মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১২-২০১৩ | Medical Admission Question 2012-2013
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১২-২০১৩
কোনটি N₂O এর ধর্ম নয়?
Correct Answer:
A
দুর্গন্ধময়
দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
দ্বন্দ্বের ভ্রামক = বল * দূরত্ব
ক্রেবস চক্র সংঘটিত হয় --
Correct Answer:
A
মাইটোকন্ড্রিয়ায়
বিরল অ্যামিনো এসিড হলো --
Correct Answer:
B
হাইদ্রোক্সিপ্রোলিন
The correct sentence is -
Correct Answer:
C
I shall avail myself of the morning bus
পুষ্প পাপড়ির অনুপস্থিতি, উপস্থিতি ও সংযুক্তির উপর ভিত্তি করে দ্বি-বীজপত্রী উদ্ভিদ কত প্রকার?
Correct Answer:
C
3
ফার্মেন্টেশনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক?
Correct Answer:
C
ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকার অবাত শ্বসন
The right form of verb (to say) is used in which of the following sentence?
Correct Answer:
A
I heard him saying this
Antonym of the word "Urbane" is -
Correct Answer:
D
Uncouth
ভূ-চুম্বকের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
A
দক্ষিণ মেরুকে নীল মেরু বলে
পাখি ছাড়া "দোয়েল" নিম্নের কোন জাতের শস্যকে বোঝায়?
Correct Answer:
C
গম
আনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি?
Correct Answer:
C
R = (U2sin 2α)/g
সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
D
ক্ষীণ দৃষ্টির চোখ প্রতিবিম্ব ছোট দেখবে
নিম্নের কোনটি বিদ্যুৎ চুম্বকীয় এক একক?
Correct Answer:
D
কোনটি নয়
Which one of the following is the correct negative form of the sentence "Every mother loves her child" --
Correct Answer:
D
There is no mother but loves her child
মানবদেহে পিত্ত উৎপন্ন হয় --
Correct Answer:
B
যকৃতে
নিম্নের কোনটি বর্ণালি - বীক্ষণ যন্ত্রের অংশ নয়?
Correct Answer:
B
ধ্রুবক
ত্বরণ সম্পর্কে কোনটি সঠিক?
Correct Answer:
C
ত্বরণে ভরবেগের পরিবর্তন হয়
1 জুল = নিম্নের কত ক্যালরি?
Correct Answer:
C
0.24
নিম্নের কোন গোত্রের উদ্ভিদ হতে ভোজ্য তেল উৎপন্ন হয়?
Correct Answer:
D
ক্রুসিফেরী
কোনটি শক্তির প্রকারভেদ নয়?
Correct Answer:
B
আণবিক শক্তি
ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক?
Correct Answer:
A
প্রোটিন এবং নিউক্লিক এসিড
একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন হতে 1 Amp প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘণ্টা ব্যবহার করলে কত KWH ব্যয় হবে?
Correct Answer:
B
88
আরশোলার পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়?
Correct Answer:
B
মেসেন্টেরন ও যকৃত সিকা
" যে সব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন " তাকে বলে-
Correct Answer:
B
অসমদিক ধর্মী বস্তু
নিম্নের কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য হবে?
Correct Answer:
D
ভ্রুণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয়
পরীক্ষাগারে কোনটি হতে নাইট্রোজেন পার-অক্সাইড তৈরি করা হয়?
Correct Answer:
D
লেড নাইট্রেট
NaOH এর 700 সিসি নরমাল দ্রবণে কত গ্রাম কষ্টিক সোডা থাকে?
Correct Answer:
D
28
লিথাল জীন সর্বপ্রথম বর্ণনা করেন নিম্নের কোন বিজ্ঞানী?
Correct Answer:
A
ক্যুনো
15gm খড়িমাটি(CaCO3) অধিক তাপে পুড়ালে কি পরিমাণ(gm) চুন(CaO) পাওয়া যাবে?
Correct Answer:
B
8.4
বাংলাদেশে নিম্নের কোন উপজাতি বসবাস করে?
Correct Answer:
C
মারমা
মালভেসী গোত্রের পরাগধানী ও পরাগরেণুর বৈশিষ্ট্য নিম্নের কোনটি?
Correct Answer:
A
একপ্রকোষ্ঠী, বৃক্কাকার এবং কন্টকিত
কোনটিতে জনুক্রম ঘটে না?
Correct Answer:
B
ব্যাকটেরিয়া
pH সম্পর্কে নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
A
pH = 7 হলে দ্রবণটি নিরপেক্ষ
এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12m যাবার পর ঠিক উত্তর দিকে ঘুরলো এবং 5m গেল। তার সরণ কত মিটার?
Correct Answer:
C
13
নিম্নের কোনটি জারক নয়?
Correct Answer:
B
CO
The Synonym for "Ascent" is
Correct Answer:
B
Jump
মস্তিষ্কের বিকাশের জন্য নিম্নের কোনটি একান্ত প্রয়োজন?
Correct Answer:
C
গ্যালাকটোজ
নিম্নের কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়?
Correct Answer:
D
কলম্বো
কোনটি অক্ষি পেশী নয়?
Correct Answer:
C
এক্সটারনাল রেক্টাস
মানুষের ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
C
জিহ্বার পিছনের অংশের স্বাদকোরক মিষ্টতা অনুভবে সাহায্য করে
প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে?
Correct Answer:
C
K₂Cr₂O₇
নিম্নের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
C
বার্থোলিন এর গ্রন্থি
রক্তের pH নিয়ন্ত্রণ নির্ভর করে যার উপর -
Correct Answer:
B
বাফার
নিম্নের কোন উক্তিটি ইউক্যারিওটিক (সুকেন্দ্রিক) নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়?
Correct Answer:
B
ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অংশ
রেক্টিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক (0C) হলো-
Correct Answer:
A
78.15
"মাদার তেরেসা" নিম্নের কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
C
আলবেনিয়া
32gm অক্সিজেনে অণুর সংখ্যা কত?
Correct Answer:
B
6.23 x 10²³
The incorrect sentence is -
Correct Answer:
D
He has a zeal at public work
ছত্রাকের সঞ্চিত খাদ্য -
Correct Answer:
D
গ্লাইক্লোজেন ও তৈল বিন্দু
Which one of the following is the correct affirmative form of the sentence "You can not but do it"?
Correct Answer:
D
You must do it
আয়তন ও পরম তাপমাত্রা উভয়ই দ্বিগুণ হলে গ্যাসের চাপ -
Correct Answer:
D
অপরিবর্তিত থাকবে
তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে নিম্নের কোন কণা কাজ করে?
Correct Answer:
D
ফোটন
Choose the appropriate preposition in tje blank "He died ____ accident"
Correct Answer:
B
by
মস্তিষ্ক সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
B
পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র মেডুলা অবলংগাটায় থাকে
0.44gm CO2 গাসে CO2 থাকে --
Correct Answer:
A
0.1
নিম্নের কোনটি সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয় -
Correct Answer:
A
ত্বরণ সরণের ব্যস্তাণুপাতিক হবে
ইলেকট্রনের ভর নিম্নের কত গ্রাম?
Correct Answer:
C
9.1 x 10ˉ²⁸g
Which one of the following pairs is not correct?
Correct Answer:
D
Weak (adjective) Weakly (verb)
সালফার সরাসরি কোনটি ছাড়া অন্য সব ধাতুর সাথে যুক্ত হতে পারে?
Correct Answer:
B
প্লাটিনাম
The words "Block Head" means--
Correct Answer:
A
Foolish
Which one of the following is the correct passive form of the sentence "I can recite the poem"?
Correct Answer:
C
The poem can be recited by me
যে অনুপাতটি "গাঢ় নাইট্রিক এসিড" নির্দেশ করে?
Correct Answer:
C
98%
অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি?
Correct Answer:
D
10ˉ³m - 4 x 10ˉ⁷m
তাপমাত্রার স্কেল (একক) পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
1 °C = (4/5)K
পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে -
Correct Answer:
C
ইলেকট্রন বিন্যাস
কোনটি স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত নয়?
Correct Answer:
C
মেলানিন
রাসায়নিক তড়িৎ কোষ সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
লেকল্যান্স কোষের বিদ্যুৎ উত্তেজক তরল লঘু H₂SO₄
The correct translation of "আমার বমি বমি লাগছে" is -
Correct Answer:
A
I feel nausea
হিলিয়াম নিমের কোন তাপমাত্রায় সুপার ফ্লুইড(Super Fluid)- এ পরিবর্তন হয়?
Correct Answer:
B
2.17 K
ক্লোরিনের পরমাণু ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি ?
Correct Answer:
A
প্রোটন 17 নিউট্রন 18
5gm O2 তৈরিতে নিম্নলিখিত কত গ্রাম KClO3 প্রয়োজন? (K = 39.1, Cl = 35.5)
Correct Answer:
C
12.77
Correct adjective of the word "Contempt" is -
Correct Answer:
C
Comtemptable
হ্যালোজেন সমূহের সক্রিয়তার মধ্যে কোন ক্রমটি সবচেয়ে বেশি সক্রিয়?
Correct Answer:
C
ফ্লোরিন > ক্লোরিন > ব্রোমিন > আয়োডিন
'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে?
Correct Answer:
B
পটুয়াখালী
বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় নিম্নের কোন স্থানে?
Correct Answer:
A
হরিপুর
স্থিতিস্থাপকতা সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
B
স্থিতিস্থাপক গুণাঙ্ক = বিকৃতি/পীড়ন
শূন্য মাধ্যমে এক আলোকবর্ষ সমান নিম্নের কোনটি?
Correct Answer:
D
9.46 x 10¹² কি. মি
আলোর প্রভাবে যে বিক্রিয়াটি সংগঠিত হয় -
Correct Answer:
A
H₂ + Cl₂ = 2HCl
কৃষ্ণ গহ্বরের আবিষ্কারক কে?
Correct Answer:
C
জন হুইলার
Which one will be the appropriate phrase to fill up the gap of the sentence- "He showed _____ when the danger came" ?
Correct Answer:
D
Cold shoulder
কোণ গ্রন্থির ক্ষরণকাল আজীবন নয়?
Correct Answer:
C
থাইমাস
নদীর তীরবর্তী শহর/স্থান নিম্নের কোন জোড়াটি সঠিক নয়?
Correct Answer:
A
মাদারীপুর যমুনা
Which one of the following is correct indirect speech of the sentence- "He said, do you know me?"?
Correct Answer:
A
He inquired, whether I know him
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন সালে?
Correct Answer:
C
1921
এডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয় -
Correct Answer:
C
দুটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে
নিচের কোনটি পলি-অক্সাইড?
Correct Answer:
C
PbO₂
কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত?
Correct Answer:
A
ক্রোমোটোফোর
কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
C
রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের
মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় যে উদ্ভিদ?
Correct Answer:
B
ছোলা
মূত্রের উপাদান নয় কোনটি?
Correct Answer:
C
বিলিরুবিন
পৃথিবীর আদিপ্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত তা হল -
Correct Answer:
C
প্রোটোজোয়া
বৃষ্টির পানি হতে লবণ পৃথক করার সঠিক প্রণালি নিম্নের কোনটি?
Correct Answer:
A
পাতন