মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৫-২০০৬ | Medical Admission Question 2005-2006
By Ariful Islam Arman২৪ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৫-২০০৬
কোনটি অ্যালকোহলের সমাণুতা (isomerism) নয়?
Correct Answer:
D
টারসিয়ারী
What is the singular form of the word “appendices”?
Correct Answer:
A
appendix
Which one of the following sentence is incorrect?
Correct Answer:
A
She was married with a rich man.
Choose the correct word/words to complete the following sentence. “You need not________ the secret from me”.
Correct Answer:
A
hold back
স্থির তাপমাত্রায় ও I atm চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 L হয়। ঐ অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 atm করা হলে, তখন ঐ গ্যাসের আয়তন কত L হবে?
Correct Answer:
B
1.26
নিম্নের কোনটি অবাত শ্বসনের জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
A
অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না।
১লা ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর ২০০৫ এই সময়কাল সেকেন্ডে নির্ণয় কর।
Correct Answer:
B
1900800
কোনটি প্যারেনকাইমার বৈশিষ্ট্য?
Correct Answer:
B
কোষপ্রাচীর নরম ও নমনীয়।
ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
D
ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাদ শ্বসন।
Choose the correct English idiom for “শান্তি দেওয়া”।
Correct Answer:
D
Bring to book
The antonym for “dull” is-
Correct Answer:
C
interesting
Moisturizing cream তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
D
সরবিটাল
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
অডিটরী স্নাযু চেষ্টীয়।
মানুষের ধমনীর রক্তের pH এর মান ৭.৪ হলে রক্তে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত?
Correct Answer:
C
3.98x10ˉ⁸molˉ¹
আবহমন্ডলের CO2 হতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট সৃষ্টির জন্য হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রক্রিয়ায় কত ডিগ্রী সে: অপ্টিমাম তাপমাত্রার প্রয়োজন?
Correct Answer:
B
30-45
“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”। গানটির শিল্পী কে?
Correct Answer:
B
আপেল মাহমুদ
শ্বেত ফসফরাস্কে নিষ্ক্রিয় পরিবেশে (যেমন CO2 or N2 গ্যাসের মধ্যে) কত *C তাপমাত্রায় আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে, লোহিত ফসফরাস উৎপন্ন হয়?
Correct Answer:
C
250
কোনটি ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য?
Correct Answer:
A
একে কোন চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, সামান্য চুম্বকত্ব লাভ করে।
সমযোগী যৌগ (covalent compound) সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
Correct Answer:
D
সমযোগী যৌগ বিদ্যুৎ পরিবাহী।
Choose the correct English idiom for “শান্তি দেওয়া”।
Correct Answer:
A
Bring on book
নিম্নের কোনটি RNA শিকলের ক্ষারক নয়?
Correct Answer:
B
থাইমিন
বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ(%) দারিদ্র্য সীমার নিচে বাস করে?
Correct Answer:
B
43.3
একটি নদীতে স্রোতের বেগ 5 kmh-1 এবং একটি নৌকার বেগ 10 kmh-1 । স্রোতের সাথে কত ডিগ্রী কোণ করে নৌকা চলালে নৌকাটি অপর পারে ঠিক সোজাসুজি পৌছাবে?
Correct Answer:
A
120
FIFA এর বর্তমান বিশ্ব রাংকিং -এ শীর্ষ দল কোনটি?
Correct Answer:
D
ব্রাজিল
ফসফরাস খুব সক্রিয় মৌল, তাই প্রকৃতিতে ফসফরাস মৌলিক অবস্থায় থাকে না। ফসফরাসকে সাধারণত নিচের কোন খনিজ ফসফেট রুপে পাওয়া যায় না?
Correct Answer:
A
H₃PO₃
কোন বস্তুটি বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট হয় না?
Correct Answer:
B
কাঁচ
The virtuous (be) always happy. Which one of following is the correct verb for the word within bracket?
Correct Answer:
B
are
উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
A
আয়ন হিসাবে শোষিত হয়।
পাকা ফলের সুগন্ধের মূল কারণ-
Correct Answer:
A
এস্টার
কোনটি Leguminosae গোত্রের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
A
ফল-লিগিউম জাতীয়।
কোন আণবিক গঠনটি গ্যাসীয় অ্যামোনিয়ার জন্য প্রযোজ্য?
Correct Answer:
B
ত্রিকোণীয় পিরামিড
জড়তার ভ্রামক (Moment of Inertia) -র একক কি?
Correct Answer:
A
Kgm²
এক কিলোগ্রাম বিশুদ্ধ চুনাপাথর (CaCO3) হাইড্রোক্লোরিক এসিডে দ্রবীভূত করলে, প্রমাণ অবস্থায় কত লিটার CO2 গ্যাস পাওয়া যাবে?
Correct Answer:
C
224
ZnSO4,7H2O অণুকে বলা হয়?
Correct Answer:
D
হোয়াইট ভিট্রিওল
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
Correct Answer:
D
১১
কোনটি সংরক্ষণশীল বলের (Conservative Force) বৈশিষ্ট্য?
Correct Answer:
D
সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরুপে পুনরুদ্ধার করা সম্ভব।
ক্রোম ইস্পাতে আয়রণের পরিমাণ শতকরা (%) কত?
Correct Answer:
C
৯৭
নিচের কোনটি অমরাবিন্যাসের প্রকার নয়?
Correct Answer:
A
রেটিকুলেট
নিম্নের কোনটি অবাত শ্বসনের জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
A
অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না।
Select the best English translation for the following sentence: “খাবার সময় আমাদের মনে রাখতে হবে যে, আমরা শুধু ক্ষুধা নিবৃত করতে অথবা পেট ভরানোর জন্য খাই না”।
Correct Answer:
C
While eating food, we should bear in mind that we do not eat just to satisfy hunger
or to fill the belly.
Select the best English translation for the following sentence: “খাবার সময় আমাদের মনে রাখতে হবে যে, আমরা শুধু ক্ষুধা নিবৃত করতে অথবা পেট ভরানোর জন্য খাই না”।
Correct Answer:
C
While eating food, we should bear in mind that we do not eat just to satisfy hunger
or to fill the belly.
কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
A
এরা তাপ সংবেদনশীল নয়।
নিম্নের কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য হবে?
Correct Answer:
A
ভ্রুণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয়।
একটি পরিবাহকের ধারকত্ব 40F। এতে কত আধান প্রদান করলে, এর বিভব 8v হবে?
Correct Answer:
D
320C
শ্বেত ফসফরাস্কে নিষ্ক্রিয় পরিবেশে (যেমন CO2 or N2 গ্যাসের মধ্যে) কত *C তাপমাত্রায় আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে, লোহিত ফসফরাস উৎপন্ন হয়?
Correct Answer:
C
250
রবীন্দ্রনাথ ঠাকুরের “আমার সোনার বাংলা” কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়েছে?
Correct Answer:
B
প্রথম ১০টি চরণ
মহাকর্ষ (gravitation) নির্ভর করে-
Correct Answer:
A
বস্তুদ্বয়ের ভরের উপর
ডাক্তারী যন্ত্রপাতির জীবাণুনাশকরুপে ব্যবহৃত হয়-
Correct Answer:
A
70% ইথানল ও 30% পানির মিশ্রণ
Find out the correct English translation for the following sentence: “সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে”।
Correct Answer:
D
It has been drizzling since morning.
কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে?
Correct Answer:
D
ফুলকপি মোজাইক
পানিশূন্য কপার সালফেট পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হয়, কারণ-
Correct Answer:
D
কপার সালফেট সে সময়, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে।
Fill in the blanks using word that best completes the sentence: “If she had studied harder____________”.
Correct Answer:
D
she would have done well
একবীজপত্রী উদ্ভিদের মূলের জন্য কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
ভেস্পল গহবর সাধারণত বহু কোণ বিশিষ্ট।
Sir Arthur Conan Doyle এর বিখ্যাত বইয়ের নাম-
Correct Answer:
D
দি এডভেঞ্চার অফ শার্ণক হোমস
Choose the correct preposition to complete the following sentence. “He lives_______ honest means.”
Correct Answer:
A
by
Choose the best indirect form of the following sentence; Do you know the way to the station?”
Correct Answer:
A
She asked Mahin whether he knew the way to the station.
রাজাম্ল হচ্ছে
Correct Answer:
D
1 ভাগ HNO₃ + 3 ভাগ HCl এর মিশ্রণ
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। যদি গুলির বেগ তিনগুণ করা হয় তবে অনুরুপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?
Correct Answer:
B
9
“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”। গানটির শিল্পী কে?
Correct Answer:
A
আপেল মাহমুদ
ম্যালেরিয়ার পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম কি?
Correct Answer:
C
স্পেরোজয়েট
কোন তথ্যটি গতিশক্তির (Kinetic Energy) জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
A
গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে।
একটি পাহাড়ের চূড়া থেকে একটি বল অনুভূমিকভাবে 40 msˉ¹ দ্রুতিতে নিক্ষেপ করা হল। বাতাসের বাধা না থাকলে 3 s পরে দ্রুতি কত হবে?
Correct Answer:
A
49.64msˉ¹
কোনটি প্যারেনকাইমার বৈশিষ্ট্য?
Correct Answer:
B
কোষপ্রাচীর নরম ও নমনীয়।
দীর্ঘ দৃষ্টি (Long sighted) সম্পন্ন লোকদের কি ধরনের লেন্স ব্যবহার করতে হয়?
Correct Answer:
B
উত্তল
কোন তথ্যটি ফেসিয়াল স্নায়ুর জন্য সঠিক নয়?
Correct Answer:
D
প্রকৃতিঃ চেষ্টীয়।
একটি যৌগের গলনাংক 10 C, যা পানিতে অদ্রবণীয়, কুন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
Correct Answer:
B
সন্নিবেশ
“নাসাউ” কোন দীপপুঞ্জের রাজধানী?
Correct Answer:
B
বাহামা
কোনটি মানুষের কানের ক্যুপুলার কাজ?
Correct Answer:
B
ভারসাম্য রক্ষা করা।
Which one of the following sentence is incorrect?
Correct Answer:
A
She was married with a rich man.
ইলিশ মাছ নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভূক্ত?
Correct Answer:
A
Osteichthyes
কোন বর্ণ কণিকার জন্য ফুলের রঙ হলুদ দেখায়?
Correct Answer:
A
বিটাজেন্থিন
কোন ছত্রাক, অ্যান্টিবায়োটিক টেরামাইসিনের উৎস?
Correct Answer:
D
Streptomyces rimosus
কোনটি প্রাইমারী ক্রমাগমন জেরোসেরির বৈশিষ্ট্য?
Correct Answer:
C
ছয়টি দশায় এর সমাপ্তি ঘটে।
ম্যালিগন্যান্ট টারসিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে?
Correct Answer:
C
36-48
নিম্নের কোনটি মেরুদন্ডী প্রাণীর বৈশিষ্ট্য?
Correct Answer:
B
স্নায়ুরজ্জু ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত।
A synonym for “Ascent” is-
Correct Answer:
B
Jump
নিম্নের কোনটি RNA শিকলের ক্ষারক নয়?
Correct Answer:
A
থাইমিন
Moisturizing cream তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
D
সরবিটাল
সবুজ টমেটো লাল হয় কেন?
Correct Answer:
B
ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রুপান্তরিত হয়।
শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
D
প্রাচীর স্থিতিস্থাপক।
কোনটি আরশোলার রক্তের বৈশিষ্ট্য নয়
Correct Answer:
D
দুই ধরনের হিমোসাইট দেখা যায়। যথা-প্রোহিমোসাইট ও ট্রানজিশনাল হিমোসাইট।1
মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের প্রথম বিন্দুর জন্য উপযুক্ত নির্দেশক কে?
Correct Answer:
D
ফেনফথেলিন
টিংচার আয়োডিন হলো-
Correct Answer:
D
অ্যালকোহলের মধ্যে আয়োডিন
140 ভোল্টের একটি ডায়নামো 65 ও’ম রোধের একটি বাতির ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ পাঠায়। বাতির ব্যয়িত ক্ষমতা ওয়াটে(W) নির্ণয় কর?
Correct Answer:
B
280
একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট ও 1000 ওয়াট লিখা আছে, উহার রোধ কত ও’ম?
Correct Answer:
A
48.4
Select the best English translation for the following sentence: “ কোন মানুষ একা বাস করতে পারে না”।
Correct Answer:
C
Nobody can live alone.
শব্দের সাহায্য নির্ণয় করা যায় না-
Correct Answer:
D
বস্তুর ঘনত্ব
কত সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়?
Correct Answer:
B
১৯১৮
বাংলাদেশের শীতল পানির ঝরনা কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
B
কক্সবাজার
সহজে পানি গরম করতে হলে কি করতে হয়-
Correct Answer:
C
বেশি বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাতে হবে।
Change the following sentence into indirect speech: Amin said, “I have been working since 9 AM”.
Correct Answer:
B
Amin said that he had been working since 9 AM.
কোনটি অ্যালকোহলের সমাণুতা (isomerism) নয়?
Correct Answer:
D
টারসিয়ারী
আবহমন্ডলের CO2 হতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট সৃষ্টির জন্য হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রক্রিয়ায় কত ডিগ্রী সে: অপ্টিমাম তাপমাত্রার প্রয়োজন?
Correct Answer:
A
30-45
ফরমালিন হলো ফরমালডিহাইডের শতকরা (%) কত জলীয় দ্রবণ?
Correct Answer:
A
৪০
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
অডিটরী স্নাযু চেষ্টীয়।
কোনটি গলগি বডির কাজ?
Correct Answer:
B
বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ।
দহন তাপ বলতে বুঝায়-
Correct Answer:
A
I atm চাপে অক্সিজেনে I mole পরিমাণ কোন বস্তুর সম্পূর্ণরুপে দহনের ফলে, তাপশক্তির
পরিবর্তন।
শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
Correct Answer:
B
শূন্য
মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়-
Correct Answer:
A
ক্যারিওকাইনেসিস
একপ্রবাহী লেকল্যান্স কোষের (Leclance cell) ব্যবহার কোন যন্ত্রে নেই?
Correct Answer:
A
ট্রানজিস্টার
গিনি ও পালক একই সাথে নিচে পড়ে, তখনই-
Correct Answer:
C
যখন পাত্রে বাতাস থাকে না।
Fill in the gap with the correct form of the verbs/words to complete the sentence: “Though Bangladesh is blessed with rivers it ______ scarcity of drinking water”.
Correct Answer:
C
faces
কোনটি অ্যাল্কোহলের সাধারণ (Laboratory) প্রস্তুত প্রণালী?
Correct Answer:
B
3* হ্যালোজেনো এলকেনের আর্দ্রবিশ্লেষণ
নিচের কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি
Correct Answer:
D
থাইল্যান্ড
নিম্নের কোন জীবাণু, মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে যায়?
Correct Answer:
B
রুবেলা
কোনটি বাস্তুতন্ত্রের সজীব উপাদান, উৎপাদকের উদাহরণ?
Correct Answer:
B
শৈবাল
ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
D
ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাদ শ্বসন।