মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৩-২০১৪ | Medical Admission Question 2013-2014
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৩-২০১৪
কুলম্বের সূত্রানুসারে কোনটি সঠিক নয়?দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের-
Correct Answer:
D
মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক
Antonym of the word 'concord ' is -
Correct Answer:
A
Conflict
পর্যায় সারণীতে কার্বন মৌলের ইলেক্ট্রন বিন্যাস হচ্ছে?
Correct Answer:
C
1s²2s²2p²
হৃৎপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের কপাটিকার নাম-
Correct Answer:
B
ট্রাইকাসপিড কপাটিকা
passive form of the sentence "let her sing a song" is-
Correct Answer:
A
Let a song be sung by her
রেলপথ যেখানে বেঁকে গেছে,সেখানে বাঁঁকের বাইরের দিকের লাইনটিকে একটি উঁচু করা হয়।কোন বলের যোগান দিতে এটি করা হয়ে থাকে?
Correct Answer:
A
কেন্দ্রমুখী বল
কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভূত নয়?
Correct Answer:
D
ঘাত বল
কোন বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি/দুইটি/ তিনটি স্থানাংক ধারা নির্দেশ করা যায়।নিম্নের কোনটি দ্বিমাত্রিক বস্তু?
Correct Answer:
C
পাতলা কাগজ,পাতলা টিনের পাত
আইভরি ব্ল্যাক কি?
Correct Answer:
D
অস্থিজ কয়লা
সেরেবেলামের কাজ কি?
Correct Answer:
C
দেহের ভারসাম্য বজায় রাখা
কোনটি বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম?
Correct Answer:
B
Nymphaea nouchali
কক্ষ তাপমাত্রায় নিচের কোনটির ভৌত অবস্থা তরল-
Correct Answer:
C
CHCH₃
লোহা ও নিকেলের লবণের দ্রবণ একটি-
Correct Answer:
A
প্যারাচৌম্বক পদার্থ
কোনটি হাইড্রা-এর চলন নয়?
Correct Answer:
B
ড্রপিং
প্রাণিবিজ্ঞানের কোন শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয় -
Correct Answer:
A
Ichthyology
বাংলাদেশের white gold কোনটি?
Correct Answer:
D
চিংড়ি
কোনটি বার্ডফ্লু ভাইরাস?
Correct Answer:
A
H-5 N-1
শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
বহিঃগতিশক্তি পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল
কোবাল্ট-60 হতে কোন রশ্মি নি:সৃত হয়?
Correct Answer:
C
গামা রশ্মি
অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি?
Correct Answer:
B
প্রভাবক বিক্রিয়া বন্ধ বা আরম্ভ করতে পারে
Which one of the following is the correct spelling?
Correct Answer:
C
excessive
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
Correct Answer:
C
ইন্দোনেশিয়া
কোন জৈববিক্রিয়া শ্রেণীবিন্যাসের অন্তভুক্ত নয় -
Correct Answer:
D
সহাবস্থান বিক্রিয়া
লিথাল জীনের প্রভাব নাই কোন রোগে?
Correct Answer:
C
অস্টিওপরোসিস
choose the correct synonym of the word 'cop'
Correct Answer:
D
Police
শ্রেণি বিভাগে বরফ নিম্নের কোন শ্রেণির কেলাস?
Correct Answer:
C
রম্বোহেড্রাল
correct English translation of "তাহার বুদ্ধি বড় মোটা" is -
Correct Answer:
C
He is a blockhead
The study of ancient societies is named-
Correct Answer:
C
Archaeology
কোনটি ডিনাইট্রিফাইং ব্যাক্টেরিয়া নয়?
Correct Answer:
B
Nitrobacter
স্বপ্রজননক্ষম অঙানো 'সেট্রিউল' কোথায় পাওয়া যায়?
Correct Answer:
B
টেরিডোফাইট
আয়নিক যৌগ সমুহের বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস নিম্নের কোন তারিখে?
Correct Answer:
B
৯ ডিসেম্বর
নিম্নের কোনটি নেসলার বিকারক?
Correct Answer:
B
K₂Hgl₄
পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি?
Correct Answer:
C
পত্ররন্ধ্র পানি সঞ্চয়ে সহায়তা করে
বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার?
Correct Answer:
C
ফিনিশীয়
ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
অনাবশ্যিক পরজীবী
কোনটি লালাগ্রন্থি থেকে নি:সৃত হয়না-
Correct Answer:
D
লিউসিন
The word 'Homely 'belongs to what part of speech -
Correct Answer:
B
Adjective
লেজার রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি?
Correct Answer:
C
এই রশ্মি পানি দ্বারা সহজেই শোষিত হয়
এগারিকাসের জনন অংশ কোনটি?
Correct Answer:
B
ফ্রুট বডি
কেঁচোর বায়োলজিক্যাল নাম নয় কোনটি?
Correct Answer:
B
Metaphire posthuma
পানি সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 9/8।বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 3/2। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? (
Correct Answer:
D
3/4
ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যাই কোন অঙ্গটাতে?
Correct Answer:
A
হেড অফ হিউমেরাস
ভিন্ন লবণের দুটি লঘু দ্রবণ একত্রে মিশ্রিত করা হলো।এদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া হলো না?এ ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
C
তাপমাত্রার পরিবর্তন হয়না
ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি?
Correct Answer:
D
পর্যাবৃত্ত গতি
স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয় -
Correct Answer:
C
দুটি স্কেলার রাশির কোনটির মান শুন্য হলেও এদের গুনফল শুন্য হতে পারে
আর্সেনিকের রুপভেদের অন্তর্ভুক্ত নয় কোনটি?
Correct Answer:
D
সাদা
"He died in the village where he was born". The simple form of this complex sentence is-
Correct Answer:
D
He died in his native village
correct English translation of Bengali phase "টাকায় টাকা আনে"
Correct Answer:
D
Money begets money
''Food loose and fancy free'' means -
Correct Answer:
D
Free to enjoy oneself
কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার আকৃতির?
Correct Answer:
A
ভ্যাকসেনিয়া
অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত?
Correct Answer:
C
8
Choose correct word to fill in the blank in the sentence "parliamentary democracy demands discipline and ----- to the rules"
Correct Answer:
A
adherence
মানুষের একটি মাত্র কোষে কতটি নিউক্লিওসোম থাকে -
Correct Answer:
C
3x10⁷
কোনটি বিউটানোনের রাসায়নিক সংকেত?
Correct Answer:
C
H₃C-CO-CH₂-CH₃
প্রতিটি গ্রহের পর্যায় কালের বর্গ সূর্য হতে অই গ্রহের গড় দুরত্বের গনফলের সমানুপাতিক।নিম্নের কোন বিজ্ঞানী সুত্রটির প্রবক্তা?
Correct Answer:
D
কেপলার
ইলেক্ট্রন ত্যাগ বা গ্রহনের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটি ঐ মৌলের কি?
Correct Answer:
B
জারণ সংখ্যা
যানবাহনে পেট্রোলের ব্যাবহার সীমিত রাখার জন্য পেট্রোলের সাথে ইথাইল এলকোহল এবং ৩য় কোন পদার্থ মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবে ব্যাবহার করা হয়।নিম্নের কোনটি উক্ত ৩য় পদার্থের অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
B
টলুইন
অবিকর্ষজ ত্বরণ g এর বেলায় সঠিক নয় কোনটি?
Correct Answer:
D
মেরু অঞ্চলে g এর মান সব থেকে কম
পদ্মার উপ নদী নয় কোনটি?
Correct Answer:
D
ধরলা
ইউনিস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেন?
Correct Answer:
A
1997
জিংকের আকরিক নয় কোনটি?
Correct Answer:
B
ক্রোমাইট
প্রোক্যারিয়টা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?
Correct Answer:
B
সুনির্দিষ্ট লিউক্লিয়াস আছে
কোনটি ইথানলের ভৌত ধর্ম নয়?
Correct Answer:
C
পানিতে অদ্রবণীয়
ব্যাবহারের দিক থেকে নিচের কোনটি কীটনাশক?
Correct Answer:
D
বেনজিন হেক্সাক্লোরাইড
যখন কোন প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারো সমান দুইটি অংশে ভাগ করা যাই না তখন তাকে অপ্রতিসাম্য বলে।নিম্নের কোন প্রাণীটি অপ্রতিসাম্য -
Correct Answer:
C
শামুক
উদ্ভিদের শ্রেণী বিন্যাসের সঠিক ধারা কোনটি?
Correct Answer:
A
প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী
কোনটি গলগি বডির নাম নয়?
Correct Answer:
D
ক্যামিলো গলগি
স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে?
Correct Answer:
A
করোটিকা
উত্তলাবতল অবতলোত্তল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান কোথায় -
Correct Answer:
B
লেন্সের বাইরে
কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদে পড়ে না?
Correct Answer:
A
সন্নিবেশ আয়নিক বন্ধন
বিখ্যাত "হেরাল্ড ট্রিবিউন" পত্রিকাটি প্রকাশিত হয় নিচের কোন শহরে-
Correct Answer:
C
নিউইয়র্ক
লুফ অফ হেনলি শরীরের নিম্নোলিখিত কোন অঙের অংশ -
Correct Answer:
B
বৃক্ক
সাম্যধ্রুবকের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?
Correct Answer:
D
বিক্রিয়ার গতি সম্পর্কে ধারণা দেয়
গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কোন বর্তনীর তড়িৎ প্রবাহের কি নির্ণয় করা যায়?
Correct Answer:
A
অস্থিত্ব ও পরিমাণ
20 °c তাপমাত্রায় 80 kpa চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0.25 m3।20 °c তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.50m3 হলে গ্যাসটির চাপ কত হবে?
Correct Answer:
B
40kpa
কোন পরিবাহীর রোধ কিসের উপর নির্ভরশীল না?
Correct Answer:
D
চাপ
ক্লোরিনের খনিজ উৎস নয় কোনটি?
Correct Answer:
B
ব্রাইন
which one is correct after change of speech of the sentence, " karim says that he did not go"?
Correct Answer:
B
Karim says "i did not go"
সালোকসংশ্লেষনের জন্য কি কি প্রয়োজন?
Correct Answer:
D
CO₂, H₂O,ক্লোরোফিল, সূর্যালোক
পুরুষ স্বাভাবিক স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে ছেলেটি কি হবে?
Correct Answer:
B
বর্ণান্ধ
Which one is the correct sentence?
Correct Answer:
B
Why did they go there yesterday?
টুংরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে?
Correct Answer:
B
ধান
বাংলাদেশের ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠত হয়?
Correct Answer:
A
১৪ এপ্রিল ১৯৮৬ সালে
ভ্রুণীয় স্তর মেসোডার্ম থেকে নিচের কোনটি তৈরি হয় -
Correct Answer:
A
দাঁতের ডেন্টিন
Which one of the following appropriate to fill in the blank," He ------ arrested if he had tryto leave the county"
Correct Answer:
A
would have been
দুটি ভেক্টর A ও B এর মান যথাক্রমে 5 ও 6 একক।এরা কোন বিন্দুতে 60 °c কোণে ক্রিয়াশীল। AxB এর মান কত?
Correct Answer:
C
15 √3
ব্যক্তিজনিত পরিস্ফুটনের দশা নয় কোনটি?
Correct Answer:
C
ডিম্বক্ষরণ
বর্ণাধার নাই এমন উদ্ভিদ কোনটি?
Correct Answer:
A
ছত্রাক
চিনির গলনাঙ্ক?
Correct Answer:
C
433 k
এক্টি স্টেপ-আপ ট্রান্সফর্মারকে ১০০ বোল্ট সরবরাহ করে গৌন কুন্ডলিতে ২ এম্পিয়ার প্রবাহ পাওয়া যায়।ট্রান্সফরমারটির মুখ্য ও গৌন কুণ্ডলীর পাক সাংখ্যার অনুপাত ১:২০ হলে মুখ্য কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা কত?
Correct Answer:
D
কোনটি নয়
যদি একটি হাত ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1cm হয় তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত হবে?
Correct Answer:
B
0.1052 cm/sec
সান্দ্রতাংকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
গ্যাসের সান্দ্রতাংক চাপের উপর নির্ভরশীল
ট্রাইক্লোরোফ্লোরোমিথেন গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম নয় কোনটি?
Correct Answer:
B
বিষাক্ত
কোনটি সঠিক?
Correct Answer:
B
তীব্র এসিডের অনুবন্ধী ক্ষারক দূর্বল
দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভব হয়। এই ঘটনাকে কি বলে?
Correct Answer:
C
থমসন ক্রিয়া
গ্লুকোজ ও বেনজয়িক এসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ আলাদা করতে নিম্নের কোন পদ্ধতির প্রয়োজন হইনা?
Correct Answer:
C
স্পটিকীকরণ
which one is the correct sentence?
Correct Answer:
C
He is better today
কোনটি স্পাইরোগাইরা এর বংশ বিস্তার প্রক্রিয়া নয়?
Correct Answer:
D
অযৌন প্রজনন
উদ্ভিদে ডিম্বকের নিষেক পরবর্তী দশা কোনটি?
Correct Answer:
C
বীজ