মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৬-২০১৭ | Medical Admission Question 2016-2017
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৬-২০১৭
কোনটি ঘাস ফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়?
Correct Answer:
D
ওসেলি
The play 'HAMLET' is written by-
Correct Answer:
D
Willam Shakespeare
পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
Correct Answer:
C
বিভবশক্তি
অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি?
Correct Answer:
D
ফিজিওথেরাপি
স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Correct Answer:
D
সবগুলো
দ্রবণে Na+ আয়ন সনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
B
K2 H2 Sb2 O7
An antonym of 'combination' is-
Correct Answer:
D
Separation
দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয়?
Correct Answer:
C
৪৮ ঘন্টার মধ্যে
চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়?
Correct Answer:
D
অ্যাসটিগমেটিজম - সিলিন্ড্রিকাল লেন্স
মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল --
Correct Answer:
C
১ - ৪ মিনিট
সমগোত্রীয় নয় কোনটি?
Correct Answer:
B
Typhoid fever
মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশটি হলো --
Correct Answer:
B
ডান খণ্ড
মানুষের কব্জিতে (Carpal Region)হাড়ের সংখ্যা কত?
Correct Answer:
B
৮টি
আলোক বর্ণালীর দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি?
Correct Answer:
C
অবলোহিত রশ্মি
প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে --
Correct Answer:
C
অ্যালিউরোপ্লাস্ট
প্রথম বাংলাদেশী হিসাবে UNDP এর শুভেছাদূত নির্বাচিত হন কে ?
Correct Answer:
B
মাশরাফি বইন মুর্তজা
দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কোন শহরে?
Correct Answer:
C
নয়াদিল্লি
নিচের কোনটি চায়না ক্লে এর সংকেত?
Correct Answer:
B
Al₂O₃ 2SiO₂ 2H₂O
PbO2 কে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে?
Correct Answer:
B
H₂SO₄
নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়?
Correct Answer:
D
এড্রেনাল গ্রন্থি
Identify the word in the plural form-
Correct Answer:
C
Radii
নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়?
Correct Answer:
D
BaSO₄
বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে?
Correct Answer:
B
5 প্রজাতি
অ্যান্থ্রাসাইট কয়লার জ্বালানি মান কত?
Correct Answer:
B
14500-15500 BTU/lb
কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়?
Correct Answer:
C
Li ব্যাটারি
মানুষের কব্জিতে (Carpal Region)হাড়ের সংখ্যা কত?
Correct Answer:
B
৮টি
কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়?
Correct Answer:
A
আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে বলে --
Correct Answer:
C
আসঞ্জন বল
সমগোত্রীয় নয় কোনটি?
Correct Answer:
B
Typhoid fever
Choose the correct group verb to complete the following sentence "Why are you looking so much----"
Correct Answer:
A
run down
হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি?
Correct Answer:
C
ইসিজি
প্যারাচৌম্বক পদার্থ নয় নিচের কোনটি?
Correct Answer:
B
তামা
নিচের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
A
সারফেস ওয়াটারে HON₃ এসিড দ্রবীভূত থাকে
মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল --
Correct Answer:
B
১ - ৪ মিনিট
The best passive form of the sentence "what do you want?" is-
Correct Answer:
C
What is wanted by you?
টমেটো ও আলু গাছের প্রোটোপ্লাস্ট ফিউশন মাধ্যমে কোন নতুন গাছ তৈরি করা হয়েছে?
Correct Answer:
D
পোমাটো
কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?
Correct Answer:
C
এপেনডিক্স
একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো--
Correct Answer:
B
মহাকর্ষীয় ধ্রবক
মিউটন কি?
Correct Answer:
B
জিন মিউটেশনের একক
60kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10ms-1 এ বৃদ্ধি পাবে?
Correct Answer:
D
10N
রান্নার ফ্রাইপ্যানে কোনটির কোটিং(Coating) দেয়া হয়?
Correct Answer:
B
টেফলন
কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহৃত হয়?
Correct Answer:
D
প্ল্যাঙ্কের নীতি
অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি?
Correct Answer:
B
-NH₂
Identify the word in the plural form-
Correct Answer:
D
Radii
An antonym of 'combination' is
Correct Answer:
B
Separation
মেহেদী রংয়ের জন্য দায়ী কোন পদার্থটি?
Correct Answer:
D
লাসোন
Choose the correct sentence-
Correct Answer:
D
He died for his country
চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়?
Correct Answer:
D
অ্যাসটিগমেটিজম - সিলিন্ড্রিকাল লেন্স
অ্যাক্টিনাইড মৌল কোনটি?
Correct Answer:
B
থোরিয়াম
সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন-
Correct Answer:
D
মনোবিজ্ঞানী
'I cannot but go' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে ?
Correct Answer:
C
আমি না যেয়ে পারি না
একটি ধাতব রোধের উষ্ণতা 10°C হতে 110°C পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। ধাতুটির রোধের উষ্ণতা গুণাঙ্ক কত?
Correct Answer:
B
0.001°C⁻¹
সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল হলো --
Correct Answer:
C
মহাকর্ষ বল
A synonym for 'Legendary' is-
Correct Answer:
B
Fictitious
রুই মাছের আঁশের বৃদ্ধি কোন সময়ে বেশি হয়?
Correct Answer:
D
বসন্তকালে
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
Correct Answer:
C
সৈয়দ নজরুল ইসলাম
লুফথানসা কোন দেশের জাতীয় এয়ার লাইন্স এর নাম?
Correct Answer:
C
জার্মানি
দ্রুত চলাচলের জন্য Hydra কোন চলন পদ্ধতি ব্যবহার করে? (
Correct Answer:
A
Somersaulting
কোন এককের সংকেত সঠিক?
Correct Answer:
B
তড়িৎ প্রবাহ - A
প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?
Correct Answer:
C
১০ বিলিয়ন
C12 H22 O11 + H2 O -----------> C6 H12 O6 + C6 H12 O6 বিক্রিয়াটিতে প্রভাবক হিসেবে কাজ করে কোনটি?
Correct Answer:
C
খনিজ এসিড
অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ ভেঙ্গে কত অণু ATP তৈরি হয়?
Correct Answer:
D
২ টি
A synonym for 'Synergy' is-
Correct Answer:
D
Alliance
CGPA পূর্ণ অভিব্যক্তি হচ্ছে-
Correct Answer:
A
Cumulative Grade Point Average
2016 সালে স্বাধীনতা পদক পুরস্কার প্রাপ্ত চিকিৎসক হলেন?
Correct Answer:
A
ডা. এম. আর খান
মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপে?
Correct Answer:
B
ম্যাগনেটিক টেলিস্কোপ
প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে --
Correct Answer:
D
অ্যালিউরোপ্লাস্ট
নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী?
Correct Answer:
D
CO₂
What parts of speech is the word 'Extraordinary'?
Correct Answer:
C
Adjective
যদি কোন তাপ ইঞ্জিন থেকে কোন তাপ বের না হয়, তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে?
Correct Answer:
C
100%
Choose the correct sentence-
Correct Answer:
C
We have a lot of work to do in summer
একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে অধিকতর কম ঘন স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলে --
Correct Answer:
B
ব্যাপন
কোনটি ফেনলের সনাক্তকারী পরীক্ষা নয়?
Correct Answer:
C
অ্যাক্রোলিন পরীক্ষা
কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়?
Correct Answer:
D
গ্র্যাভিটন
শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায়?
Correct Answer:
A
পনস
Choose the correct sentence-
Correct Answer:
B
One should obey one's parent
কোনটি সত্য নয় ?
Correct Answer:
C
ফেনল রেড অম্লীয় মাধ্যেমে লাল বর্ণ ধারণ করে
একই সাথে শরীরে রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কী?
Correct Answer:
B
পালসঅক্সিমিটার
সোজন বাদিয়ার ঘাট এর লেখক কে ?
Correct Answer:
D
জসীম উদ্দিন
মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
B
2% লবণের দ্রবণ
Na(11) ইলেকট্রন বিন্যাস কোনটি?
Correct Answer:
C
1s²2s²2p⁶3s¹
বুকের দুধে কোন ধরনের ইমিউগ্লোবিউলিন থাকে (Ig)?
Correct Answer:
D
IgA
PbO₂ কে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে?
Correct Answer:
C
HNO₂
কনে হিমোফিলিয়া বাহক, বর সুস্থ, এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
Correct Answer:
B
পুত্রদের সবাই সুস্থ হবে
ফিলোসফিক গ্রন্থের রচিয়তা কে?
Correct Answer:
B
ল্যামার্ক
বাংলাদেশের কোন ধরনের শিল্প কারখানা স্থাপনার আগে ETP(Effluent Treatment Plant) বসানো জরুরী ?
Correct Answer:
B
ট্যানারী শ্লিপ
দ্রবণে Na⁺ আয়ন সনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
B
K₂H₂Sb₂O₇
একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি হল -
Correct Answer:
A
সমআযতন প্রক্রিয়া
তরঙ্গ দৈর্ঘ্য (λ) তরঙ্গ বেগ (v) এবং কম্পাঙ্ক (n)এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
Correct Answer:
D
v = nλ
269 যাত্রিসহ মালেয়েশিয়া এয়ার লাইন্স ফ্লাইট -MH- 370 2014 সালে নিখোঁজ হয় | বিমানটির গন্তব্যস্থল ছিল -
Correct Answer:
B
বেইজিং
ব্যুরেটের অভ্যন্তরে গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়?
Correct Answer:
D
গাঢ় K₂Cr₂O₇ ও গাঢ় H₂SO₄
Walking is a good exercise- Here 'walking' is-
Correct Answer:
B
gerund
পরজীবী ছত্রাক যে বিশেষ হাইফার মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে তাকে বলে --
Correct Answer:
C
হস্টোরিয়াম
নিচের কোন BMI (Body Mass Index) অতিরিক্ত ওজন নির্দেশ করে?
Correct Answer:
B
25.0 - 29.9 kg/m²
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিনগুন করা হলো, তবে বল কত গুণ হবে?
Correct Answer:
B
1/9
কোবাল্টের কুরী বিন্দু কত?
Correct Answer:
D
কোনটি নয়
অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি?
Correct Answer:
C
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ
জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কে?
Correct Answer:
B
সাড়ে ১৬ কোটি বছর
রিডিউসিং (Reducing)সুগার হলো --
Correct Answer:
B
গ্লুকোজ
একটি বস্তুকে আনুভূমিকের সাথে 450 কোণে 9.8 ms-1 বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে?
Correct Answer:
B
9.8m
Which one of the following is the correct spelling?
Correct Answer:
C
Aborigines
বাংলাদেশের ইলিশ রক্ষার কোনটি সর্বাধিক কার্যকরী?
Correct Answer:
C
সংশ্লিষ্ট পক্ষের বোধদয
নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়?
Correct Answer:
D
এড্রেনাল গ্রন্থি
কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি, এর ভরবেগের সাথে সম্পর্ক কি?
Correct Answer:
C
বর্গের ব্যস্তানুপাতিক
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ v-p লেখচিত্র কোন ধরনের?
Correct Answer:
A
সমপরাবৃত্ত
কোনটি প্যারানস্যাল সাইনাস নয়?
Correct Answer:
D
অক্সিপিটাল সাইনাস
তিনি কদাচিৎ মিথ্যা বলেন- Which one is the correct English translation?
Correct Answer:
A
He seldom tells a lie
কোনটি ঘাস ফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়?
Correct Answer:
C
ওসেলি
নিউক্লিয়াস বিহীন কোষ হলো -- (
Correct Answer:
A
লোহিত রক্তকণিকা
নিচের কোন গ্যাস দাহ্য নয় ?
Correct Answer:
A
অক্সিজেন