মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ১৯৯০-১৯৯১ | Medical Admission Question 1990-1991 (দ্বীতীয়বার)
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ১৯৯০-১৯৯১ (দ্বীতীয়বার)
৫০০ নিউটন বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ ৫০ মিটার হইলে কৃত কাজের পরিমাণ কত ?
Correct Answer:
E
A and B
পুরু নীল কাচে সাদাবস্তু এবং হলুদ বস্তু যথাক্রমে-
Correct Answer:
A
নীল ও কাল দেখায়
একটি তড়িৎকোষে বিদ্যুৎ চালক বল ১.৪ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ ০.২ ওহম। ইহার প্রান্তদ্বয় ২.৬ ওহম রোধের একটি তার দ্বারা যুক্তি করিলে প্রান্তীয় বিভবীয় পার্থক্য কত হইবে ?
Correct Answer:
D
1.3 Volts
এম,কে, এস পদ্ধতি ৪ সেঃ উষ্ণতা বিশিষ্ট পানির ঘনত্ব কত ?
Correct Answer:
D
১০০০ কেজি প্রতি ঘন মিটার
কোন কঠিন বস্তুটি গলিয়া তরল হইলে আয়তন হ্রাস পায় ?
Correct Answer:
E
A and B
সুষম প্রস্থচ্ছেদে বিশিষ্ট ২০ ওহম রোধের একটি তারকে কাটিয়া সমান চার খণ্ডে বিভক্ত করিয়া উহাদিগকে সমান্তরালে সংযুক্ত করিলে তুল্যরোধ কত হইবে ?
Correct Answer:
B
1.25 ohm
রেডিও থেরাপিতে কোন ধরণের রশ্মি ব্যবহৃত হয় ?
Correct Answer:
B
গামা রশ্মি
ভূ-চুম্বকে উত্তর মেরু ও ভৌগলিক দক্ষিণ মেরুর দূরত্ব কত ?
Correct Answer:
A
1400 Miles
পরমাণুর ভর সংখ্যা বলিতে কি বুঝায় ?
Correct Answer:
B
প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা
বৈদ্যুতিক বিভবের এস, আই একক হইল-
Correct Answer:
C
ভোল্ট
Isotopes-
Correct Answer:
D
সবকটি
কোনটি ভেক্টর রাশি নয় ?
Correct Answer:
A
দ্রুতি
একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ১০ সে:মি: ইহার চৌম্বক দৈঘ্য কোনটি ?
Correct Answer:
B
8.5 CM
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি ?
Correct Answer:
B
কিলোওয়াট ঘন্টা
যে সকল পরমাণুর নিউট্রনের সংখ্যা পরস্পর সমান থাকে তাদেরকে বলা হয় –
Correct Answer:
C
আইসোটোন
অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব হয়-
Correct Answer:
D
সবগুলো
যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলে –
Correct Answer:
A
বৈদ্যুতিক মোটর
থার্মোমিটারের মার্কারি ব্যবহারের সুবিধা কি ?
Correct Answer:
D
নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ অন্যান্য তরল পদার্থ অপেক্ষা বেশি
এবং ইহার বৃদ্ধি কাঁচের ভিতর দিয়ে সুস্পষ্ট তবে দেখা যায়
উত্তল লেন্সের ফোকাসের বাইরে থেকে একটি বস্তুর লেন্সের দিকে নিয়ে আসা হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে ?
Correct Answer:
C
প্রতিবিম্ব প্রথমে উল্টা এবং সিধা হবে
০.৩২ আপেক্ষিক তাপযুক্ত উপাদানের একটি বস্তুর পানিসম ৪.৮ গ্রাম, বস্তুটির ভর কত ?
Correct Answer:
D
0.015 kg
কোনটি সত্য ?
Correct Answer:
D
ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্র একটি বিপরীত বর্গীয় সূত্র
এক অশ্বক্ষমতা সমান-
Correct Answer:
B
746 watt
বরফ গলনের সুপ্ততাপ-
Correct Answer:
C
৮০ক্যালরি/গ্রাম
কোনটি সত্য ?
Correct Answer:
D
A and B
ওয়েরষ্টেড কোন রাশির একক ?
Correct Answer:
C
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক
কোনটি সঠিক সম্পর্ক ?
Correct Answer:
A
অ্যাম্পিয়ার ×সেকেণ্ড = কুলম্ব
একটি বস্তু নিচে পড়িতে থাকিলে উহার –
Correct Answer:
B
গতি শক্তি বৃদ্ধি পায়
একটি বস্তুর আপেক্ষিক গুরুত্ব ২.৫ ইহার দ্বারা অপসারিত পানির ওজন ১০ গ্রাম হইলে, পানিতে ইহার ওজন কত ?
Correct Answer:
A
25gm
একটি বৈদ্যুতিক বাতিতে যদি ০.৪ অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ হয় এবং ইহার বিভব পার্থক্য যদি ২৪০ ভোল্ট হয় তাহলে ইহার রোধ কত হইবে ?
Correct Answer:
C
600 ohm
বায়ুম-লের চাপ 106 ডাইন/বর্গ সে.মি. হইলে, পানির কত গভীরতার চাপ বায়ুম-লের চাপের দ্বিগুণ হইবে ?
Correct Answer:
C
1019.36 cm
বরফ ও তামার উপর চাপ প্রয়োগ করিলে উহাদের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হইবে ?
Correct Answer:
D
তামার বাড়বে, বরফের কমবে
৩০ সে.মি. ফোকাসের দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে ৫০ সে.মি. দূরে ১টি লক্ষ্যবস্তু আছে, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে বের কর ?
Correct Answer:
A
75 cm
৬০°কোণ করে অবস্থিত দুটি দর্পণের মাঝে ১টি বস্তু স্থাপন করিলে কয়টি প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
Correct Answer:
A
৫
34 বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায় ?
Correct Answer:
C
সরিষা
কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত –
Correct Answer:
D
সীভ নল
কোনটিতে গবলেট কোষ পাওয়া যায় ?
Correct Answer:
D
অস্ত্রে
মিয়োসিস কোষ বিভাজনে কোনটি সত্য ?
Correct Answer:
A
নিউক্লিয়াসে ক্রোমোজোম অর্ধেক হইয়া যায়
ম্যালেরিয়ার জীবাণু অযৌনচক্র অতিবাহিত হয়-
Correct Answer:
D
মানুষে
কক্কাসের আকৃতি হল-
Correct Answer:
B
গোলাকৃতি
ছোলা কোন পরিবারের ভুক্ত ?
Correct Answer:
D
লেগুমিনোসী
নিউক্লিয়াস থাকে না-
Correct Answer:
B
পরিণত সীভ কোষে
স্নেহজাতীয় পদার্থকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে কোন উৎসেচক ?
Correct Answer:
B
লাইপেজ
কোনটি সত্য? ব্যাঙের হৃৎপিণ্ডে আছে-
Correct Answer:
A
দুইটি অলিন্দ একটি নিলয়
শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় আছে ?
Correct Answer:
D
মেডুলা অবলংগটা
আদি কোষ কোথায় পাওয়া যায় ?
Correct Answer:
E
A and B
সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি ?
Correct Answer:
B
পানি
ক্রোমজোমের প্রওধান উপাদান হল-
Correct Answer:
B
আমিষ ও ডি.এন.এ
বীজের মৃৎভেদী অঙ্কুরোধগমের সময় বীজপত্র কোথায় অবস্থান করে ?
Correct Answer:
B
মাটির উপরে
আনারস কোন জাতীয় ফল ?
Correct Answer:
C
সরোসিস
কোন প্রাণিটি ত্রি-স্তরী ?
Correct Answer:
A
কেঁচো
কোনটি সত্য ?
Correct Answer:
C
গিনিপিগের দ্বিতীয় কশেরুকা হইতে ওডন্টয়েড প্রসেস প্রথম কশেরুকার ভেতরে প্রবিষ্ট অবস্থায়
থাকে
কোনটি এক গোত্রীয় নয় ?
Correct Answer:
C
মিউসিন
প্রোটোজোয়ারের জন্য কোনটি সত্য ?
Correct Answer:
C
ইহাদের পার্থক্য জনিত মৃত্যু নাই
প্রাণী দেহে কোনটি দীর্ঘতম কোষ ?
Correct Answer:
A
নিউরণ
কলামনার কলা বিদ্যমান –
Correct Answer:
B
পোষ্টিক নালীর অন্তঃআবরণীতে
অগ্ন্যাশয় কেবলমাত্র-
Correct Answer:
D
সবকটি
মেণ্ডেলের দ্বিতীয় সূত্রে জীন এর স্বাধীন সঞ্চারণ না হলে জিনোটাইপের অনুপাত হবে-
Correct Answer:
D
None of the above
কোনটি উদ্ভিদের জনুঃক্রম ঘটে না ?
Correct Answer:
A
ব্যাকটেরিয়া
ছত্রাকের মাইসেলিয়ামের কোষ প্রাচীর তৈরি হয় –
Correct Answer:
B
কিটিন
লাল পাতার পুষ্প মঞ্জুরী কোন প্রকারের ?
Correct Answer:
C
ভার্টিসিলেস্টার
ফল ও বীজ ধারণকারী উদ্ভিদকে বলে-
Correct Answer:
B
আবৃতবীজী উদ্ভিদ
আরশোলার পায়ুর দুই পাশে অবস্থিত সারকি কোন অঙ্গের কাজ করে ?
Correct Answer:
C
শ্বসন অংগ
কোন ফুলটি পানি পরাগী ?
Correct Answer:
D
পাতা শেওলা
মিয়োসিস এর কোন উপ পর্যায়ে কায়াজমা গঠিত হয় ?
Correct Answer:
D
ডিপ্লোটিন
কোনটি শুদ্ধ ?
Correct Answer:
C
যকৃত একটি গ্রন্থি
কোনটি শুদ্ধ ?
Correct Answer:
C
যকৃত একটি গ্রন্থি
ইউনিসেফের সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
D
জেনেভা
তরল জৈব যৌগে পানির অস্তিত্ব প্রমাণ করে-
Correct Answer:
D
অনার্দ্র CuSO₄
ইউরিয়ার আইসোমার কোনটি ?
Correct Answer:
D
NH₄CNO
Fe3(PO4)2 এ ‘Fe’ এর যোজ্যতা কত ?
Correct Answer:
B
২
কোন যৌগটি হ্যালোফরম বিক্রিয়া প্রদর্শন করে ?
Correct Answer:
D
CH₃CH₂OH
কোনটি সত্য ? ১লিটার 0.1N দ্রবনে Na2CO3 এর পরিমাণ হইল-
Correct Answer:
D
5.3gm
কোনটি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে ?
Correct Answer:
B
অ্যাসিটিলিন
প্লাস্টার অব প্যারিসের সংকেত হলো-
Correct Answer:
A
(CaSO₄)₂.H₂O
কোন উক্তিটি সঠিক ?
Correct Answer:
B
ফরমালিন হল, ফরমালডিহাইডের শতকরা ৪০ ভাগ জলীয় দ্রবণ
সাদা ভিট্রিয়লের সংকেত –
Correct Answer:
B
ZnSO₄.7H₂O
ক্যালসিয়ামের এসিটেটকে শুষ্ক পাতন করিলে পাওয়া যায়-
Correct Answer:
C
CH₃COCH₃
হেক্সামিনের রাসায়নিক সংকেত হলো-
Correct Answer:
B
(CH₂)6N₄
কোন যৌগটির সহিত আয়োডিন ও অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করিলে আয়োডোফর্ম উৎপন্ন হয় ?
Correct Answer:
E
A and B
কোন যৌগটির সাহিত ফসফরাস পেন্টা ক্লোরাইডের বিক্রিয়া করিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নির্গত হয় না ?
Correct Answer:
B
(CH₃CH₂)
পর্যায়ে সারণীর একই গ্রুপের অন্তর্ভূক্ত মৌলের উদাহরণ-
Correct Answer:
E
কোনটিই নয়
সোডিয়াম কার্বনেট এর তুল্য ওজন-
Correct Answer:
C
৫৩
কোন মাধ্যমে নাইট্রোবেনজিনকে বিজারণ করিলে ফিনাইল হাইড্রোক্সিল্যামিন পাওয়া যায় ?
Correct Answer:
B
ক্ষারীয়
কোনটি সঠিক?
Correct Answer:
A
হফম্যান বিক্রিয়ার ফলে অ্যামাইড হইতে অ্যামিন পাওয়া যায়
কোনটি সঠিক নয় ?
Correct Answer:
C
ম্যাগনেসিয়াম পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে
কোন জোড়া পদার্থদ্বয়ের বিক্রিয়ার এস্টার গঠিত হয় ?
Correct Answer:
D
কোনটিই নয়
C3H8O এই আণবিক সংকেত দ্বারা কয়টি সমানুযৌগকে প্রকাশ করা যায় ?
Correct Answer:
B
৩টি অসমাণুযৌগকে
এক লিটার 2N,H2SO4 দ্রবণের শতকরা শক্তি হলো-
Correct Answer:
B
9.8%
কোন উক্তিটি কাষ্টিক সোডার ক্ষেত্রে সত্য ?
Correct Answer:
B
ইহা পানিগ্রাহী পদার্থ
কোনটি কাঁসা এর শতকরা সংযুক্তি ?
Correct Answer:
E
A and B
ক্লোরাল কোনটি ?
Correct Answer:
D
Cl₃C-CHO
পটাসিয়াম ডাইক্রোমেট এ ক্রেমিয়াম এর জারণ সংখ্যা কোনটি ?
Correct Answer:
C
+6
SO2বিরঞ্জন ক্রিয়া সম্পন্ন করে-
Correct Answer:
C
বিজারণ ক্রিয়ার সাহায্যে
বেয়ার পরীক্ষা করা হয়-
Correct Answer:
B
ক্ষারীয় KMNO4 দ্রবণ দ্বারা
বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যায়-
Correct Answer:
B
সমস্ফুটন পাতনের সাহায্যে
গ্লুবার লবণ কোনটি ?
Correct Answer:
D
Na₂SO₄.10H₂O
কোনটি কার্বিল অ্যামিন পরীক্ষা ?
Correct Answer:
A
CHCl₃, C₆H₅NH₂ ও কষ্টিক সোডার দ্রবণের বিক্রিয়া
ঈস্ট হতে নিঃসৃত এনজাইমের নাম –
Correct Answer:
D
উপরের সবগুলো
নিচের পদার্থগুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে বেশি ?
Correct Answer:
B
ইথাইল এলকোহল
কোনটি বাফার দ্রবণ নয় ?
Correct Answer:
C
HCIO₂+CH₃COOH