মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০১-২০০২ | Medical Admission Question 2001-2002
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০১-২০০২
কোনটি সঠিক নয়?
Correct Answer:
D
কোনটি নয়
ডাইক্লোরোমিথেন, কার্বণটেট্রাক্লোরাইড, অলড্রিন এরা যথাক্রমে ভাল-
Correct Answer:
D
হিমকারক, অগ্নিনির্বাপক, কীটনাশক
কোনটি সঠিক?
Correct Answer:
C
সাধারণত ভারকেন্দ্র ও ভারকেন্দ্র একই হয়ে থাকে
কোনটি সত্য নয়?
Correct Answer:
B
মুখের লালার বা স্যালাইভার pH= 7.4 – 7.8
কোনটি সত্য নয়?
Correct Answer:
A
মূলের কর্টেক্স কান্ডের কর্টেক্স এর অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে
অর্থনীতিতে যে সালের নোবেল পুরষ্কার চালু করা হয়-
Correct Answer:
A
১৯৬৯
যে সব বস্তুর স্থিতিস্থাপক গুণ সবদিক সমান নয় তাদের বলে-
Correct Answer:
C
Anisotropic body
কোনটি সত্য নয়?
Correct Answer:
A
এন্টামিবা হিস্টোলাইটকার প্রাক-আবরণীবদ্ধ দশায় নিউক্লিয়াসটি ট্রাফোজয়েটের মতোই থাকে এবং
সাইটোপ্লাজমে লোহিত কণিকা ও অন্য খাদ্য কণা দেখতে পাওয়া যায়।
কোনটি সত্য?
Correct Answer:
C
সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের আণবিক ভর বৃদ্ধির সাথে এদের রাসায়নিক সক্রিয়তা কিছুটা
হ্রাস পায়
টলুইনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ?
Correct Answer:
D
সবকয়টি
কোনটি সত্য নয়?
Correct Answer:
B
একটি উত্তল লেন্সে লক্ষবস্তুর অবস্থান f ও 2f এর মধ্যে থাকলে বিম্বের প্রকৃতি হবে
অবাস্তব ও সোজা
কোনটি সত্য নয়?
Correct Answer:
A
সেলসিয়াস ও র্যাঙ্কিন উভয় স্কেলের মৌলিক ব্যবধানের ভাগ সংখ্যা 180
কোনটি সত্য নয়?
Correct Answer:
D
ATP মূলত ফ্ল্যাভোপ্রোটিন নামক সংযুক্ত উৎসেচকের কো-এনজাইম
Choose the sentence which is correct?
Correct Answer:
D
That so many advances have been made in so short a time is the most valid argument
of retaining the research unit.
কোনটি মিথ্যা?
Correct Answer:
C
পোলার বা আয়নিক বিক্রিয়া মুক্ত র্যাডিক্যাল দ্বারা বাধাগ্রস্থ হয়
যেটি হাইপোথ্যালামাসের কাজ নয়-
Correct Answer:
B
স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে
কোনটি সত্য নয়?
Correct Answer:
B
একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের যে অংশে প্রসারণ সৃষ্টি করে সেই অংশে চাপ ও ঘনত্ব সর্বাধিক
হয়
কোনটি সঠিক নয়?
Correct Answer:
A
সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ্য ছোট
কোন উক্তিটি সত্য?
Correct Answer:
A
রেডিয়ামের গড় আয়ু 2341 Y । এর অবক্ষয় ধ্রুবকের মান দাঁড়াবে 4.27 × 10-4 y-1
কোনটি মিথ্যা?
Correct Answer:
A
যে সকল বিকারক বিক্রিয়াকাল ইলেকট্রন দান করে তাদেরকে ইলেক্ট্রনাকর্ষী বিকারক বলে
যেটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না-
Correct Answer:
A
মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়; মাকুযন্ত্র গঠিত হয়।
Which is correct?
Correct Answer:
D
According to the newspaper, he accepted bribes while he was a high official of the
government.
কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
B
কোন ভারী বস্তু থেকে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ পরিবর্তিত
হয়।
কোনটি উত্তজেনেসিস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Correct Answer:
A
একটি উত্তগোনিয়াম থেকে চারটি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয়।
টাইট্রেশনে নির্দেশক ব্যবহারের ক্ষেত্রে কোন সর্ম্পকটি সঠিক?
Correct Answer:
B
তীব্র এসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনের ব্যবহৃত হয় যে কোন নির্দেশক
কোনটি সঠিক ?
Correct Answer:
B
টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হবে
কেলাসের একক সেল এর প্রত্যেকটিতে থাকে-
Correct Answer:
A
আটটি কোণা বরটি ধার ছয়টি পৃষ্ঠতল
অর্ধ পরিবাহকের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?
Correct Answer:
A
পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা থাকে এবং যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে
যে সব উৎসেচক ATP এর সহায়তায় দুই বা ততোধিক সবাস্ট্রেটকে সংযুক্ত করে নতুন যৌগ উৎপন্ন করে তারা যে উৎসেচক নামে পরিচিত-
Correct Answer:
D
অনুবন্ধী উৎসেচক
Beneath the incomplete sentence, There are four words or phrases. Choose the one word or phrase that best completes the sentence. ‘It might be interesting to note that under many circumstances, the salary of a bus driver is much higher.’
Correct Answer:
D
than that of a teacher
হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান যেখানে-
Correct Answer:
D
কোনটি নয়
কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
D
শিশিরাঙ্ক 0°C এর নিচে নামতে পারে
কোন যৌগটির হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস শক্তি বেশি?
Correct Answer:
D
AgCl
কোন উক্তিটি সত্য?
Correct Answer:
A
লোহা ও তামার থার্মোকাপলের সিবেক ক্রিয়ার ফলে শীতল প্রান্তে তড়িৎ প্রবাহ লোহা থেকে
তামাতে প্রবাহিত হয়।
অ্যালকাইল হ্যালাইডকে -CN দ্বারা প্রতিস্থাপিত করালে-
Correct Answer:
C
অ্যালকাইল সায়াইডে ১টি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়
কোনটি ‘সোলোবায়োজ’-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Correct Answer:
C
এটি দুই অণু গ্লুকোজ তাদের α– 1 , 4 লিংকজ দিয়ে সংযুক্ত হয়ে তৈরি হয়
Choose the one underlined word or phrase that must be changed to correct the sentence: The aims of the European Economic Community (EEC) are to eliminate tariffs between member countries; developing common policies for agriculture, labour welfare, trade and transportation and to abolish trusts and cartels.
Correct Answer:
D
abolish
কোন উক্তিটি সত্য?
Correct Answer:
B
জুলের তাপীয় ক্রিয়া তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না
কোনটি সত্য নয়?
Correct Answer:
B
দেহের প্রায় ৫০% ক্যালসিয়াম দাঁতে জমা থাকে
গ্রুপ VA তে অন্তর্ভুক্ত মৌলগুলি হলো-
Correct Answer:
B
নাইট্রোজেন, ফসফরার, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ
নিষ্ক্রিয় গ্যাসের কোনটি প্রযোজ্য নয়?
Correct Answer:
C
পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাংক হ্রাস পায়
তাপমাত্রার সাথে তাপীয় তড়িচ্চালক শক্তির পরিবর্তনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?
Correct Answer:
B
উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা যদি নিরপেক্ষ তাপমাত্রার চেয়ে বাড়ানো হয়, তাহলে তাপীয়
তড়িচ্চালক শক্তির মান হ্রাস পেতে থাকে এবং সময় শূন্য হয়ে যায়।
দলমন্ডলের এস্টিভেশন ইমব্রিকেট, পিছনের পাপড়ি ছোট এবং ভিতরে। একটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য লিগিউমিনোসি গোত্রের যে উপগোত্র রূপে চিহ্নিত করা যাবে-
Correct Answer:
A
সিস্যালপিনিঅয়ডি
The most appropriate translation of the following sentence. ‘তুমি যা করেছ তার জন্য যদি দুঃখিত হও এবং এমন আর না করার জন্য যদি চেষ্টা কর তবে মানুষ খুব কমই তোমার সাথে রাগ করবে অথবা শাস্তি দেবে।’will be-
Correct Answer:
D
You should be sorry for what you have done, and try not to do so any more, people
will very seldom be angry with you or punish you.
রাসায়নিকভাবে ইউরিয়াকে বলা হয়-
Correct Answer:
C
কার্বনিক এসিডের ডাই অ্যামাইড
কোনটি সত্য নয়?
Correct Answer:
D
ট্রাইকাসপিড় কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করতে বাধা দেয়
এন্টিমনি বিসমাথ তাপযুগলের বিদ্যুৎ তাপযুগলে ভিতর দিয়ে প্রবাহিত হয়-
Correct Answer:
B
এন্টিমনি ও বিসমাথের শীতল সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়
অ্যামিনসমূহ অনেক জৈব যৌগ সংশ্লেষণে কি হিসাবে ব্যবহৃত হয়?
Correct Answer:
B
নিউক্লিয়োফাইল
যেটি সম্পৃক্ত বাষ্পের ধর্ম নয়-
Correct Answer:
D
সম্পৃক্ত বাষ্প খোলা ও আবদ্ধ উভয় স্থানেই তৈরী করা যায়
কোনটি মিথ্যা?
Correct Answer:
E
A and B
পাতার শিরাবিন্যাস সমান্তরাল, পুষ্পপুট দলসদৃশ ও ৩টি করে দুই আবর্তে সজ্জিত, গর্ভাশয় তিন প্রকোষ্ঠবিশিষ্ট এবং অধিঃগর্ভ, অমরাবিন্যাস অক্ষীয়। উপরের বৈশিষ্ট্যসমূহ হতে এটি কোন গোত্রের বলে শনাক্ত করা হবে-
Correct Answer:
B
লিলিয়েসি
The most appropriate translation of the following sentence- ‘কামাল বোরখা ত্যাগ করতে এবং পুরুষের মত স্বাধীনভাবে চলাফেরা করতে ও নিঃশ্বাস নিতে মহিলাদের উদ্বুদ্ধ করলেন’ will be-
Correct Answer:
D
Kamal inspired the women to give up their veils and walk about and breathe freely in
the same way as men.
কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
C
হল ভোল্টেজ প্রতি একক আয়তনে আধান বাহকের সমানুপাতিক
যে শ্রেণীটি নিডোস্পোরা উপপর্বের মধ্যে পড়ে না-
Correct Answer:
D
হ্যাপ্লোস্পেরিয়া
কোনটি সত্য নয়?
Correct Answer:
D
প্রবাহবাহী পরিবাহকের অক্ষের উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় না
অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারকের বিক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। ইহা একটি-
Correct Answer:
B
প্রতিস্থাপন বিক্রিয়া
কোনটি সত্য নয়?
Correct Answer:
D
আধানযুক্ত কোন কণিকার যখন ত্বরণ ঘটে তখন কণিকা থেকে কোন তড়িৎচৌম্বক বিকিরণ নির্গত হয়
না
নীচের কোনটি দ্বিবীজপত্রী কান্ডের সনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
B
মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
Which sentence is correct if we want to relate the cameras and the pictures they produce?
Correct Answer:
D
Their cameras are small but the pictures are of good quality.
কোনটি সত্য?
Correct Answer:
B
নিউক্লিক এসিড সনাক্তকরণে ও পৃথক করার জন্য কাগজ ক্রোম্যাটেগ্রাফী ব্যবহৃত হয়
কোন একটি আর্থ্রােপোডার নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা হলোঃ তিন জোড়া পা, ট্রাকিয়া, এক জোড়া শুঙ্গ এবং এক জোড়া পুঞ্জাক্ষি। এটি সম্ভবত যে শ্রেণীর অন্তর্ভূক্ত হবে-
Correct Answer:
B
ইনসেপ্টা
কোন একটি সরশলাকার কম্পাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
Correct Answer:
B
তাপমাত্রা বেড়ে গেলে এর কম্পাঙ্ক ও বৃদ্ধি পাবে
পর্যায় সারণীতে ১৬ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোন পর্যাায়ে ?
Correct Answer:
A
৩য় পর্যায়ে
বিদ্যুৎ কোষের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
A
বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়
কোনটি ক্রোকয়েট এর সংকেত ?
Correct Answer:
A
PbCrO₄
যেটি অ্যারোমেটিক অ্যামোনো অ্যাসিড নয়-
Correct Answer:
A
গ্লাইসিন
Choose the correct answer: _______ discovery of insulin, it was not possible to treat diabetes.
Correct Answer:
A
prior to the
ঘড়ির কাঁটার গতিকে যে গতির উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়-
Correct Answer:
E
A and B
আরশোলার মাশরূম বা ছত্রাক গ্রন্থির কাজ-
Correct Answer:
D
শুক্রাণুর পুষ্টি দান করে
একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে ৬:৫। ক্লোরিনের ঘনত্ব ৩৬ হলে অজ্ঞাত ঘনত্ব ও আণবিক ভর কত হবে?
Correct Answer:
B
২৫, ৫০
একটি সমান্তরাল পাত ধারককে চার্জ করার পর ব্যাটারীসংযোগ ছিন্ন করা হলো। যদি ধারকের পাতগুলি একটি আন্তরক হাতল দ্বারা দূরে স্থাপন করা হয় তা হলো-
Correct Answer:
D
ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে
একটি ফ্লাস্কে 10 atm চাপে 50 L হাইড্রোজেন ভর্তি করা আছে। 2 L আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ঐ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে, যখন প্রতিটি বেলুন এর ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে। [প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির আছে।]
Correct Answer:
D
১২৫ টি বেলুন
যদি 15 ক্যালরী তাপ সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত জুল যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে?
Correct Answer:
A
62.70 J
কোনটি সত্য নয়?
Correct Answer:
B
দেহ কোষ মায়োটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে জীবদেহের বৃদ্ধি সাধন করে
নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধতে পরাজিত হয়েছিলেন। ওয়াটার লু কোন দেশে অবস্থিত?
Correct Answer:
B
বেলজিয়াম
গ্রাফাইটের সঠিক বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
E
A and B
যে দুটো শিরা মিলিত হয়ে ‘ইন্নমিনেট শিরা’ গঠিত হয় তার মধ্যে একটি হলো-
Correct Answer:
B
সাবক্লেভিয়ান শিরা