মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ১৯৯০-১৯৯১ | Medical Admission Question 1990-1991 (প্রথমবার)
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ১৯৯০-১৯৯১ (প্রথমবার)
S.T.P.- তে ১০ সি.সি অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা ও ১০ সি.সি. অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা –
Correct Answer:
B
সমান
নাইট্রোজেন পরমাণুতে ৭টি প্রোটন ও ৭টি ইলেকট্রন থাকিলে নাইট্রাটইড আয়নে থাকিবে-
Correct Answer:
C
৭ প্রোটন ও ১০ ইলেকট্রন
কোনটি সত্য ? সালফার ট্রাই অক্সাইডের বাষ্প ঘনত্ব-
Correct Answer:
C
৪০
কোন উক্তিটি সঠিক ?
Correct Answer:
D
A and B
গ্লিসারল কিভাবে তৈরি হয় ?
Correct Answer:
D
প্রপিলিন থেকে সংশ্লেষণ করে
ইথাইল বেনজিনকে জারিত করিলে যাহা উৎপন্ন হয়-
Correct Answer:
B
বেনজায়িক
কোনটি সত্য নয় ?
Correct Answer:
A
সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড
উৎপন্ন করে
আয়োডোফরম বিক্রিয়া ব্যবহৃত হয়-
Correct Answer:
A
ইথাইল অ্যালকোহল সনাক্তকরণে
ইর্টজ বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয় ?
Correct Answer:
A
Na/Ether
জিংক অক্সাইড কি ধরণের অক্সাইড ?
Correct Answer:
A
উভধর্মী
পদার্থগুলির কোনটি লুইস এসিড ?
Correct Answer:
C
SnCl₄
কোনটি সঠিক ?
Correct Answer:
C
ডিনামাইট উৎপাদনে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়
প্রুসিয়ান ব্লুকে অন্য কি বলা হয় ?
Correct Answer:
D
ফেরাস ফেরিসায়ানাইড
কোনটি মিথ্যা ?
Correct Answer:
D
4%NaOH দ্রবণের মাত্রা 4.4 N
কোন বিবরণ ভুল ?
Correct Answer:
C
কার্বলিক এসিড
কোন যৌগের সহিত মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এর বিক্রিয়ার ফলে আইসো প্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হয় ?
Correct Answer:
B
অ্যাসিটালডিহাইড
২% কষ্টিক সোডা দ্রবণের ১ লিটারকে পূর্ণ প্রশমিত করিতে অর্ধ নরমাল সালফিউরিক এসিডের কত আয়তন আবশ্যক হইবে ?
Correct Answer:
D
১০০০ মিলিলিটার
লাল ফসফরাস ও আয়োডিনের মিশ্রণে পানি যোগ করিলে কি ঘটে ?
Correct Answer:
C
ফসফরাস এসিড, হাইড্রোজেন আয়োডাইড
উদ্ভিদ তৈল হল-
Correct Answer:
C
গ্লিসারাইড
অ্যালুমিনিয়াম সালফেট ও সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণকে কি বলে ?
Correct Answer:
C
ফোমাইট লিথোফোন
মিউরিয়েট অব পটাশ কোনটি ?
Correct Answer:
B
পটাসিয়াম ক্লোরাইড
সোডিয়াম অক্সালেট এর তুল্য ওজন-
Correct Answer:
D
কোনটিই নয়
অধিকতর স্থায়ী পরমাণুর সর্ব বহিঃস্থ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে ?
Correct Answer:
C
৮
কোনটি অক্সাইড আকরিক
Correct Answer:
A
বক্সাইড
কোনটি ভূল ?
Correct Answer:
D
A and B
স্যালিসাইল অ্যালডিহাইড প্রস্তুত হয়-
Correct Answer:
B
ক্লোরোফরম, ফেনল ও ক্ষার দ্রবণের মিশ্রণকে উত্তপ্ত করিলে
কোনটি সত্য নয় ?
Correct Answer:
D
অ্যাসিটিলিন পানিতে অতি মাত্রায় দ্রবণীয়
চিকিৎসকগণ অনেক সময় রোগীদেরকে এনজাইম খাওয়ার পরামর্শ দেন, কারণ-
Correct Answer:
B
এনাজাইম প্রভাবক হিসাবে কাজ করে
১ লিটার দ্রবণে ১ মোল দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে বলে-
Correct Answer:
B
মোলার
কোনটির উপস্থিতির জন্য টিউব লাইটের আলো নীল ?
Correct Answer:
C
আর্গন
কোনটি এন্টিসেপটিক হিসাবে কাজ করে ?
Correct Answer:
C
ফেনল
জিংক ও হ্যালোজোনের বিক্রিয়ায় কি তৈরি হয় ?
Correct Answer:
B
ব্রোমাইড
কোনটি হেটারোসাইক্লিক যৌগ ?
Correct Answer:
B
পিরিডন
কোনটি সত্য ?
Correct Answer:
D
B and C
কোনটি ফ্রুকটোজ এর আণবিক সংকেত ?
Correct Answer:
D
C₆H₁₂O₆
স্থির তাপতাত্রায় ১০০ সে.মি. চাপে কোন গ্যাসের আয়তন ৫ লিটার হইলে ৫০ সে.মি. চাপে ঐ গ্যাসের আয়তন কত হইবে ?
Correct Answer:
B
১০ লিটার
ধাবত কুয়াশা কোন ধাতু দ্বারা সৃষ্টি করা যায় ?
Correct Answer:
B
Sodium
কোনটি সত্য নয় ?
Correct Answer:
C
গ্লুকোজকে ফ্রুকটোজে পরিণত করা যায় কিন্তু ফ্রুকটোজকে গ্লুকোজে পরিণত করা যায় না
ষ্ট্রার্চ কিসের উপস্থিতিতে সুগার এ পরিণত হয় ?
Correct Answer:
A
ডায়াষ্টেজ
গ্যাসের আয়তন নির্ভর করে-
Correct Answer:
C
তাপ ও চাপের উপর
কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে?
Correct Answer:
C
ব্রোমিন
ফার্মেন্টশনের মাধ্যমে উৎপন্ন হয়-
Correct Answer:
C
অ্যালকোহল
গ্লুকোজের ১ গ্রাম মোল কোনটি ?
Correct Answer:
B
১৮০ গ্রাম
বিপরীত অনুপাত সূত্রের আবিষ্কারক-
Correct Answer:
B
রিকটার
পেট্রোলিয়াম খনিতে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ-
Correct Answer:
C
শতকরা নব্বই ভাগ
ইথাইল অ্যালকোহল কিভাবে তৈরি হয় ?
Correct Answer:
C
ইথিলিন দ্বারা সংশ্লেষণ করিয়া
কোনটি ধাতুর ধর্ম নয় ?
Correct Answer:
B
জারক রূপে ক্রিয়া করা
কোন সংক্রামক ব্যাধিটি পৃথিবী হইতে নির্মূল হইয়াছে ?
Correct Answer:
C
গুটি বসন্ত
কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন ?
Correct Answer:
B
এডওয়ার্ড জেনার
কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয় ?
Correct Answer:
B
কলম্বো
পরিপাক ও পরিবহনের কাজ দুইটি সম্পাদন করে-
Correct Answer:
C
সিলেন্টেরন
প্রজাপতি পাখী নয় কারণ-
Correct Answer:
D
সবগুলো
সপুস্পক উদ্ভিদে নিষিক্ত ডিম্বানু নিম্নলিখিত অংশে রূপান্তরিত হয়-
Correct Answer:
D
র্ভ্রূণ
ব্যাকটেরিওফাজ এক প্রকার-
Correct Answer:
B
ভাইরাস
কোন উৎসেচটি দুগ্ধ প্রোটিন পরিপাকে সহায়তা করে ?
Correct Answer:
D
রেনিন
ম্যালেরিয়া জীবাণু আক্রমণকারী পর্যায়ে কোথায় থাকে?
Correct Answer:
C
মশকের লালাগ্রন্থিতে
কোনটি ভিটামিন সি এর অভাব জনিত রোগ?
Correct Answer:
B
স্কার্ভি
কোনটি প্রাণী প্রোটিজোয়ার অন্তর্ভূক্ত নয় ?
Correct Answer:
D
সাইকন অ্যামিবা
স্ত্রী লিংগের কোন অংশে ভ্রুণ বর্ধিত হয়
Correct Answer:
C
গর্ভাশয়
কোনটি উভয় লিংগ প্রাণী ?
Correct Answer:
B
কেঁচো
ডিম্বে কতটি ক্রোমোজোম আছে ?
Correct Answer:
D
তেইশটি
বৃতির কাজ –
Correct Answer:
A
রক্ষণ
বর্ণাধার নাই এমন উদ্ভিদ হলো-
Correct Answer:
D
A and B
গিজার্ড আরশোলার একটি বিশেষ অংগ-
Correct Answer:
B
পরিপাকতন্ত্রের
রক্তনালী অনুপস্থিত-
Correct Answer:
B
O₂
রক্তনালী অনুপস্থিত-
Correct Answer:
A
আবরণী কলাতে
পুষ্প বিণ্যাসকে নিয়ত ও অনিয়ত এই দুই ভাগে বিভক্ত করেছিলেন-
Correct Answer:
D
থিওফ্যাস্টাস
অগ্নাশয় হতে নিঃসৃত হয় না –
Correct Answer:
D
A and B
আম, আদা কোন ধরনের রূপান্তরিত সঞ্চয়ী মূল?
Correct Answer:
D
দোলনাকৃতি মূল
সূর্য শিশির একটি রূপান্তরিত-
Correct Answer:
A
পত্রফলক
পরাগ থলি ফুলের কোন অংশে থাকে?
Correct Answer:
C
পুংস্তবক
কোনটি মালভেসী গোত্রের অন্তর্ভূক্ত?
Correct Answer:
B
জবা
ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারক কে ?
Correct Answer:
B
ল্যাভেরন
কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে?
Correct Answer:
C
কেঁচো
কেঁচো রক্তকণিকা -কোনটি সত্য ?
Correct Answer:
A
বর্ণহীন ও নিইক্লিয়াসযুক্ত
আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে-
Correct Answer:
B
পেপসিন
নালিবিহীন গ্রন্থি কোনটি?
Correct Answer:
C
প্যারাথাইরোয়েড
কোনটি মাছ নয়?
Correct Answer:
A
তারা
কোনটি ভাইরাস জনিত রোগ?
Correct Answer:
D
পোলিও
কোন উদ্ভিদ জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়?
Correct Answer:
D
ছোলা
সপ্তম করোটিকা স্নায়ু কোনটি ?
Correct Answer:
C
ফেসিয়াল
জ্যান্থোফিলের বর্ণ কি ?
Correct Answer:
C
হলূদ
সরিষা কোন লিংগীয় পুষ্প ?
Correct Answer:
B
উভয় লিংগ
ব্যাঙাচির রূপান্তর নিয়ন্ত্রণ করে কোনটি ?
Correct Answer:
B
থাইরকসিন
কংগ্লোবেট গ্লন্থি কোথায় ?
Correct Answer:
C
তেলাপোকা
রক্তের পি এইচ নিয়ন্ত্রণ কিসের উপর নির্ভর করে ?
Correct Answer:
D
বাফার
লাল অস্থি মজ্জা তৈরী করে-
Correct Answer:
D
সবকটি
প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রথম পরিকল্পনা করেন-
Correct Answer:
B
অ্যারিষ্টটল
কোনটি লিগুমিনেসী গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য ?
Correct Answer:
C
মূলে নডিউল থাকে
ভার্টিসিল্যাষ্টার পুস্পবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায় ?
Correct Answer:
B
শ্বেতদ্রোণ
প্রস্থপ্রাচীর বিহীন ও বহুকেন্দ্রিক বিশিষ্ট উদ্ভিদ দেহকে বলা হয়-
Correct Answer:
A
সিনোসাইট
কোনটি আদিকোষ?
Correct Answer:
C
ব্যাকটেরিয়া
হিউমেরাস কোন অস্থিটিকে বলা হয় ?
Correct Answer:
C
বাহুর অস্থি
কোনটিতে ক্লোরোফিল বর্তমান?
Correct Answer:
B
লাইকেন
ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয় ?
Correct Answer:
A
মাইটোকণ্ডিয়া
কোনটি গিনিপিগের কশেরুকা?
Correct Answer:
A
অ্যাক্সিস
কেন্দ্রিকার বিভাজনকে বলা হয় ?
Correct Answer:
D
কেরিওকাইনেসিস
কোনটি ক্ষুধার্ত স্নায়ু ?
Correct Answer:
D
ভেগাস
গ্যাসারিয়ান স্নায়ু গ্রন্থি দেখা যায় –
Correct Answer:
D
ট্রাইজেমিনাল স্নায়ুতে
কোনটি মৃতজীবী ?
Correct Answer:
B
মিউকর
কোনটি দিক রাশি ?
Correct Answer:
E
সঠিক উত্তর জানা নাই
একটি টানা তারে আঘাত করিলে-
Correct Answer:
B
স্থির তরঙ্গের সৃষ্টি হয়
বিদ্যুৎ বিশ্লেষণের জন্য কোনটি ব্যবহার করা হয় ?
Correct Answer:
C
ভোল্টামিটার
কোনটি মিথ্যা ?
Correct Answer:
D
১ মাইক্রোন = ১০ -৪ গ্রাম
যদি ২৭টি একই আকারের ক্ষুদ্র ধাতব গোলককে গলাইয়া একটি গোলকে পরিণত করা হয় তবে উহার ব্যাসার্ধ ছোট গোলকের কতগুণ হইবে ?
Correct Answer:
B
তিনগুণ
প্রতি ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতেত বায়ুতে শব্দের বেগ প্রতি সেঃ কত বৃদ্ধি পায় ?
Correct Answer:
C
০.৬১ মিটার
একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের লেন্সের ফোকাস দূরত্ব ৫ সেমি. হইলে উহার বিবর্ধন কত হইবে ?
Correct Answer:
C
ছয়গুণ
আলোর গতিবেগ সর্বোচ্চ কোথায় ?
Correct Answer:
B
শূন্যস্থানে
বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ কোনগুলি ?
Correct Answer:
D
সবকটি
তাপমাত্রা ধ্রুবক থাকিলে কোন নির্দিষ্ট পরিমাণ গ্রাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক এই সূত্রের নাম-
Correct Answer:
B
বয়েলের সূত্র
কোন উক্তিটি মিথ্যা-
Correct Answer:
B
ঘনত্ব প্রকাশের জন্য এককের প্রয়োজন হয় না
কোনটি সত্য নয় ?
Correct Answer:
B
পানির বাষ্প ভবনের সুপ্ত তাপ ৮০ ক্যালরী/গ্রাম
কোন বিষয়ের উপর কোন মাধ্যমের প্রতিসারাংক নির্ভর করে না ?
Correct Answer:
D
আপতন কোণের পরিবর্তন
এক অশ্ব ক্ষমতার সমান-
Correct Answer:
D
০.৭৪৬ কিলোওয়াট
কোনটি সত্য ?
Correct Answer:
D
A and B
সান্ট ব্যবহৃত হয়-
Correct Answer:
C
গ্যালভানোমিটার রক্ষার কাজে
শব্দের গতিবেগ সর্বাপেক্ষা কোনটিতে বেশি ?
Correct Answer:
A
লোহা
ইলেকট্রন উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে প্রবেশ করলে কি ঘটে ?
Correct Answer:
A
শক্তি বিকিরণ
অনুনাদ কম্পের ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল-
Correct Answer:
C
বস্তুর স্বাভাবিক কম্পাংকের সমান কম্পাংকের পর্যাবৃত্ত বল
কোন মাধ্যম শব্দের বেগ সবচেয়ে বেশি ?
Correct Answer:
A
কঠিন মাধ্যমে
কোন বর্ণের দৃশ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ?
Correct Answer:
C
বেগুনী
কোনটি সত্য ?
Correct Answer:
D
ক্যাথোড রশ্মি ঋণাত্মক কণা বহন করে
এম,কে, এস পদ্ধতিতে উজ্জ্বল্যের একক-
Correct Answer:
C
নিট
পরমাণুর ব্যাসার্ধ-
Correct Answer:
C
10-8 সেন্টিমিটার
১০ সে,মি, ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় পরিবাহীতে ১০ স্থির বিদ্যুৎ একক চার্জ দেওয়া হল। কোন রাশি এর শক্তির সমান হবে ?
Correct Answer:
C
৫ আর্গ
পরমাণুর বেলায় কোনটি সত্য নয় ?
Correct Answer:
B
যে কোন পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন সমন্বয়ে গঠিত
বায়ূর তাপমাত্রা 1°C বৃদ্ধি পেলে শব্দের বেগ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়
Correct Answer:
B
০.৬১ মিটার/সেকেন্ড
কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের মান দ্বিগুণ করিলে উৎপন্ন তাপ-
Correct Answer:
C
চারগুণ বৃদ্ধি পাইবে
যে কোন সরল দোলকের বব-
Correct Answer:
B
আয়তনে ছোট ও ভারী
লেকল্যান্স বিদ্যুৎ কোষে-
Correct Answer:
C
NH4C1 বিদ্যুৎ উৎপন্ন করে
সহজে পানি গরম করিতে হইলে-
Correct Answer:
C
বেশি বিদ্যুৎ বেশি রোধক তারের মধ্য দিয়ে পাঠাইতে হইবে
একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি ইহার পরমাণুর-
Correct Answer:
C
নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা হইতে বেশি হয়
কোন অবস্থায় একটা চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় ?
Correct Answer:
E
সবগুলো
বলপয়েন্ট পেন কোন নীতিতে কাজ করে ?
Correct Answer:
C
মাধ্যাকর্ষণবল
কোন ধাতুর ব্লকের উপর ক্যাথোড রশ্মি আপতিত করে ঢ- রে রশ্মি উৎপন্ন হয় ?
Correct Answer:
B
মলিবডেনাম
দ্রবণে সমপরিমাণ ধন ও ঋণ চার্জ বিশিষ্ট হয় না কোনটি ?
Correct Answer:
D
কোনটিই নয়
রকেট উড্ডয়ন নিউটনের কোন সূত্রের ফল ?
Correct Answer:
C
তৃতীয় সূত্রের ফল
পদার্থবিদ্যার কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন ?
Correct Answer:
D
চন্দ্রশেখর ভেনকটরমন
কোনটি সত্য ?
Correct Answer:
A
বরফকে পানিতে ছাড়িয়া দিলে তাহার কিছু অংমে পানির উপর থাকে
পৃথিবীর আকর্ষণ ছাড়িয়া যেতে বস্তুর যে গতি প্রয়োজন-
Correct Answer:
A
সেকেণ্ডে ৭ মাইল
এ্যামিটার কি ?
Correct Answer:
B
তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র
ফ্লোরেসেন্ট বস্তুর ক্ষেত্রে কোনটি সত্য ?
Correct Answer:
C
এক্স-রে’র উপস্থিতিতে আলো বিকিরণ করে
লোহার কুরী বিন্দু হলো-
Correct Answer:
C
770°C
চুম্বক আকর্ষণ করে না-
Correct Answer:
B
সোনা
চামড়া শুল্ক অবস্থায় মানবদেহের বৈদ্যুতিক রোধ প্রায়-
Correct Answer:
C
৫০,০০০ ওহম
সাধারণ শব্দের স্পষ্ট প্রতিধ্বনি শুনিতে হইলে শ্রোতা হইতে ফলকের নূন্যতম দূরত্ব-
Correct Answer:
B
৫৬ফুট
কোন বৈদ্যুতিক যন্ত্রটিতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ?
Correct Answer:
C
ডায়নামো
একটি বস্তু G ভর J কে নিয়ে অবস্থান করিলে তাহার গতিশক্তি হবে-
Correct Answer:
B
½mv²
কোনটি সত্য ?
Correct Answer:
D
নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না
সেন্টিগ্রেড স্কেলের আবিষ্কারক একজন-
Correct Answer:
A
সুইডিশ