মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০০-২০০১ | Medical Admission Question 2000-2001
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০০-২০০১
কোন উক্তিটি একটি বাস্তব তাপ বিকিরণের ক্ষেত্রে সত্য?
Correct Answer:
B
উত্তপ্ত কঠিন পদার্থ থেকে নিঃসৃত তাপ বিরিণের বর্ণালী নিরবিচ্ছিন্ন নয় এবং বিস্তৃত রূপ
তাপমাত্রার উপর নির্ভরশীল
যেটি সত্য-
Correct Answer:
A
অন্ত্রের ভিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাকটিয়াল বলে
পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ VIIA তে হ্যালোজেনের সঙ্গে স্থান দেওয়ার পক্ষে যে যুক্তিটি দাঁড় করানো যেতে পারে-
Correct Answer:
D
ধাতব হ্যালাইডে এটি ঋণাত্মক হাইড্রোজেন আয়ন(H+) উৎপন্ন করে
নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে-
Correct Answer:
A
অসম্পৃক্ত বাষ্প
একটি কচি দ্বি-বীজপত্রী উদ্ভিদের উদ্ভিদের কান্ডের প্রস্থচ্ছেদের বিভিন্ন টিস্যুসমূহ কেন্দ্র থেকে পরিধির দিকে যেভাবে সাজানো থাকে-
Correct Answer:
D
মজ্জা →অন্তঃফ্লোয়েম →অন্তঃক্যাম্বিয়াম →জাইলেম →পেরিসাইকেল
একটি যৌগের শতকরা সংযুক্তি হচ্ছে N = 36.8%, O = 63.1% যৌগটির স্থুল সংকেত কি? [পারমাণবিক ভরঃ N = 12, O = 16 ]
Correct Answer:
B
NO
কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
D
সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে
যেটি সত্য নয়-
Correct Answer:
D
জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র মূত্রকে হাইপোটনিক তরলে পরিণত করে
The most suitable pair of words that can be substituted in the blanks: Through out Bangladesh, thousands of tube wells have tested ____________ for Arsenic and have been declared _________ for human consumption.
Correct Answer:
C
positive ; unsafe
প্রাইমারী, সেকেন্ডারী, টারসিয়ারী অ্যালকোহল যে অনুসারে শ্রেণীবিভক্ত হয়েছে সেটি হলো-
Correct Answer:
D
হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে
কোন বস্তুর উপর প্রযুক্ত নীট বল শূন্য হলে বস্তুটি সরল পথে-
Correct Answer:
D
সমবেগে চলতে থাকে
DNA অণুর দ্রবণকে 100 ডিগ্রী সে. কাছাকাছি তাপ দিলে সূত্র দুটির মাঝের হাইড্রোজেন বন্ধন ভেঙ্গে যায়। DNA -র এই ধর্মকে বলে-
Correct Answer:
C
ডিন্যাচারেশন
কোনটি সত্যি নয়?
Correct Answer:
A
লিবারম্যান পরীক্ষায় (ফেনলের সনাক্তকরণের জন্য) ফেনলের সাথে কিছু কঠিন NaNO₂ ও কয়েক
ফোঁটা গাঢ় NaSO4 মিশিয়ে উত্তপ্ত করলে ও পরে পানি মিশালে নীল বর্ণের তৈরী হয়
যেটি সত্য নয়-
Correct Answer:
C
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওয়ার শর্ত হলো সংকট কোণ আপতন কোণের চেয়ে বড়
হবে
সিলেনট্যোটা জাতীয় প্রাণীদের দেহে নানা ধরনের নিমাটোসিস্ট সনাক্ত করা হয়েছে। হাইড্রাতে যেটি পাওয়া না সেটি হচ্ছে-
Correct Answer:
D
সেন্টিওগ্যাস্ট্রুলা
যেটি সত্য নয়-
Correct Answer:
D
যে বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি (EA) উৎপন্ন দ্রব্যের শক্তি(EB) এর চেয়ে বেশি হয় তাকে
তাপহারী বিক্রিয়া বলে।
জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে?
Correct Answer:
A
রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি
একটি পাতলা প্রস্থচ্ছেদ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করে নীচের বৈশিষ্ট্যগুলি দেখা যায়- ১. কোন হাইপোডার্মিস নাই, ২. পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত, ৩. ভাঙ্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত, ৪. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত, ৫. জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছ সাধারণত ২-৪টি।
Correct Answer:
B
দ্বি-বীজপত্রী উদ্ভিদের মূল
For the following sentence. Choose the answer that is closest in meaning to the original – ‘Medical quackery, which promises cures for all existing and even non-exiting diseases, has a powerful appeal even to the well-educated.’
Correct Answer:
C
Well educated people in medical promises to find powerful cures for diseases.
সাধারণ তাপমাত্রার সক্রিয় ধাতু- যেমন Na, K, Ca ইত্যাদি কার্বক্সিলিক এসিডের আয়নীয় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতু লবণের সাধে যেটি উৎপন্ন করে সেটি হলো-
Correct Answer:
B
হাইড্রোজেন
সমওজনের ঘনক্ষেত্র বিশিষ্ট দুটি কঠিন পদার্থের ব্লক নেওয়া হল। একটি লোহার তৈরী (ঘনত্ব 8 gm/cm3)এবং অপরটি অ্যালুমিনিয়ামে তৈরী (ঘনত্ব 2.7 gm/cm3 ) তাদেরকে সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত করে ওজন নেওয়া হলো তখন পানির মধ্যে-
Correct Answer:
D
ওজন লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের বস্তুর চেয়ে বেশি হবে
যেটি সত্য নয়-
Correct Answer:
A
এক জোড়া জীনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জীনকে হাইপোস্ট্যাটিক
500g পানিতে 2mol Na2CO3 কে দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হল। এর ফলে ঐ দ্রবণে 100g পানিতে Na2CO3 এর পরিমাণ হল0.4 mol। এই 0.4 ঐ দ্রবণে Na2CO3 এর যেটি প্রকাশ পায় সেটি হলো-
Correct Answer:
D
মোলালিটি
বিভব পার্থকের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
A
বিভব পার্থক্য বর্তনীর রোধের উপর নির্ভর করে না।
ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ-
Correct Answer:
D
পাশ্বীয় ভাজক টিস্যু
অ্যামাইডকে Br ও KOH এর জলীয় দ্রবণসহ উত্তপ্ত করলে 1° অ্যামিন উৎপন্ন হয়। এ বিক্রিয়া কার্বন শিকল থেকে এক একক কার্বন কমাতে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াকে বলে-
Correct Answer:
A
হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া
যেটি ভোল্টমিটারের বৈশিষ্ট্য-
Correct Answer:
D
এটি উচ্চ রোধ বিশিষ্ট একটি চল কু-লী গ্যালভানোমিটার
আরশোলার যে বৈশিষ্ট্য সঠিক নয়-
Correct Answer:
D
আরশোলা স্থিমিত আলোয় এপোজিশন এবং উজ্জ্বল আলোয় সুপার পজিশন প্রতিবিম্ব গঠন করে দর্শন
সম্পন্ন করে
এখনও আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বাতাস যে জোরে বইছে এবং মেঘ যে দ্রুত কেটে যাচ্ছে তাতে কিছুক্ষণের মদ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে।’ এই বাক্যটির সাথে সামঞ্জস্য রেখে যে অনুবাদটি নিকটতম সেটি কোনটি?
Correct Answer:
C
Although it is now cloudy, the sky will become clear quickly as the winds are strong
and the clouds are moving away.
অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিনের প্রধান উৎসের মদ্যে যেটি পড়াবে না।
Correct Answer:
C
প্রাকৃতিক গ্যাস
দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটে যখন-
Correct Answer:
D
উপরের সবগুলো
গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যে উৎসেচকটির ভুল প্রয়োগ হয়েছে।-
Correct Answer:
C
১, ৩ ডাইফসফোগ্নিসারিক এসিড থেকে একটি ফসফেট ADP তে স্থানান্তরিত হয়ে ATP এবং তা
ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন করে; ফসফোগ্লিসারোমিউটেজ
যেটিকে সনাক্তকরণের জন্য নিনহাইড্রিন ব্যবহার করা যেতে পারে-
Correct Answer:
B
ডাই পেপটাইড
একটি মোটর গাড়ির হেড লাইটের ফিলামেন্ট তড়িৎ প্রবাহ বহন করে। এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য , ফিলামেন্টের রোধ হবে-
Correct Answer:
D
১.২ ওহম
যেটি হাইড্রোজোয়ার সনাক্তকারী বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
B
এই শ্রেণীর সকল প্রাণীই সামুদ্রিক
যে পলিমার গঠনের মাধ্যমে ফরমিকা উৎপন্ন হয়-
Correct Answer:
B
ইউরিয়া মিথান্যাল পলিমার
গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হলো অনুগুলির মধ্যে সংঘর্ষগুলি-
Correct Answer:
D
সম্পূর্ণ স্থিতিস্থাপক
উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য নানান তত্ত্ব দেওয়া হয়ে থাকে। নিষ্ক্রিয় পরিশোষণের তত্ত্ব যেটি নয়-
Correct Answer:
B
আয়ন বাহক তত্ত্ব
ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়াড় থাকে?
Correct Answer:
B
১৪
যেটি সত্য নয়-
Correct Answer:
E
সবগুলো
রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
B
সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
অণুবীক্ষণ যন্ত্রের নীচে একটি মেরুদন্ডী প্রাণীর কোন একটি অংশের প্রস্থচ্ছেদ এ নিম্নক্তগুলি দেখা গেলঃ সেরাস পর্দা, বৃত্তাকার পেশীন্তর, সাব মিউকোসা, মিউকোসা, ভিলাই, মাসকিউলারিস মিউকোসা, গবলেট কোষ। প্রস্থচ্ছেদটি সম্ভবত কিসের?
Correct Answer:
C
ক্ষুদ্রান্ত
রংধনু সৃষ্টি হয় কোন কারণে?
Correct Answer:
A
বৃষ্টি কণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফলে।
একটি পুষ্প সংকেত দেওয়া হল [⊕বৃ২+২ দ২+২ পুং৪+২ গ(২)] এটি কোন গোত্রের ?
Correct Answer:
A
ক্রুসিফেরি
কোন বাক্যটি সত্য নয়?
Correct Answer:
A
শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দোচ্চতা দ্বিগুণ হয়
মেডুলা অবলাঙ্গাটা মস্তিস্কে যার অংশ-
Correct Answer:
A
রোম্বেনসেফালন
He maintains a clandestine link with the godfather this means that he maintains-
Correct Answer:
D
a secret link
পিডজান পদ্ধতিতে যে জিনিসটির শিল্পোৎপাদন করা হয় সেটি হলো-
Correct Answer:
B
ম্যাগনেসিয়াম
১.২৫ ভোল্ট এবং ০.৭৫ ভোল্ট এর দুটি বিদ্যুৎ কোষকে সমান্তরাল সংযোগ করা হলে উহার কার্যকর ভোল্টেজ হবে-
Correct Answer:
B
০.৫০ ভোল্ট
কোন একটি উদ্ভিদের নীচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা হলো: ১. বৃত্যাংশ যুক্ত ও স্থায়ী, ২. দলমন্ডল চক্রাকৃতি, ৩. গর্ভপত্র ২টি, যুক্ত ও এবং অধিগর্ভ, ৪. অমরাবিন্যাস অক্ষীয়, ৫. ফল ক্যাপসিউল। উদ্ভিদটি সম্ভবত যে গোত্রের সেটি হলো-
Correct Answer:
B
সোলানেসি
কোনটি সিগমা (σ) বন্ধনের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
C
সিগমা (σ) বন্ধন গঠনের অরবিটালদ্বয় একই সরল রেখায় থাকে
১ মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স এবং ০.২৫ মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স ০.৭৫ মিটার দূরত্বে রাখা হলো। এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রথমে উত্তল লেন্স এবং অবতল লেন্সের ভিতর দিয়ে গমন করলে-
Correct Answer:
E
A and B
আরশোলার অন্তর্বাহী অস্টিয়ার কাজ কোনটি?
Correct Answer:
B
এরা রক্তকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করতে দেয় কিন্তু উল্টোপথে আসতে
দেয় না।
শুষ্ক ইথারে অ্যারাইল ও মিথাইল আয়োডাইড দ্রবণকে সোডিয়াম ধাতুসহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। বেনজিন তৈরির এ পদ্ধতিকে বলে-
Correct Answer:
D
উর্টজ-ফিটিগ বিক্রিয়া
গ্যাসীয় পদার্থকে তাপ প্রয়োগ করলে-
Correct Answer:
D
শুধু প্রকৃত প্রসারণ ঘটে
E.coli ব্যাকটেরিয়ার বেলায় যেটি সঠিক-
Correct Answer:
C
E.coli ব্যাকটেরিয়ার বহির্ভাগে অসংখ্য সূত্রাকার উপাঙ্গ দেখা যায় যেগুলি পিলিন নামক
প্রোটিন দিয়ে তৈরি
NASDAQ, FTSE, NIKKEI, HANGSANG এগুলি কি বুঝায়?
Correct Answer:
D
বিশ্বের কতগুলি শেয়ার বাজারের নাম
যে রাসায়নিক বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাইডের বেলায় প্রযোজ্য নয়-
Correct Answer:
B
সোডিয়াম/অ্যালকোহলের সাথে কোন বিক্রিয়া হয় না
তাপমাত্রা বৃদ্ধির সাথে বস্তুর রং পরিবর্তন হয় কেন?
Correct Answer:
A
বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যরে পরিবর্তনের জন্য
পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
অ্যানিলিডাঃ শিখা কোষ বা ফ্রেম সেল এর মাধ্যমে রেচন কাজ পরিচালনা করে
আণবিক সংকেত এর ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয়-
Correct Answer:
E
A and B
যেটি তড়িচ্চালক শক্তির বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
A
এর একক আধানকে কোন পরিবাহকের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ
সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুদ্বয়ের তড়িচ্চালকশক্তি বলে
নীচে কতকগুলি সমদ্বিপৃষ্ঠ পাতার অন্তর্গঠনের বৈশিষ্ট্য দেওয়া হলো। যেটি সঠিক নয়-
Correct Answer:
A
মেসোফিল টিস্যু প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমায় বিভক্ত
সার্পেক প্রণালীর উপায়ে যেটি বিশোধিত করা সম্ভব-
Correct Answer:
C
বক্সাইট
কোন নির্দিষ্ট পরিবাহকের ভিতর দিয়ে একই পরিমাণ প্রবাহ বিভিন্ন সময় ধরে চলালে, প্রবাহকাল দ্বিগুণ হলে উদ্ভুত তাপ দ্বিগুণ হবে, প্রবাহকাল অর্ধেক হলে উদ্ভূত তাপ অর্ধেক হবে। এই ব্যাখ্যাটি কোন সূত্রকে সমর্থন করে?
Correct Answer:
A
তাপ উৎপাদন সম্পর্কিত জুলের একটি সূত্র
কর্ণাস্থি স্টেপিস অন্তঃকর্ণ ও মধ্যকর্ণের মধ্যবর্তী প্রাচীর যে পর্দার যে পর্দার সঙ্গে যুক্ত থাকে যেটি হলো
Correct Answer:
D
ফ্যানেস্ট্রা ওভালিস
Which one of the following is an imperative sentence?
Correct Answer:
B
Never tell a lie.
নীচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?
Correct Answer:
A
পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়
নিম্নের কোন উক্তিটি সত্য নয়?
Correct Answer:
A
বায়ুচাপ 1cm পারদসস্তন্ত চাপের কম বা বেশি হলে পানির স্ফুটনাংক 1°C কম বা বেশি
হয়
নিম্নবর্ণিত চাবিকাঠিতে বর্ণিত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোন একবীজপত্রী কান্ড বলে মনে হয়?
Correct Answer:
A
ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়, ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে
বিক্ষিপ্তভাবে ছড়ানো, মজ্জা সুবিন্যস্ত নয়
জারণ-বিজারণ অনুমাপনে পটাসিয়াম ডাইক্রোমেট এর সুবিধাসমূহের মধ্যে যেটি নয়-
Correct Answer:
D
এটি একটি ভাল প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ
চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের উপর বলের মান কোনটি নয়?
Correct Answer:
A
চৌম্বক ক্ষেত্রের মানের ব্যাস্তানুপাতিক
যেটি সত্য নয়-
Correct Answer:
C
মানুষের একাদশ ও দ্বাদশ জোড়া পর্শুকাগুলি পিছন দিকে মেরুদন্ডের সাথে যুক্ত থাকলেও
সামনের দিকে অর্থাৎ স্টারনামের সাথে যুক্ত থাকে না।
যে উৎসেচক কোন সাবস্ট্রেট থেকে CO2 অণুকে বিচ্ছিন্ন করে অথবা অন্য কোন পদার্থের সাথে CO2 অণুকে যুক্ত করে, তাকে যে উৎসেচক বলা হয় তা হলো-
Correct Answer:
D
কার্বক্সিলেজ উৎসেচক
গাড়ীর ‘নকিং’ -এ যেটি প্রযোজ্য নয়-
Correct Answer:
C
গাড়ির নকিং কমাবার সবচেয়ে উপযোগী জ্বালানী হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন নরমাল
হেপ্টেন
রোধের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
A
নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতে পরিবর্তিত হয়
Name the phrases of the underlined words in the following sentence- The only criterion by which you can get admitted in to the medical college is by dint of hard work and perseverance.
Correct Answer:
D
prepositional phrase
যেটি দ্রবণের ইনটেগ্রেল তাপের সংজ্ঞা-
Correct Answer:
B
এক মোল পরিমাণ কোন দ্রবকে নির্দিষ্ট মোল পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের
পরিবর্তন ঘটে, তাকে-
কোনটি তেজষ্ক্রিয়তার বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
B
তেজষ্ক্রিয়তার মাধ্যমে নিঃসৃত বিটা রশ্মি ধনাত্মক
যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
D
কোন শক্তি উৎপন্ন হয় না
যেটি সত্য নয়-
Correct Answer:
C
ফ্লোরিন পরমাণুর বহিঃস্থ শক্তিস্থরে কোন ফাঁকা d অরবিটাল না থাকায় এর জারণমান পরিবর্তিত
হওয়া সম্ভব
গ্যালাক্সীগুলির দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের-
Correct Answer:
D
বর্গের সমানুপাতিক
কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
B
ডিম্বকের অভ্যন্তরে অবস্থিত একটি ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায়
বিভাজিত হয়ে দুইটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু সৃষ্টি করে
যেটি সত্য নয়?
Correct Answer:
B
গ্যাসের দ্রুত সম্প্রসারণ ঘটলে ব্যবহার করে। এর ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলীভূত হয়ে যায়।
এই প্রভাবকে বলে তরলীকরণের মোলার তাপ
কোন একটি বস্তু তেজষ্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে ১৬৮ সেকেন্ডে নিঃশেষ হয়। কত সেকেন্ডে এটি এক অষ্টমাংশে পরিণত হয়?
Correct Answer:
D
২১ সে.
যেটি সত্য নয়-
Correct Answer:
B
সাইজোগনি হলো বহু বিভাজন পদ্ধতিতে এক ধরণের যৌন প্রজনন
Choose the answer that is closest in meaning to the following sentence: ‘Despite the difference in size, shape and function, all human cells have the same 46 chromosomes’
Correct Answer:
D
The 46 chromosomes in all human cells are similar inspire of the face that they
differ in size, shape and function.
যেটি সত্য নয়-
Correct Answer:
B
নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যান্ডারওয়ালের আকর্ষণ
শক্তি হ্রাস পায় যার ফলে স্ফুটনাংক/গলনাংক বৃদ্ধি পেতে থাকে।
বাস্তব বিম্বের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
B
সবরকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়
কোনটি মাইক্রোটিউলিবস এর কাজ ?
Correct Answer:
E
A and B
যেটি সত্য নয়-
Correct Answer:
A
দুইটি তরল-তরল অ্যাজিওট্রপিক বারবার পাতিত করে তার দুটি উপাদনই পৃথক করা সম্ভব
রৈখিক বিবর্ধন স এর বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
D
কোনটি নয়
যেটি সত্য নয়-
Correct Answer:
B
রেটিনায় কোণ (cone) কোষগুলিতে ভিটামিন A এবং রডোপসিন নামক লালচে বেগুনী বর্ণের আমিষ
জাতীয় রঞ্জক পদার্থ বিদ্যমান
একটি বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবলমাত্র বিক্রিয়ার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। বিক্রিয়ার পদ্ধতি বা পথের উপর নির্ভর করে না। এটি যে সূত্রের বর্ণনা-
Correct Answer:
C
হেসের তাপ সমষ্টিকরণ
সরল ছন্দিত স্পন্দনে বেগের সমীকরণ-
Correct Answer:
D
ω A cos (ωt + δ)
Salmonella typhosa- ফ্ল্যাজেলা কোষের চারদিকেই থাকে। ফ্লাজেলার উপর ভিত্তিকরে এটিকে যে ধরণের ব্যাকটেরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে তাকে বলে-
Correct Answer:
C
পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া
The antonym of the word ‘Urbane’
Correct Answer:
D
Uncouth
NaCl কে H₂SO₄ এর সাথে উত্তপ্ত করলে নিম্নের সমীকরণ অনুসারে HCl উৎপন্ন হয়। 2NaCl + H₂SO₄ = 2HCl + NaSO₄ 50 গ্রাম NaCl হতে কত গ্রাম HCl পাওয়া যাবে?
Correct Answer:
A
31.20