মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৭-২০০৮ | Medical Admission Question 2007-2008
By Ariful Islam Arman২৪ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০৭-২০০৮
Which of the following is not the appropriate bangle?
Correct Answer:
A
Exorcise: প্রমোদ ভ্রমন
Which of the following is the correct English translation of this bangle sentence? “পাতাগুলো যখন ঝরে পড়বে তখন গাছগুলো ভিন্ন রপ দেখাবে-
Correct Answer:
B
The trees will look different when the leaves have fallen off
নিম্নের কোন উক্তিটি তেলাপোকার ক্ষেত্রে সত্য নয়?
Correct Answer:
A
উজ্জল আলোয় সুপারপজিসন প্রতিবিম্ব তৈরী করে
নিম্নের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন হয়?
Correct Answer:
C
ক্যাথোড
নিম্নের কোন লেন্সটি ‘স্বল্প দৃষ্টি’ প্রতিকারের জন্য ব্যবহার করা হয়?
Correct Answer:
C
অবতল
নিম্নের কোন তথ্যটি লেজারের ক্ষেত্রে সঠিক নয়?
Correct Answer:
B
এক থেকে অধিক বর্ণের আলো থাকে
নিম্নে উল্লেখিত সময়গুলোর মধ্যে P. falciparum ম্যালেরিয়ার সুপ্তাবস্থা কতদিন -
Correct Answer:
C
8-15
নিম্নের কোনটি কার্বনাইল যৌগের সমানুতার সঠিক উদাহরণ নয়?
Correct Answer:
A
কিটো-ইনল টটোমারিজমঃ প্রোপান্যাল
সবাত শ্বসনে উৎপাদিত মোট ATP অনুর পরিমান নিম্নের কোনটি?
Correct Answer:
B
38
নিম্নের কোন তথ্যটি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়
Correct Answer:
D
ভাইরাস বিপাকীয় এনজাইম আছে।
নিম্নের কোনটি পদার্থের অবস্থার জন্য সঠিক নয়?
Correct Answer:
D
NaCl লবনের স্ফুটনাংক(815”C) কক্ষ তাপমাত্রর উপরে
নিম্নের কোনটি এল্কোহলের জন্য সঠিক নয়?
Correct Answer:
A
টারসিয়ারী এলকোহল বাষ্পকে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে গ্যাস উৎপন্ন
হয়।
কোন বিক্রিয়ার তাপমাত্রা 25’ডিগ্রি C থেকে 35’ডিগ্রিC এ উন্নীত করলে ঐ বিক্রিয়ার হার ধ্রুবকের মান তিনগুন হয়, তবে বিক্রিয়াটির স ক্রিয়ণ শক্তির মান নিম্নের কোনটি?
Correct Answer:
D
83.85 kJ molˉ¹
নিন্মের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Correct Answer:
C
টাইপয়েড
নিম্নের কোনটি গ্রেজিং খাদ্য চক্রের সঠিক পর্যায়ক্রম?
Correct Answer:
C
স্বভোজী উদ্ভেদ-> প্রাইমারী খাদক->সেকেন্ডারী খাদক->তৃতীয় খাদক-> সর্বোচ্চ খাদক
নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়?
Correct Answer:
C
নাইট্রোজেন
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি?
Correct Answer:
A
শ্রীমঙ্গল
বায়ুতে এক কুলম্বের আধান পরষ্পর থেকে 1 km ব্যবধানে থাকলে এদের মধ্যস্থিত বল (N) নিম্নের কোনটি ?
Correct Answer:
B
9X10⁵
নিম্ন উল্লেখিত কোনটি হৃদপিন্ডের অলিন্দের ডায়াস্টোলের সময়কাল(সেকেন্ড)?
Correct Answer:
A
0.7
বঙ্গ -ভারত উপমাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন?
Correct Answer:
C
লর্ড ক্যানিং
Which of the following is the correct “defect form“ of this sentance : Columbus wanted to know whether any fo them could make an egg stand on end.”
Correct Answer:
C
Columbus said to them, ”Can any of you make an egg stand on end. ”
নিম্নের কোনটি ঊক্ত যৌগের সঠিক উদাহরণ নয়?
Correct Answer:
A
অসম্পৃক্ত কিটোন; অ্যাক্রোলিন
Which of the following is not a correct English sentence?
Correct Answer:
C
I prefer coffee than tea
নিন্মের কোনটিতে অবতল লেন্স ব্যবহার করা হয়?
Correct Answer:
B
চশ্মায়
নিম্নের কোনটি একবীজ পত্রী উদ্ভীদ?
Correct Answer:
B
ভুট্টা
বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তী নদী কোনটি ?
Correct Answer:
C
হালদা
নিম্নের কোনটি মোলার গ্যাস ধ্রুবক ‘R’-এর সঠিক মান নয়?
Correct Answer:
D
সি জি এস একক, R=8.32 JK power -2 mol power-1
Na, C ও O এর পারমানবিক ভর যথাক্রমে 23, 12 ও16 হলে, Na2CO3 সম্পর্ক নিম্নের কোনটি সঠিক নয়।
Correct Answer:
C
অক্সিজেনের শতকরা পরিমান = 54.3%
তেলেপোকার জাইগোট থেকে নিস্ফ বের হতে কত দিন সময় লাগে?
Correct Answer:
D
30
নিম্নে কোন কোষ বিভাজনে অপ্রত্যকোষে ক্রমোসমের সংখ্যা মাতৃকোষের ক্রমোসমের সংখ্যার অর্ধেক হয়?
Correct Answer:
D
মায়োসিস
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
D
ইন্স্যুলিন এক ধরনের এনজাইম যা অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে ক্ষরিত হয়
Which of the following is the correct “affirmative sentence”?
Correct Answer:
A
মেটা ফসফোরিক এসিড-HPO₂
Which of the following sentence is the correct example of “participle adjective”?
Correct Answer:
A
The setting sun has gilded the hill top
নিম্নের কোনটি অভিস্রাবণ প্রক্রিয়ার শর্ত নয়?
Correct Answer:
D
দ্রবণ দুটিকে পৃথক্কারী অভেদ্যঝিল্লী থাকবে
নিম্নে উল্লেখিত কোন বল ইলেক্ট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমানু তৈরি করে?
Correct Answer:
A
তড়িৎ চৌম্বক বল
নিম্নের কাকে “লেডি ঊইথ দি” বলা হয়?
Correct Answer:
A
ফ্লো্রেন্স নাইটিঙ্গেল
Which of the following is the correct “Indirect form” of this sentence: The teacher said, “Mohsin was good and kind and he helped everyone”
Correct Answer:
C
The teacher said that Mohsin is good and kind and he helped everyone
নিম্নের কোন তথ্যটি অ্যারোমেটি হাইড্রোকার্বনের জন্য সঠিক নয়?
Correct Answer:
C
অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ যেমন ফেনলসমুহ নিরপেক্ষ যৌগ।
নিম্নের কোনটি কেলাসের সঠিক শ্রেনী বিভাগের উদাহণ নয়?
Correct Answer:
D
মনোক্লিনিকঃ FeSO₄. 7H₂O
ইউনিসেফ কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে গোষনা করে?
Correct Answer:
D
6ই ডিসেম্বর 1997
যে নিঊক্লিওটাইডের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন উহা নিম্নে কোনটি ?
Correct Answer:
C
আইসোটোপ
নিম্নে লিখিত কয়টি অস্থি নিয়ে মানব করোটি গঠিত
Correct Answer:
A
29
ক্লোরিনের পরমানুর ভর সংখ্যা অতএব নিক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি?
Correct Answer:
C
প্রোটন 17, নিউট্রন 18
নিম্নের কোনটি উক্ত এসিডের সঠিক সঙ্কেত নয়?
Correct Answer:
D
মেটা - ফরফোরিক এসিড -HPO₂
নিম্নের কোনটি আলিফেটিক/আরোমেটিক যৌগের জন্য সঠিক নয়?
Correct Answer:
A
এরোমেটিক অসম্পৃক্ত যৌগ হ্যালোজেনেশ্ন, নাইট্রেশন।সালফোনেশ্ন প্রভৃতি ইলেক্ট্রন আকর্ষী
প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত ঘটে না।
পানির ত্রৈধবিন্দু(K) নিম্নের কোনটি?
Correct Answer:
A
273.16
64/29 CUএবং 64/30Zn হল পরষ্পরের
Correct Answer:
C
আইসোবার
নিম্নের কোন দেশটি সমুদ্র বন্দরবিহীন দেশ?
Correct Answer:
A
প্যারাগুয়ে
পর্যায় সারণির জন্য কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
চতুর্থ পর্যায়ের গ্রুপ VIII এর একটি ঘরে Fr, Rh ও Mt এ তিনটি মৌল আছে
বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে-
Correct Answer:
D
4ঠা মার্চ 1972
নিম্নে কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
এদের তড়িৎ ঋনাত্মকতার ক্রম হলঃ F < CL < Br < I ।
লালরসে নিম্নের কোন এনজাইমটি থাকে?
Correct Answer:
D
টায়ালিন
একটি পরিবাহকের ধারক্ত্ব 40F. এতে কত আধান (C) প্রধান করলে বিভব হবে?
Correct Answer:
D
320
সেলসিয়াস স্কেলের 100 ভাগ ফারেনহাইট স্কেলের কত ভাগের সমান?
Correct Answer:
D
180
Which of the following sentence is having the word “Like” as adjective?
Correct Answer:
C
They are men of like build and stature
নিম্নের কোনটি বাংলাদেশে প্রতিলিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্ছ গ্রহনযোগ্য মাত্রা(মিলিগ্রাম)-
Correct Answer:
D
0.05
একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V ফিলামেন্টের রোধ নিম্নের কত ওহম (Ω)
Correct Answer:
A
1.2
নিচের কোন তথ্যটি সঠিক নয়
Correct Answer:
A
শ্বসন এক ধ্ররনের বিজারণ প্রক্রিয়া।
সিমফাইসিস নিম্নের কোন অস্থির সন্ধি?
Correct Answer:
C
তরুনাস্থিময়
নিম্নের কোনটি স্বাভাবিক চোখের ‘নিকট বিন্দু’(সে মি)?
Correct Answer:
D
25
নিম্নে উল্লেখিত চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে?
Correct Answer:
C
রেটিনা
Which of the following pair is not correct
Correct Answer:
A
weak weakly
ফাইলেরিয়া কৃমির ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
C
দিবাভাগে প্রান্তীয় রক্ত সংবহনে মাইক্রোফাইলেরি সবচেয়ে বেশী পাওয়া যায়।
মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়?
Correct Answer:
C
গামা
যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা স্থির রেখে গ্যাসীয় পদার্থের চাপ ও আয়তনে পরিবর্তণ ঘটানো হয়, তাহা নিম্নে উল্লেখিত কোন প্রক্রিয়া -
Correct Answer:
D
সমোষ্ণ
নিম্নের কোনটি সঠিক তথ্য নয়?
Correct Answer:
D
হৃদপেশী ঐচ্ছিক পেশী।
নিম্নে কোনটি তথ্য সঠিক নয়?
Correct Answer:
A
Pseudomonas নামক ব্যাকটেরিয়া থেকে ভিটামিন বি১২ প্রস্তুত হয়।
নিম্নের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয়?
Correct Answer:
A
প্রধানত আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়।
মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত থার্মোমিটার নিম্নে উল্লেখিত কোন স্কেলে দাগান্বিত থাকে?
Correct Answer:
C
ফারেনহাইট স্কেল
নিম্নের কোন করোটিক স্নায়ু ঘ্রানে সঙ্গে জরিত?
Correct Answer:
B
অলফ্যাটরি
একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণেরহার যথাক্রমে 6:51 ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব নিম্নের কোনটি?
Correct Answer:
C
25
Which of the following is the correct conversion of this compound sentence to simple sentence using a prepositional phrase –“He was terribly unhappy but he did not blame the girl.”
Correct Answer:
D
In spite of being terribly unhappy he did not blame the girl.
নিম্নে উল্লেখিত কোন বিজ্ঞানী মানুষের রক্তে শ্রেনী বিন্যাস করেন?
Correct Answer:
C
কার্ল ল্যান্ড স্টেইনার
ঢাকা বিশ্বর কততম “মেগাসিটি”?
Correct Answer:
D
11 তম
Which of the following sentence is the correct example of “past perfect continuous tense”?
Correct Answer:
C
At that time Shama had been writing a novel for two months
নিম্নের কোনটি হাড্রোজেনের সঠিক আইসোপ নয়।?
Correct Answer:
D
কোনটিই নয়
Which of the following will not be the proper replacement of the underlined word in this sentence –“Shaheed Dr. Shamsuzzoha is considered to be the first intellectual who attained martyrdom during the pre-liberation period of Bangladesh.”
Correct Answer:
C
scholarly
নিম্নের কোনটি আয়নিক যৌগের জন্য সঠিক নয় -
Correct Answer:
A
আয়নিক যৌগসমুহ গলনাংক ও স্ফুটনাংক খুব বেশী হয় এবং উদ্বায়ী হয়।
নিম্নের কোনটি শরীরের ভারসাম্য রক্ষা করে -
Correct Answer:
C
ভেষ্টবুলার যন্ত্র
নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
D
মাইট্রাল কপ্টিকা ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগ স্থল থেকে।
নিম্নের কোনটি ভ্রুণের এক্টোডার্ম থেকে তৈরী হয়-
Correct Answer:
D
স্নায়ু তন্ত্ব
রাসায়নিক গণনার জন্য কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
ক্যালসিয়াম ফসফেট P2O5 এর শতরা পরিমান= 48.5%.
একটি পাত্রের আয়েতন 500 ml. এতে 100cm Hg চাপে Cl2 গ্যাস আছে। ইহা নলের সাহায্যে স্টপ কর্কের দ্বারা অন্য একটি 80 cm Hg চাপে N2 ভ1000ml cm Hg আয়েতন বিশিষ্ট পাত্রের সাতে যুক্ত আছে। স্টপ কর্ক খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ cm Hg তে নিন্মে কোনটি?
Correct Answer:
B
86.67
নিম্নের কোনটি নাইট্রোজেন ও ফসফরাসের জন্য সঠিক নয়?
Correct Answer:
B
নাইট্রোজেনের অণুর এনথালপি ∆H=+495 KJ mol-1 তাই নাইট্রোজেনকে প্রাকৃতিতে মুক্ত অবস্থায়
বায়ুমন্ডলে পাওয়া যায়
ফারেনহাইড স্কেলে বরফ বিন্দু নিম্নের কোনটি?
Correct Answer:
D
কোনটি নয়
নিম্নের কোন ভিটামিনের উৎস হিসাবে ইস্ট ব্যবহার করা হয়?
Correct Answer:
D
ভিটামিন বি12
ফুটবল খেলোয়াদের জার্সিতে নম্বর লাগাবার প্রথম চালু হয় নিম্নের কোন সালে?
Correct Answer:
D
1935
নিম্নের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
16g অক্সিজেনে অনুর সংখ্যা 3.011X10power-23g
Kg এর একজন লোক প্রতিদিন 25 cm উঁচু 20 টি সিঁড়ি 10s -এ ঊঠতে পারেন। তার ক্ষমতা (W) নিম্নের কোনটি 74.6 ?
Correct Answer:
B
365.54
বায়ুমন্ডলস্হিত নিম্নর কোন রাসায়নিক পদার্থ ক্যান্সারের জন্য দয়ী?
Correct Answer:
D
হাইড্রোজেন
নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
B
RNA শুধুমাত্র নিউক্লিয়াস থাকে
নিম্নের কোনটি গামা রশ্মির ধর্ম নয় -
Correct Answer:
B
ভুট্টা
নিম্নের কোনটি ইথিলিনের সঠিক ব্যবহার নয়?
Correct Answer:
B
ইথিলিন বানিজ্যিক পদ্ধতিতে আসিটোন ও আল্কাইল ক্লোরাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিম্নে কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
পজিট্রন স্থায়ী মূল কণিকা
গ্রীন হাউস ক্রিয়া নিম্নের কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়?
Correct Answer:
B
ভীনের সূত্র
কোন লক্ষ বস্তু যদি 2f দুরত্বে থাকে তবে উত্তল লেন্স দ্বারা সৃষ্টি বিম্বের আকৃতি নিম্নে কোনটি?
Correct Answer:
C
লক্ষ্য বস্তুর সমান
Which of the following is the correct English translation of this bangle Sentence “অন্যেরা তাদের বিচানা ছেড়ে ওঠার আগেই সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি তার কঠিন কাজের বেশির ভাগই শেষ করে ফেলে।”
Correct Answer:
B
The early riser has done large quantity of hard work before other men have got out
of bed.
কোন দেশের ডাক টিকিটে ঐ দেশের নাম লেখা থাকেনা?
Correct Answer:
B
যুক্তরাজ্য
Which of the following sentence is not having appropriate preparation
Correct Answer:
B
He walked across the stage