মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৩-২০০৪ | Medical Admission Question 2003-2004
By Ariful Islam Arman২৪ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৩-২০০৪
আমি জানি আমীর ভীতু -এর সঠিক translation কি?
Correct Answer:
B
I know Ameer is a coward
হৃদপিন্ডের অলিন্দের ডায়াস্টোল দশার সময়কাল?
Correct Answer:
C
0.7s
উদ্ভিত দেহের কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম কিভাবে পানি শোষণ করে?
Correct Answer:
A
ইমবাইবিশন
ক্রোমোসোমে DNA ও হিস্টোনের পরিমাণ যথাক্রমে-
Correct Answer:
C
৩৫% ও ৫৫%
কোন যন্ত্রটি প্রকোষ্ঠ পরিস্থিতিতে ব্যবহিত হয় না?
Correct Answer:
D
সৌর চুল্লী
কোনটি হাইড্রোসেরির ভাসমান পর্যায়ের উদ্ভিদ?
Correct Answer:
B
শাপলা
প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতিবর্গ সেন্টিমিটার জায়গায় কত পত্ররন্ধ্র থাকতে পারে?
Correct Answer:
A
1000-60000
কোনটি মুখমণ্ডল এর অস্থি নয়?
Correct Answer:
C
ইথময়েড
ফুসফুসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Correct Answer:
C
ডান ফুসফুসটি ৩টি খণ্ডে এবং বাম ফুসফুসটি ২টি খণ্ডে বিভক্ত
কোনটি কে ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়?
Correct Answer:
D
সবকটি
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙারহ্যান্স নিম্নের কোন হরমোন নি:সৃত করে? (1272)
Correct Answer:
C
গ্লুকাগন
ঐচ্ছিক পেশি পাওয়া যায়?
Correct Answer:
D
কঙ্কাল তন্ত্রের গায়ে
কোনটি দৃষ্টির ক্রুটি নয়?
Correct Answer:
D
এনিমিয়া
কোনটি কাঠামোগত সমানুতার প্রকারভেদ নয়
Correct Answer:
D
স্টেরিও সমানুতা
কোনটি লঘু তেল হিসেবে পরিচিত?
Correct Answer:
A
জাইলিন
দ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কোনটি?
Correct Answer:
D
22-35°C
কোনটি বর্ণালীবীক্ষণ যন্ত্রের প্রধান অংশ নয়?
Correct Answer:
C
লেন্স
কোনটি সঠিক sentence?
Correct Answer:
D
Iqbal was poet and philosopher
কোনটি মনোকার্বোক্সিলিক এসিড নয়?
Correct Answer:
D
HOOC-COOH
এনোফিলিস মশকী plasmodium এর যে দশাটি লালা রসের সাথে মানুষের দেহে প্রবেশ করে সেটি হলো?
Correct Answer:
C
স্পোরোজয়েট
ন্যাফথার স্ফুটনাঙ্ক?
Correct Answer:
A
100-300°C
কোন্টির উপর বাষ্পায়ন নির্ভর করেনা?
Correct Answer:
A
বায়ুর তাপমাত্রা
কোনটি গতির প্রকারভেদ নয়?
Correct Answer:
B
উর্ধ গতি
পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পুর্ণরূপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম নম্বর প্রয়োজন?
Correct Answer:
B
4
কোনটি হৃদপেশীর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
A
রক্ত সরবরাহ প্রচুর
পৃথিবীর সবচেয়ে পুরাতন কৃতিস্তম্ভ কী?
Correct Answer:
C
পিরামিড
চৌম্বক বলরেখার ধর্ম কে উল্লেখ করেন?
Correct Answer:
A
ফ্যারাডে
কোনটি দোলকের ব্যবহার নয় -
Correct Answer:
D
দৈর্ঘ্য নির্ণয়
ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
এরা এক কোষীয়
নেদারন্ড এর মুদ্রারল্যা নাম কি?
Correct Answer:
B
ইউরো
পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা বুঝি?
Correct Answer:
A
-459°F
এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত সনাক্তকারি বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
A
অধঃত্বক সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত
হেক্সামিন তৈরি হয়?
Correct Answer:
C
ফরমালিন থেকে
AVO ৩টি শব্দ দ্বারা আমরা বুঝি?
Correct Answer:
E
কোনটি নয়
গ্রিক দার্শনিক থেলস কত সালে বিদ্যুৎ প্রথম লক্ষ্য করেন?
Correct Answer:
B
৬০০ খ্রিস্টপূর্বাব্দ
কোনটি শব্দের বেগের উপর প্রভাব রাখেনা?
Correct Answer:
B
চাপ
কোনটি কেলাসের শ্রেণীবিভাগ নয়?
Correct Answer:
B
ডাইক্লিনিক
বেগুনের বৈজ্ঞানিক নাম কোনটি?
Correct Answer:
B
Solanum melongena
বাজারের শহর - বলা হয় কোন শহরটি কে?
Correct Answer:
C
কায়রো
ফ্লুইড-মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয় কোনটি?
Correct Answer:
C
স্টার্চ
ওভাল - কোন খেলার জন্য বিখ্যাত?
Correct Answer:
C
ক্রিকেট
All his friends laughed at him এর সঠিক passive বাক্য কোনটি?
Correct Answer:
C
He was laughed at by all his friends
গঠন অনুসারে এমিন কত প্রকার?
Correct Answer:
A
3
ফল পাকানোর হরমোন হলো? (
Correct Answer:
C
ইথিলিন
সঠিক preparation বসাও A drawing man catches ---- a straw.
Correct Answer:
D
at
'বাইসন' কোন প্রাণীভৌগলিক অঞ্চলের প্রাণী?
Correct Answer:
A
নি- আর্কটিক অঞ্চল
বিজ্ঞানী কেকুলের অবদান কোনটি?
Correct Answer:
C
বেনজিনের কাঠামো তত্ব
আবৃত বীজি উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েট স্ত্রী রেণু মাতৃকোষটি মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কয়টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি হয়?
Correct Answer:
A
৪
কোনটি দৃষ্টির ক্রুটি নয়?
Correct Answer:
C
এনিমিয়া
লসিকার আপেক্ষিক গুরুত্ব?
Correct Answer:
D
১.০১৫
কোনটি এক্সরের ধর্ম নয়?
Correct Answer:
C
জীবন্ত কোষকে নস্ট করে না
কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় -
Correct Answer:
B
এস্টাটাইন
[Fe(CN)6]^-4 এর Fe জারণ সংখ্যা কত?
Correct Answer:
A
+২
কোনটি আলোক তড়িৎ কোষ নয়?
Correct Answer:
C
আলোর প্রতিসরণ কোষ
Who opened the door? এর সঠিক passive কোনটি?
Correct Answer:
C
By whom was the door opened?
কোন মূল্যবান পাথরে এলুমিনিয়াম অক্সাইড থাকে?
Correct Answer:
C
চুনী
যেটি গর্ভাবস্থায় অমরার কাজ নয়?
Correct Answer:
C
লুটিনাইজিং হরমোন নি:সৃত করণ
প্রথম বাঙালি মুসলমান কবি কে? (
Correct Answer:
C
শাহ্ মুহাম্মদ সগীর
মাটিতে অণুজীবমুক্ত রাখার জন্য pH এর মান?
Correct Answer:
C
under 3 or more than 10
কোনটি বিদ্যুৎ কোষের সমবায় নয়?
Correct Answer:
D
দ্বি-মুখী সমবায়
সঠিক preposition বসাও Do not cry ----spilt milk. (
Correct Answer:
C
over
নীল তিমি মেরুদন্ডী প্রাণীর কোন শ্রেণীভুর্ক্ত?
Correct Answer:
C
ম্যামালিয়া
স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহবর অপেক্ষা কত কম বা বেশি?
Correct Answer:
D
৩ সেন্টিগ্রেড কম
কোনটি তাপ জাতীয় পরিবর্তন নয়?
Correct Answer:
D
সমধর্মী পরিবর্তন
প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে?
Correct Answer:
B
প্রায় ১০-১২ লক্ষ
He said 'Do you know me?' এর কোনটি সঠিক indirect speech?
Correct Answer:
C
He inquired whether I know him
The teacher said to me,'You are wrong'এর সঠিক indirect speech কোনটি?
Correct Answer:
C
The teacher told me that I was wrong
কোনটি সঠিক sentence?
Correct Answer:
C
He asked me to held my tongue
সাধারণ অবস্থায় নাইট্রোজেন একটি?
Correct Answer:
A
গ্যাসীয় পদার্থ
প্রমাণ দ্রবণের ঘনমাত্রা?
Correct Answer:
C
নির্দিষ্ট ভাবে জানা থাকে
The peon opened the gate -এর সঠিক passive বাক্য কোনটি?
Correct Answer:
C
The gate was opened by the peon
পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি?
Correct Answer:
A
মঙ্গল
অক্সিজেনের পরমাণুকরণ তাপ কত?
Correct Answer:
C
+249.2 kJ/mol
২০০৩ সালে ও আই সি'র সম্মেলন কোথায় হয়েছে?
Correct Answer:
C
মালয়েশিয়া
সঠিক preposition বসাও I shall do it ---- pleasure.
Correct Answer:
C
with
আমরা অলস লোকদের পছন্দ করি না এর সঠিক Translation কোনটি?
Correct Answer:
B
We did not like idle people
বংশ গতি বিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
A
অস্ট্রিয়া
কোন বিজ্ঞানী নাইট্রোজেনকে মৌলিক পদার্থ হিসেবে চিহ্নিত করেন?
Correct Answer:
B
ল্যাভয়সিয়ে
কোনটির উপর আবিষ্ট চার্জ নির্ভর করে না?
Correct Answer:
D
আবিষ্ট বস্তুর ওজন
এনোফিলিস মশকী plasmodium এর যে দশাটি লালা রসের সাথে মানুষের দেহে প্রবেশ করে সেটি হলো?
Correct Answer:
C
স্পোরোজয়েট
শারীরিক বিদ্যার জনক বলা হয় কাকে?
Correct Answer:
D
উইলিয়াম হার্ভে
Na+ এর আয়নিক ব্যাসার্ধ কত? (
Correct Answer:
B
0.098nm
সততা সর্বোত্তম পন্থা - এর সঠিক Translation কোনটি?
Correct Answer:
C
Honesty is the best policy
কোনটি সঠিক sentence নয়?
Correct Answer:
C
Karim preferred reading than to write
যে সব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের বলে?
Correct Answer:
B
আইসোবার
কোনটি অক্সাইড এর শ্রেণীবিভাগ নয়?
Correct Answer:
B
ডাই অক্সাইড
কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়?
Correct Answer:
D
ধন ভেক্টর
কার্যকর শক্তি/প্রদত্ত মোট শক্তি=?
Correct Answer:
B
কর্মদক্ষতা
হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায়?
Correct Answer:
C
হুগলী
কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়া নয়?
Correct Answer:
D
প্রতিসরণ
রয়টার্স কি?
Correct Answer:
C
সংবাদ সংস্থা
H- COOH এর উৎস কোনটি?
Correct Answer:
C
ফরমিকা
কোনটি ফানজাই এর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
D
এরা মূলত জলজ
কোনটি জিংক নিষ্কাশনে ব্যবহার হয়না? (
Correct Answer:
A
অক্সিজেন বিজারণ
রোধের সমবায় কত প্রকার?
Correct Answer:
A
3
নেসলার বিকারক নিম্নের কোন লবণ সনাক্তকরণে ব্যবহিত বহয়ে?
Correct Answer:
C
এমোনিয়াম
কোনটি মনোকার্বোক্সিলিক এসিড নয়?
Correct Answer:
D
HOOC-COOH
ব্রাক্ষদেশ বর্তমানে কি নামে পরিচিত?
Correct Answer:
C
মায়ানমার