মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৮-২০১৯ | Medical Admission Question 2018-2019
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০১৮-২০১৯
World Wide Web (WWW) এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
D
টিম বানার্স-লি
নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না?
Correct Answer:
A
কর্টেক্স
মঙ্গল গ্রহের ব্যাস 6000km। এর পৃষ্ঠে g এর মান 3. 8msˉ² হলে মঙ্গল গ্রহ থেকে কোন বস্তুর মুক্তি বেগ কত?
Correct Answer:
B
4.77msˉ²
নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে?
Correct Answer:
A
Na
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি?
Correct Answer:
D
NADPH₂ ও ATP
পারদের রেখা বর্ণালিতে কোন রংটি সুস্পষ্ট ভাবে পাওয়া যায়?
Correct Answer:
C
কমলা
নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না?
Correct Answer:
B
জাইগোস্পোর
পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটি?
Correct Answer:
B
T ∝ 1/√K
Choose the correct sentence.
Correct Answer:
C
I have been living here for five years
“মাস্টার ব্লু-প্রিন্ট” বলা হয় কোনটি কে?
Correct Answer:
B
Genome
নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? .
Correct Answer:
B
Zn
নিচের কোন উদ্ভিদটি লোনা পানিতে জন্মায় না?
Correct Answer:
D
বাবলা (Acacia)
তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নাই?
Correct Answer:
B
চাপ
শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?
Correct Answer:
D
স্বরকম্প
মুখ বিবরে “র্যাডুলা" নামক অংশ থাকে কোন পর্বের প্রাণিতে?
Correct Answer:
B
Mollusca
পর্যায় সারণির কোন মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়?
Correct Answer:
C
২য় ও ৩য় পর্যায়ের মৌলসমূহ
হাইড্রার বহিঃত্বকে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি?
Correct Answer:
D
পেশি-আবরণী কোষ
‘Poll took place peacefully ___ the country’. Fill up the blank with correct option.
Correct Answer:
A
across
“আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ”। Which one is the correct English translation?
Correct Answer:
C
I am very grateful to you
BIMSTEC কোন ধরনের প্রতিষ্ঠান?
Correct Answer:
C
অর্থনৈতিক
অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
D
SiO₂
নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
Correct Answer:
D
তাপমাত্রা
ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
Correct Answer:
B
র্যাবডোম
রুই মাছের আঁইশ কোন ধরনের?
Correct Answer:
D
সাইক্লয়েড
কত তাপমাত্রায় তুঁতে সাদা অনার্দ্র- কপার সালফেটে রুপান্তরিত হয়?
Correct Answer:
C
260°C
“একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হবার জন্য পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়'। Which one is the correct English translation?
Correct Answer:
C
An entrant will have to require to work hard for five years to become a
physician
নিচের কোনটি এশিয়া কাপ ২০১৮ তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে?
Correct Answer:
D
অধিনায়কের অসামান্য মানসিক দৃঢ়তা
করোটিক স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
D
হাইপোগ্লোসাল-স্বাদ গ্রহণ
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
Correct Answer:
C
55%
নিচের কোন তারিখটি “বিশ্ব তামাক মুক্ত দিবস" রূপে পালিত হয়?
Correct Answer:
C
৩১ মে
“ব্যাঙের শীতনিদ্রা” কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ?
Correct Answer:
C
ঋণাত্বক থার্মোট্যাক্সিস
Which one is the correct form of sentence?
Correct Answer:
A
Mathematics is a subject of study in any school
নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়?
Correct Answer:
D
সক্রিয় প্রতিরক্ষা
চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়?
Correct Answer:
A
Fibre glass
শত ভাগ রিসাইকেল করা যায় নিচের কোনটি?
Correct Answer:
A
তামা
The antonym of 'Well mannered’ is —
Correct Answer:
D
Sassy
Choose the correct sentence from the below-
Correct Answer:
D
Man proposes but God disposes
কোনটি প্রতিফলক দৃরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য?
Correct Answer:
B
বড় উন্মেষের দর্পণ ব্যবহৃত হয়
নিচের কোন জোড়াটি, আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা?
Correct Answer:
D
রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ
কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়?
Correct Answer:
D
থ্যালামাস
পাইন ওয়েলে নিচের কোন উপাদানটি থাকে?
Correct Answer:
B
α-টারপিনল
নিচের কোন রাসায়নিকটির ব্যবহার সঠিক?
Correct Answer:
D
1,1,2- ট্রাইক্লোরোইথেন-ড্রাইওয়াশ
The antonym of 'Revenge' is-
Correct Answer:
C
Grace
চোখের রেটিনার ভিতর সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কী?
Correct Answer:
C
পীত বিন্দু
তেজস্ক্রিয়তার SI unit কোনটি?
Correct Answer:
B
বেকরেল
পাকা কলায় নিচের কোনটি থাকে?
Correct Answer:
A
পেন্টাইল এসিটেট এস্টার
একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190mg/dl হলে, mmol/L এককে এর মান কত হবে?
Correct Answer:
B
10.56 mmol/L
মানবদেহের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটি?
Correct Answer:
C
পিটুইটারি
ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয়?
Correct Answer:
B
NaOH
অডিটরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে নিচের কোনটি ব্যবহ্রত হয়?
Correct Answer:
B
আলোকতড়িৎ কোষ
হেয়ার ওয়েলের ইমালসিফাইয়ার (Emulsifier) রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
B
অলিক এসিড
Choose the correct preposition for the following sentence. “He lives ------ hones means”.
Correct Answer:
A
by
নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়?
Correct Answer:
D
অ্যালভিওলার নালি
পানির গলন তাপ কত?
Correct Answer:
B
+6 K Jmolˉ¹
নিচের কোনটি সঠিক?
Correct Answer:
C
ফলিক এসিডের অভাবে রক্তশূন্যতা হয়
গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
Correct Answer:
B
গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য
নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
D
এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়?
Correct Answer:
D
ইলেকট্রোলাইটিক ধারক
ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা- চরণের রচয়িতা কে?
Correct Answer:
C
দ্বিজেন্দ্রলাল রায়
হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ?
Correct Answer:
B
Basophil
নিচের কোনটি “ডেটল” এর উপাদান নয়?
Correct Answer:
C
পিকরিক এসিড
হৃৎপিন্ডের কোন কপাটিকায় তিনটি কাস্প (Cusp) থাকে না?
Correct Answer:
B
বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা
রক্তে CO₂ পরিবহনের মাধ্যম নয় কোনটি?
Correct Answer:
C
কার্বন মনোক্সাইড
ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ, বায়ুমন্ডলের কোন স্তরে বাঁধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
Correct Answer:
B
আয়োনোস্ফিয়ার
চৌম্বক সম্পর্কিত নিচের কোন এককটি সঠিক?
Correct Answer:
C
চৌম্বক ক্ষেত্র - টেসলা
কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
Correct Answer:
C
নিম্নচাপ ব্যারোরিসেপ্টর
আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না?
Correct Answer:
C
চুম্বকের আপেক্ষিক বেগ
What is the synonym of ‘Exhausted’?
Correct Answer:
D
Drained
কোনটি মানুষের মুখমন্ডলীয় অস্থি নয়?
Correct Answer:
C
এথময়েড অস্থি
এচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে?
Correct Answer:
C
টেনডন
কোন একটি নমুনা পানির BOD (Biochemical Oxygen Demand) 3 mg/L নমুনা পানিটি সম্পর্কে কোনটি সঠিক?
Correct Answer:
B
মোটামুটি ভালো
“ইচ্ছা থাকলে উপায় হয়” Which one is the correct English translation?
Correct Answer:
A
Where there is a will, there is a way
নিচের কোনটির কার্যকরী মূলক সঠিক?
Correct Answer:
A
কিটোনঃ -CO-
Which of the following sentence is correct?
Correct Answer:
B
I forbade him to go
নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
C
অ্যালডোস্টেরন
‘War and Peace’ এর রচয়িতা –
Correct Answer:
A
Leo Tolstoy
নাড়ানী হিসাবে গ্লাস রডের বিকল্প নিচের কোনটি?
Correct Answer:
B
টেফলন রড
কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন?
Correct Answer:
D
কোপার্নিকাস
নিচের কোন অঙ্গাণুটি কোষে “Translation” প্রক্রিয়ার সাথে জড়িত?
Correct Answer:
D
Ribosome
কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
Correct Answer:
B
1974
ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে সত্য নয় কোনটি?
Correct Answer:
E
কোনটি নয়
মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়?
Correct Answer:
C
Anaphase
স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি?
Correct Answer:
B
শিখার তাপমাত্রা কম
একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 cm ও প্রকৃতমান 10.40 cm হলে, পরিমাপে ক্রটি কত?
Correct Answer:
C
3.84%
“Pragmatic” শব্দের অর্থ কী?
Correct Answer:
B
বাস্তবধর্মী
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০১৬ সালে ওষুধ প্রতিরোধী কোন রোগের “চিকিৎসার নির্দেশিকায়” বাংলাদেশে উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেয়া হয়েছে?
Correct Answer:
B
যক্ষা
গ্লুকোজ সন্বন্ধে সত্য নয় কোনটি?
Correct Answer:
D
ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না
লিভার সিরোসিস করতে পারে নিচের কোনটিতে?
Correct Answer:
B
হ্যালোজেনযুক্ত যৌগ
নিচের কোনটি RNA ভাইরাসের উদাহরণ নয়?
Correct Answer:
D
Variola virus
He was wise enough to accept the other. Here ‘enough’ is –
Correct Answer:
D
Adverb
মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
Correct Answer:
B
১০ এপ্রিল, ১৯৭১
নিচের কোনটি ভেষ্টরের বিনিময় সূত্র?
Correct Answer:
B
P + Q = Q + P
Ca(OH)₂ দ্রবণ চোখে পড়লে নিচের কোন দ্রবণ দিয়ে ধূতে হয়?
Correct Answer:
B
H₃BO₃ দ্রবণ
একটি বন্দুকের গুলি কোন কাঠের তক্তার মধ্যে o.56 m প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়, গুলিটি তক্তার মধ্যে আর কত খানি প্রবেশ করতে পারবে?
Correct Answer:
B
0.187m
What is the adjective form of the word ‘home’?
Correct Answer:
C
Homely
নিচের কোনটি বাদামী শৈবালের (Phaeophyta) সঞ্চিত খাদ্য নয়?
Correct Answer:
B
স্টার্চ
কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে, ঐ গ্যাসের ত্বরণের অবস্থান কী পরিবর্তন হবে?
Correct Answer:
C
ত্বরণ বৃদ্ধি পাবে
“প্রোটোনেমা” নিচের কোন উডিদে পাওয়া যায়?
Correct Answer:
D
মস
নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়?
Correct Answer:
B
ঘর্ষণ বল
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উডিদ কোনটি?
Correct Answer:
B
Wolffia