মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩-২০২৪ | Medical Admission Question 2023-2024
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩-২০২৪
স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
Correct Answer:
C
বিভবশক্তি
Which one of the following is and abstract noun?
Correct Answer:
B
Childhood
কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি?
Correct Answer:
B
Na
গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলে?
Correct Answer:
C
১ম ইলেকট্রন আসক্তি
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিগুণ করা হলে রোধের পরিমাণ কত হবে?
Correct Answer:
C
অর্ধেক
কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও বিটা কণা নির্গমণ ঘটে?
Correct Answer:
A
দূর্বল নিউক্লিয় বল
180° তাপমাত্রায় 0.8 atm চাপে একটি গ্যাসের ঘনত্ব 2.25 gL⁻¹ হলে এর আণবিক ভর কত?
Correct Answer:
C
67.11 g mol⁻¹
রাইবোজ-
Correct Answer:
A
বিভিন্ন কো-এনজাইম তৈরিতে ব্যবহ্রত হয়
সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয়-
Correct Answer:
A
জেজুনাম
সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়?
Correct Answer:
B
Helium
নিচের কোনটি অন্তরক?
Correct Answer:
A
সিরামিক
250 ml 0.1 M Na₂CO₃ দ্রবণ প্রস্তত করতে কত গ্রাম Na₂CO₃ দরকার?
Correct Answer:
B
2.65 g
বাংলাদেশে “গণঅভু্যত্থান দিবস” পালিত হয় কোন তারিখে?
Correct Answer:
D
২৪ জানুয়ারি
20 cm³ 0.25 M H₂SO₄ দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে?
Correct Answer:
B
30 cm³
কলেরা বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
B
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এ রোগের কারণ
H₂S এর কত ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী?
Correct Answer:
C
50ppm
সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Correct Answer:
A
হরিকেল
প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
A
কোষে সেন্ট্রোসোম থাকে
সরিসৃপের যুগ কোনটি?
Correct Answer:
B
মেসোজয়িক
ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়?
Correct Answer:
D
NH₄CI and NH₄OH
কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকরী মূলক উভয়ই বিদ্যমান?
Correct Answer:
A
ল্যাকটিক অ্যাসিড (lactic acid)
কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়?
Correct Answer:
D
nematode
কোন জিনের মাধমে আলু রোগ-প্রতিরোধী হয়েছে?
Correct Answer:
C
ক্রিস্টাল প্রোটিন জিন
বাংলাভাষায় প্রথম ইঞ্জিনের নাম কি?
Correct Answer:
D
পিপীলিকা (Pipilika)
ব্যুরেটের পর পর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত মিঃ লিঃ (mL)?
Correct Answer:
C
0.1 mL
কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে?
Correct Answer:
D
লাইসোজাইম
নিচের কোনটি অত্যাবশ্যকীয় আ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য?
Correct Answer:
A
বর্ণহীন ও স্ফটিকাদান্ত
The antonym of the word ‘impediment’ is :
Correct Answer:
A
helpful
ট্রান্সজিস্টর নিচের কোন কাজটি করে?
Correct Answer:
A
দূর্বল সাংকেতিক বিবর্ধিত করে
‘Call it a day’ means : -
Correct Answer:
C
finish work
মুক্তিষুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীর উপদেষ্টা কমিটির চেরারম্যান কে ছিলেন?
Correct Answer:
A
মৌলানা ভাষানী
হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
Correct Answer:
D
লেজার রশ্মি
হিমোগ্লোবিনের কোন অংশে CO₂ যুক্ত হয়?
Correct Answer:
A
-NH₂
ইপিআই কর্মসূচীতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটি?
Correct Answer:
C
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
ডেঙ্গু ভাইরাস বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
C
আক্রান্ত ব্যক্তির রক্তে IgM অ্যান্টিবডি বেশী পাওয়া যায়
Choose the correctly spelled word:
Correct Answer:
A
renaissance
শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ী ভেঙ্গে যায়?
Correct Answer:
A
পরবশ কম্পন
ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপরে কোন ছয়াক জন্মায়?
Correct Answer:
D
জাইগোট ছত্রাক
Which one of the following is an example of an indefinite pronoun?
Correct Answer:
D
any
দুটি আহিত বস্তু পর়স্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহ .... দিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?
Correct Answer:
A
তড়িৎবিভব
কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক?
Correct Answer:
D
লাল ও নীল
নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনী বর্ণ দেয়?
Correct Answer:
A
K⁺
ম্যালেরিয়া রোগীর রক্তশূন্যতার প্রধান কারণ কোনটি?
Correct Answer:
B
এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে লোহিত কণিকা ধাংস
নিচের কোন কোষ যে কোন ধরনের কোষে পরিণত হতে পারে?
Correct Answer:
D
ইন্টারস্টিশিয়াল কোষ
Select the correct word to fill up the gap in the sentence, “He complained to me —— your conduct.”
Correct Answer:
B
about
Choose the correct one to fill in the blank, “I came to England — English”.
Correct Answer:
A
to learn
বিশ স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃত লাভ করে কোন তারিখে?
Correct Answer:
B
৩১ অক্টোবর ২০২৩
50 mL সম্পৃক্ত দ্রবণে 5g CaCl₂ আছে। লিটার প্রতি এর দ্রাব্যতা কত?
Correct Answer:
D
100 gL⁻¹
ফরমালডিহাইড এবং পটাসিয়াম (হাইড্রোক্সাইড) একত্রে উত্তপ্ত করা হলে কি পাওয়া যায়?
Correct Answer:
A
methyl alcohol
কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে?
Correct Answer:
B
Clostridium
Few men are free from faults. Here ‘few’ means :
Correct Answer:
B
hardly any
কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশী থাকে?
Correct Answer:
B
ঘাসফড়িং
What is the correct indirect form of ; He said “You had better see a doctor”?
Correct Answer:
A
He advised me to see a doctor.
সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
B
মাকুতন্তুর সাথে ক্রোমোসোমকে সংযুক্ত করে
ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
D
উচ্চ অলিয়েক অ্যাসিড (Oleic acid) সমৃদ্ধ
বজ্রপাতের সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়?
Correct Answer:
B
N₂
The synonym of the word ‘anarchy’ is:
Correct Answer:
B
lawlessness
নিচের কোনটি আলোক সক্রিয়?
Correct Answer:
D
CH₃CH(NH₂) COOH
Choose the world which never has a pleural form:
Correct Answer:
A
information
প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে?
Correct Answer:
D
ফাইব্রিনোজেন
“সেপ্টেম্বর অন যশোর রোড” কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
D
অ্যালেন গিন্সবার্গ
নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশ বসবাসের ফলে যে বিবর্তন ঘটে তাকে বলা হয়
Correct Answer:
A
অপসারী
We work every day except Friday. What part of speech is ‘except’?
Correct Answer:
D
preposition
কোন গ্যাসদ্বয়ের ব্যাপনের হার সমান?
Correct Answer:
D
N₂, CO
পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়?
Correct Answer:
C
Na⁺
বর্ণান্ধ বাবা ও স্বাভাবিক দৃষ্টির মায়ের (বাহক নয়) কন্যা সন্তানের স্বাভাবিক দৃষ্টির সম্ভাব্য হার কত?
Correct Answer:
B
100%
জেনেটিক ম্যাপ তৈরি করা হয়-
Correct Answer:
B
ক্রসিংওভারের শতকরা হার থেকে
NTP তে 2.24L গ্যাসে কতটি CO₂ molecules থাকে?
Correct Answer:
B
6.023 X 10²²
বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণুতে কয়টি H-বন্ধন বিদ্যমান?
Correct Answer:
B
2
কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরী করা হয়?
Correct Answer:
A
তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র
শৈবাল বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
A
লোহিত শৈবাল কোরাল প্রাচীর গঠন করে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থে লিপিবদ্ধ আছে?
Correct Answer:
C
১৯৫৫
একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তন হয়-
Correct Answer:
C
তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ
Choose the correct sentence:
Correct Answer:
D
I do not need furniture
‘ঢাকা গেইজ' কে নির্মাণ করেছেন?
Correct Answer:
A
মীর জুমলা
শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না কারণ এ ধরনের তরঙ্গ -
Correct Answer:
A
অনুদৈর্ঘ্য
গ্লাইকোজেন বিষয়ে নিচের কোনটি সঠিক?
Correct Answer:
A
পেশির কাজে শক্তি যোগান দেয়
ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
D
এটি দ্রবিভূত পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে
নিচের কোনটিতে অবীর প্রতিসাহ্য দেখা যায়?
Correct Answer:
A
জেলিফিস
H₂ ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
C
graphite (Gr)
Find out the mis-spelled word.
Correct Answer:
C
symetery
কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়?
Correct Answer:
C
ফোটন
What does the phrase “keep your chin up” means
Correct Answer:
A
be cheerful
নিচের কোনটি লাইসোসোম (Lysosome) এর বৈশিষ্ট্য
Correct Answer:
D
বিভিন্ন ধরনের এনজাইম থাকে
কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়?
Correct Answer:
B
রুদ্ধতাপীয়
কোন জৈব যৌগ H atom নাই?
Correct Answer:
D
hexachlorobenz
ইথাইল আয়োডাইড ও KOH(aq) এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Correct Answer:
D
ethnol
একশত গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে?
Correct Answer:
D
4-5 grams
30°C উষ্ণতায় KCl এর দ্রাব্যতা 37.2g/100g পানি। 85g KCI এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন?
Correct Answer:
D
228.49g
Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?
Correct Answer:
A
মালপিজিয়াম নালিকা
কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্ল্যাটুন কমান্ডার হিসাবে অংশগ্রহণ করে?
Correct Answer:
A
শাহাবুদ্দিন আহমদ
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়?
Correct Answer:
D
-40°
মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত?
Correct Answer:
A
10⁻¹²wm⁻²
একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে?
Correct Answer:
D
চারগুণ
তীব্র আ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশননের জন্য উপযুক্ত নির্দেশক?
Correct Answer:
D
methyl orange
কোনটিতে যোজনী ও জারণ মান উভয়ই শূন্য?
Correct Answer:
C
Ne
নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করা হয়-
Correct Answer:
D
কিছু নিউট্রন শোষণের জন্য
জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিঘয়ে কোনটি সঠিক?
Correct Answer:
D
লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে
কোন যৌগটি জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে না?
Correct Answer:
A
CH₂H₅OH
নিচের কোনটি রোধের উষ্ণতা সহ্গ ঋণাত্নক?
Correct Answer:
A
সিলিকন