উপাদানগুলো শেষ হয়ে গেলে আবার নতুন উপাদান দিয়ে তৈরি করতে হয়।
Choose the correct indirect speech- He asked me, “ Are you happy in your new job”?
Correct Answer:
C
He asked me if I was happy in my new job.
যেটি সংযোজি যৌগের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
B
এদের মাঝে সচরাচর সমাণুতা দেখা যায় না।
কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
A
কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়।
যেটি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
D
KMnO₄ দ্বারা সহজেই জারিত হয়।
Which would be an acceptable synonym of the word “hospitality”?
Correct Answer:
B
welcome
নিচের কোন উক্তিটি নয়?
Correct Answer:
B
অমেরুদন্ডী প্রাণীর হৃদপিন্ড দেহের অঙ্কীয়দেশে থাকে।
আবেগ, উদ্বেগ প্রভূতির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে-
Correct Answer:
A
হাইপোথ্যালামাস
নিচের কোন উক্তটি সত্য নয়?
Correct Answer:
C
কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সঙ্গে প্রাইমারী বা 1 ডিগ্রী অ্যালকোহল যোগ করা মাত্রই
সাদা অধঃক্ষেপ বা তৈলাক্ত স্তর সৃষ্টি করে।
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
B
সোনার গাঁ
যেটি শ্বসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়-
Correct Answer:
B
সমস্ত বিক্রিয়া ক্লোরোপ্লাস্টোর অভ্যন্তরে সংঘটিত হয়।
নিচের কোনটি সত্য নয়?
Correct Answer:
D
অবতল ও উত্তল উভয় দর্পণের ক্ষেত্রে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান হয়।
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
D
পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে, তাপহারী বিক্র্যাগুলো সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটে
থাকে।
পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহৃত করণ রেখা আছে সেটির নাম-
Correct Answer:
D
ডুরান্ড লাইন
Most appropriate translation of the sentence: “সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম”।
Correct Answer:
B
We had worked before the sunset.
Na₂CO₃ এ কার্বনের শতকরা হার যত-
Correct Answer:
D
11.3%