মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ১৯৯২-১৯৯৩ | Medical Admission Question 1992-1993
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ১৯৯২-১৯৯৩
বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়?
Correct Answer:
D
পেপেঁ
এক পদার্থ হতে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে-
Correct Answer:
B
পদার্থসমূহের তাপমাত্রার পার্থকের উপর
নিচের রিয়েকশন গুলো থেকে সঠিকটি নির্ধারণ কর
Correct Answer:
B
Fe₂O₃+6HCI=2FeCI₃+3H₂O
প্লাস্টার অব প্যারিসের সংকেত?
Correct Answer:
D
(CaSO₄)₂.H₂O
সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
Correct Answer:
A
আর্গন
সালোকসংশ্লেষণ বিক্রিয়াটি-
Correct Answer:
C
6CO₂+12H₂O→C₆H₁₂O₆+6H₂O+6O₂
নিচের কোনটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক?
Correct Answer:
B
পানি
আলো ও বায়ুর সংস্পর্শে ক্লোরোফরম ভেঙ্গে কি তৈরি হয়?
Correct Answer:
C
ফসজিন গ্যাস ও হাইড্রোক্লোরিক এসিড
Which of the sentences are correct?
Correct Answer:
E
None of above
উদ্ভিদ কোন কোষে থাকে না ?
Correct Answer:
C
সেন্ট্রোসোম
বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব হবে-
Correct Answer:
A
বক্রতার কেন্দ্রে
কোনটি ফ্রুক্টোজ এর আণবিক সংকেত
Correct Answer:
C
C₆H₁₀O₆
শব্দানুভূতির স্থায়িত্বকাল বা শ্রুতিরেশ কত?
Correct Answer:
A
1/10 sec
কোনটি সঠিক?
Correct Answer:
A
CCI₃OO‐CH₃+H₂O→Chloroform
কোনটি রোধ করার জন্য শীতে পাতা ঝরে?
Correct Answer:
C
প্রস্বেদন
দ্রবণে সম পরিমাণ ধন ও ঋণ চার্জ বিশ্লিষ্ট হয় না কোনটিতে?
Correct Answer:
D
কোনোটিই নয়
পর্যায় সারণীয় গ্রুপ IA এর মৌলগুলিকে বলা হয়-
Correct Answer:
C
ক্ষারীয় ধাতু
Which of the sentences are correct?
Correct Answer:
B
Hi killed two birds with one stone
কোনটি দ্বিবীজপত্রী মূলের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
C
পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
কোন বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে ৫×১০৭ জুল কাজ করা যায়।বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
Correct Answer:
A
৫০ মেগাওয়াট
ঘরের রান্নার গ্যাসে থাকে-
Correct Answer:
D
কোনোটিই নয়
কোনটি অশস্যল বীজ?
Correct Answer:
D
ছোলা
উর্টজ বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
A
Na
১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় পরিবহিতে ১০ স্থির বিদ্যুৎ একক চার্জ দেওয়া হলে নিম্নের কোন রাশির শক্তির সমান হবে?
Correct Answer:
C
৫ আর্গ
একটি লোহাকে সহসা চুম্বকিত করলে এর তাপমাত্রা-
Correct Answer:
A
বাড়ে
নিম্নের কোন বিক্রিয়ার মাধ্যমে পরীক্ষাগারে নাইট্রিক এসিড প্রস্তুত করা হয়?
Correct Answer:
D
KNO₃+H₂SO₄=KHSO₄+HNO₃
Which sentences are correct?
Correct Answer:
A
He prevented from going
নিচের কোনটি অ্যাস্ফিসারকা জাতীয় ফল?
Correct Answer:
C
বেল
বল পয়েন্ট পেন কোন নীতিতে কাজ করে
Correct Answer:
C
মধ্যাকর্ষণ বল
টলুইনকে জারন করিলে যাহা উৎপন্ন হয়-
Correct Answer:
B
বেনজয়িক এসিড
পাকস্থলীতে পাতলা HCI তৈরি করে কোন কোষ?
Correct Answer:
A
প্যারাইটাল কোষ
মানুষের চোখে লেন্স হতে রেটিনার দূরত্ব ২.৫ সেন্টিমিটার হইলে দূরের বস্তু দেখিতে লেন্সের ক্ষমতা ডায়াপটারে কত হইবে?
Correct Answer:
C
৪০
কোনটি মিথ্যা?
Correct Answer:
C
৪% NaOH দ্রবণের মাত্রা ৪.০ N
কোনটি আদিকোষ?
Correct Answer:
C
ব্যাকটেরিয়া
ক্যান্সার ও টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়-
Correct Answer:
B
রেডিও আইসোটোপ
কোনটি ধাতুর ধর্ম নয়
Correct Answer:
B
জারক রূপে ক্রিয়া করা
Which sentences are correct?
Correct Answer:
C
He asked me if I knew his son
কোনটি প্লাটিহেলমিনথেস শ্রেণিভুক্ত?
Correct Answer:
A
ফ্যাসিওলা
এক কিলোগ্রাম পদার্থ রূপান্তরে শক্তির পরিমাণ?
Correct Answer:
B
৯×১০১৬ জুল
এসপিরিন কিভাবে তৈরি করা যায়?
Correct Answer:
C
স্যালিসাইলিক এসিডকে এসিটাইলেশন করিয়া
হেরোইন, মরফিন ও পপি নামক মাদক দ্রব্য কোন উদ্ভিদ থেকে উৎপন্ন হয়?
Correct Answer:
A
আফিম গাছ
চার্জের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয়ের কাজে ব্যবহৃত যন্ত্রের নাম-
Correct Answer:
D
কোনোটিই নয়
কোনটি গ্যামাস্কিন?
Correct Answer:
A
C₆H₆CI₆
সূর্যমূখী ফুলের ’রে’- পুষ্পিকাগুলো হলো-
Correct Answer:
B
একলিঙ্গ (স্ত্রী) পুষ্প
বায়ুর কোন বস্তুর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে?
Correct Answer:
A
আইনোস্ফিয়ার
গ্লিসারল কিভাবে তৈরি হয়?
Correct Answer:
C
প্রপিলিন থেকে সংশ্লেষণ করে
Which of the following sentences are correct?
Correct Answer:
B
The driver has been accused of theft
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধেনা কেন?
Correct Answer:
A
রক্তে হেপারিন বিদ্যমান থাকায়
দুইটি চুম্বন মেরুর মধ্যবর্তী দুরত্ব দ্বিগুণ করা হলে উহাদের ক্রিয়াবল হ্রাস পাবে-
Correct Answer:
A
চার গুণ
পানির স্থায়ী ক্ষারত্বের কারণ-
Correct Answer:
B
ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে
কোনটি মিথ্যা?
Correct Answer:
C
অন্ধবিন্দু অত্যন্ত অনুভূতিশীল
নিচের কোন বস্তুটি শব্দের প্রতিধ্বনি সৃষ্টির জন্য উৎকৃষ্ট?
Correct Answer:
A
ইটের দেয়াল
নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ?
Correct Answer:
B
পিরিডিন
প্রোটিনের পরিপাক হয়-
Correct Answer:
A
পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়
ইলেকট্রোফোরাস যন্ত্রের সংগ্রাহকের ক্ষেত্রের কোনটি সঠিক নয়?
Correct Answer:
C
সংগ্রাহক নিকটস্থ পাতটি বিদ্যুৎ পরিবাহী
১লিটার দ্রবণে ১ মোল দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে বলা হয়-
Correct Answer:
B
মোলার
Which statements are correct?
Correct Answer:
B
Television is a wonderful invention of modern science
কোনটি হৃৎস্পন্দন বাড়ায় না?
Correct Answer:
C
এলডোস্টেরন
একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য?
Correct Answer:
C
তিনটিই বিভিন্ন মানের
ক্লোরিন ব্যবহৃত হয়-
Correct Answer:
C
বিষাক্ত গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়
পুরুষের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
B
কোনো X ক্রোমোসোম নেই
বায়ুর চাপ বৃদ্ধি পেলে শব্দের বেগের-
Correct Answer:
B
পরিবর্তন হয় না
১ কেজি দ্রবণে ১ গ্রাম মোল দ্রবীভূত থাকলে তাকে বলে-
Correct Answer:
B
মোলাল দ্রবণ
নিচের কোনটি সত্য?
Correct Answer:
C
গিনিপিগের দ্বিতীয় কশেরুকা হইতে ওডন্টয়েড প্রসেস
সাধারণ শব্দের স্পষ্ট প্রতিধ্বনী শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলিত ন্যূনতম দূরত্ব হবে-
Correct Answer:
B
৫৬ ফুট
কোন সংকর ধাতুগুলি জার্মান সিলভার?
Correct Answer:
D
Cu, Zn and Ni
Which of the sentences are correct?
Correct Answer:
B
He resembles his father
সিগময়েড নচ কোথায় থাকে?
Correct Answer:
C
ব্যাঙের রেডিও আলনায়
যে পরিমান বল ১ কি. গ্রা. ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করিয়া 1 মিটার/ সেকেন্ড2 ত্বরণ সৃষ্টি করতে পারে তাহাকে বলে-
Correct Answer:
B
নিউটন
কোনটি মিথ্যা?
Correct Answer:
C
Fe++ এবং Fe++ এ সমান সংখ্যক ইলেকট্রন আছে
কোনটি নেমাটোডের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
D
দেহ খণ্ডায়িত
ঘাত বলের গাণিতিক পরিমাপ-
Correct Answer:
D
কোনোটিই নয়
নিচের কোনটি আদর্শ দ্রবণ নহে?
Correct Answer:
D
মদে দ্রবীভুত স্যাচুরেটেড ফ্যাটি এসিড
প্লাজমামেমব্রেন হলো-
Correct Answer:
A
নির্বাচন মূলকভাবে ভেদ্য
আদর্শ উঞ্চতা ও চাপে এক লিটার অক্সিজেনের ওজন-
Correct Answer:
A
১.৪২৪ গ্রাম
Which are correct sentences?
Correct Answer:
B
There is no room in the bench
প্রস্থপ্রাচীর বিহীন ও বহু কেন্দ্রিকাবিশিষ্ট উদ্ভিদ দেহকে বলা হয়-
Correct Answer:
B
লিউকোসাইট
একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাষ্কের মান-
Correct Answer:
A
গুণ্য
শক্তিশালী এসিড কোনটি?
Correct Answer:
B
HCI
গ্লাইকোলাইসিসের সময়-
Correct Answer:
D
উভয় ক্ষেত্রেই অক্সিজেন প্রয়োজনীয় নয়
একটি চলন্ত বস্তুর বেগ দ্বিগুণ হলে তাহার গতিশক্তি প্রাথমিক গতিশক্তির-
Correct Answer:
A
৪ গুণ
নিচের কোনগুলি পানিতে দ্রবীভূত নয়-
Correct Answer:
D
CaCO₃
দীর্ঘ অস্থির প্রাস্তে যে তরুণাস্থি থাকে তা হলো-
Correct Answer:
D
ক্যালসিফাইড
সরল দোলকের ফাপা দোলক পিন্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হলে উহার দোলনকালে কি পরিবর্তণ হয়?
Correct Answer:
B
বাড়বে
দশ গ্রাম এ্যকুয়ারিজিয়া তৈরীতে HNO3 এর পরিমাণ প্রয়োজন?
Correct Answer:
C
৩.৬৫ গ্রাম
Which are correct sentences?
Correct Answer:
D
He was elected chairman
প্লাজমোডিয়াম জীবন চক্রের বিষাক্ত অবস্থা কোনটি?
Correct Answer:
D
মেরোজয়েট
উষ্ণতা কমার সাথে সাথে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা-
Correct Answer:
B
হ্রাস পায়
স্থির তাপমাত্রায় ১০০ সে. মি. চাপে কোন গ্যাসের আয়তন ৫ লিটার হলে, ৫০ সে. মি. চাপে ঐ গ্যাসের আয়তন হবে?
Correct Answer:
B
১০ লিটার
প্লাস্টিড নাই এমন উদ্ভিদ কোনটি?
Correct Answer:
A
ছত্রাক
থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ-
Correct Answer:
C
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইহার আয়তন বৃদ্ধি পায়
বিষম দৃষ্টিতে কোনটি ব্যবহার করে?
Correct Answer:
D
চোংগাকৃতি লেন্স
নিচের কোনটি ইপসম সল্টের জন্য প্রযোজ্য?
Correct Answer:
C
MgSO₄.7H₂O
Which are correct sentences?
Correct Answer:
A
Five members constitute the committee
আরশোলার প্রতিটি চোখে সর্বোচ্চ অসিলি থাকে-
Correct Answer:
D
নিজে চেষ্টা করুন
ক্যাভাম পালমো কিউটেনিয়াম একটি অসম্পূর্ণ গহ্বর যা -
Correct Answer:
B
ব্যাঙের কোনাস আর্টেরিওসাসে অবস্থিত
ব্যাঙ তার জিহ্বার সাহায্যে খাদ্য বস্তু ধরে ফেলে, সেই জিহ্বা-
Correct Answer:
B
আঠালো দ্বিমাথা বিশিষ্ট
সীসা সঞ্চায়ক কোষে রাসায়নিক শক্তি সঞ্চয়ের পরিমাণ নির্ভর করে -
Correct Answer:
C
পাতদ্বয়ের ক্ষেত্রফলের উপর
আদর্শ উঞ্চতা ও চাপে এক লিটার অক্সিজেনের ওজন -
Correct Answer:
A
১.৪২৪ গ্রাম
ব্যাঙের ইউরিনিফেরাস টিউবউলের সংখ্যা -
Correct Answer:
B
দুই হাজার