মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২-২০২৩ | Medical Admission Question 2022-2023
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২-২০২৩
সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H₂S গ্যাসের উৎস কোনটি?
Correct Answer:
D
CH₃CSNH₂ + H₂O
কোন কণা "ইশ্বর কণা” নামে পরিচিত?
Correct Answer:
B
হিগস বোসন কণা
Which of the following can be used as a 'modal' as well as 'main' verb?
Correct Answer:
B
need
What kind of pronoun are "who, what, and which”?
Correct Answer:
C
relative
The word 'recalcitrant' means-
Correct Answer:
A
mutinous
The flight is leaving shortly. Here 'shortly' is-
Correct Answer:
B
an adverbial
STP তে এক মোল SO₂ গ্যাসের আয়তন কত?
Correct Answer:
A
22.40 L
কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান?
Correct Answer:
C
CH₃CN
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
Correct Answer:
A
মা
কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয়?
Correct Answer:
C
Agaricus campestris
নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না?
Correct Answer:
C
তড়িৎ প্রবাহ
কোন হেপাটাইটিস ভাইরাস দুষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়?
Correct Answer:
B
Hepatitis A Virus
I have no kith and kin in this town. It is a -
Correct Answer:
D
noun phrase
বীরশ্রেষ্ট ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন?
Correct Answer:
A
৮ নং সেক্টর
The antonym of 'harbinger' is -
Correct Answer:
C
follower
কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
D
প্রজাতি বৈচিত্র্য
Father loves me. Here 'loves' is an example of-
Correct Answer:
D
transitive verb
কোন অঞ্চলের IR বর্নালির সাহায্যে কার্বনিল মূলক শনাক্তকরন করা যায়?
Correct Answer:
D
(1660-1860) cm⁻1
মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশী?
Correct Answer:
A
ডার্ক এনার্জি বস্তুসমূহ
Complete the following sentence: Do you know when-
Correct Answer:
A
the results will be published
নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়।
Correct Answer:
A
বেগ
নিচের কোনটি কলয়েড ইমালশন নয়?
Correct Answer:
A
দধি
কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক?
Correct Answer:
A
কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে
কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা (curdled milk) তৈরী করে?
Correct Answer:
C
কোয়াগুলেশন
সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত?
Correct Answer:
B
শুন্য
ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক?
Correct Answer:
A
এনজাইম সমৃদ্ধ
1 Kg ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে-
Correct Answer:
A
6.673 x 10⁻¹¹ N
সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
Correct Answer:
A
তাপমাত্রা
মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনটি কোন ধরনের ভ্যাকসিন?
Correct Answer:
B
জীবন্মৃত জীবন্ত টিকা
নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়?
Correct Answer:
B
বিভিন্ন ধরনের এন্টিবডি তৈরী করা
নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি? CuSO₄+KI→ Cu₂l₂+I₂+K₂SO₄
Correct Answer:
C
I⁻
কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য?
Correct Answer:
A
এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরে সক্ষম
H₂ ফুয়েল সেলের emf কত?
Correct Answer:
B
1.23V
তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
Correct Answer:
A
তাপ ও কাজ
The man who sat next to me is an architect. It is a -
Correct Answer:
D
complex sentence
ক্রোমিক এসিড দ্বারা ব্যুরেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে?
Correct Answer:
D
জারন
সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়?
Correct Answer:
A
গাজর
অন্তঃ শ্বসন-
Correct Answer:
B
নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে
Mollusca এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
B
নরম ও অখন্ডায়িত
কোনটি অপ্রতিসম অ্যালকিন?
Correct Answer:
C
CH₂ = CH-CH₂
একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো-
Correct Answer:
B
মহাকর্ষীয় ধ্রুবক
তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ভর করে না-
Correct Answer:
C
কুন্ডলীর রোধের উপর
চক্রিয় ফটোফসফরাইলেশনে
Correct Answer:
D
অক্সিজেন উৎপন্ন হয় না
কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসাবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
Correct Answer:
C
ফসফোর
গ্লুকাগন-
Correct Answer:
D
ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত
তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না?
Correct Answer:
A
120°
কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়?
Correct Answer:
A
CH₃CH₂CHO
বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে?
Correct Answer:
C
১২ মার্চ ১৯৭২
নিচের কোন তত্ত্ব দ্বারা চিড়ের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখা করা যায়?
Correct Answer:
B
তরঙ্গ তত্ত্ব
কোনটি উদ্ভিদদেহের রোগসৃষ্টিকারী ভাইরাস।
Correct Answer:
B
টুংরো ভাইরাস
মানবদেহে কোনটি লুপ্তপ্রায় অংগ?
Correct Answer:
B
থাইমাস
কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিসকে প্রভাবিত করে?
Correct Answer:
A
বায়ুপ্রবাহ
সমআয়তনের 0.1M NaOH এবং 0.1M H₂SO₄ মিশ্রনের প্রকৃতি কিরুপ হবে?
Correct Answer:
C
অম্লীয়
ভূপৃষ্ঠ হতে ১০০০ কিলোমিটার উচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত?
Correct Answer:
C
7:33 ms⁻²
পর্যায় সারণীতে Pb মোলটির পর্যায় ও গ্রুপ কত?
Correct Answer:
C
পর্যায় -6 গ্রুপ - 14
ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শুন্য হয়-
Correct Answer:
C
মেরু অঞ্চলে
কোনটি জাতক লিপিড?
Correct Answer:
A
স্টেরয়েড
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Correct Answer:
B
পুন্ড্র
কোনটি গাঠনিক প্রোটিন?
Correct Answer:
D
কোলাজেন
We want to take legal action against the hoodlum. In this sentence 'to' is a/an-
Correct Answer:
D
infinitive marker
অম্লধর্মী মাটির pH বাড়াতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়?
Correct Answer:
B
CaCO₃
কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
Correct Answer:
C
অ্যাম্পিয়ার
নিচের কোনটি রক্তে বেড়ে গেলে atherosclerosis হতে পারে।
Correct Answer:
A
LDL
তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশী?
Correct Answer:
B
রেডিও ওয়েভস অঞ্চল
"পিরানহা" কোন প্রাণীভৌগলিক অঞ্চলের প্রাণী?
Correct Answer:
C
নিওট্রপিক্যাল
দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
D
দেহের বিভিন্ন কোশে বিভেদিত হতে পারে
সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক?
Correct Answer:
C
মলের বেশীরভাগ
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Correct Answer:
D
পূর্ব জার্মানী
নিচের কোনটি বিক্রিয়া হারের একক?
Correct Answer:
A
mol L⁻1 s⁻1
"There is no mother but loves her child". Here 'but
Correct Answer:
C
negative relative
মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে।
Correct Answer:
C
হুইটস্টোন ব্রিজ নীতি
নিচের কোনটি কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে?
Correct Answer:
D
প্রোপানোন
এনজাইমের বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
B
আমিষ নিয়ে গঠিত
কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়।
Correct Answer:
C
ফোটন
অ্যাথলেটস ফুট (Athlete's foot) এর কারন কি?
Correct Answer:
D
ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ
পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন?
Correct Answer:
A
ড. গোবিন্দ চন্দ্ৰ দেব
মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়?
Correct Answer:
B
ক্রোমোসোমে লুপ সৃষ্টি হয়
Choose the correct sentence -
Correct Answer:
C
He gave me some advice
মাইওফিব্রিলে কি ধরনের আমিষ থাকে?
Correct Answer:
A
অ্যাকটিন এবং মাইওসিন
কোনটি জীববৈচিত্র্য সংরক্ষনের জন্য এক্স সিটু কনজারভেশন নয়?
Correct Answer:
C
ইকো পার্ক
1.032g O₂ এবং 0.573g CO₂ এর মিশ্রনের CO₂ এর মোল ভগ্নাংশ কত?
Correct Answer:
B
0.287
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
Correct Answer:
B
কেন্দ্রীয় শহীদ মিনার
“আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী”-এ গানের প্রথম সুরকার কে?
Correct Answer:
D
আবদুল লতিফ
বেনজিনে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য কত?
Correct Answer:
C
0.139 nm
100m দীর্ঘ একটি ট্রেন 45Km/h⁻¹ বেগে চলে 1Km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
Correct Answer:
A
88 সেকেন্ড
অন্ত্রের প্রথম প্রতিরক্ষার স্তর কোনটি?
Correct Answer:
A
পাকস্থলির অ্যাসিড, মাইক্রোবায়োম ও মলত্যাগ
Ca(OCl)Cl যৌগ Cl এর oxidation number কত?
Correct Answer:
C
+1, -1
ডায়াটম বিষয়ে কোনটি সঠিক?
Correct Answer:
B
জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক
১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা দাবীর কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
Correct Answer:
C
৩
কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়?
Correct Answer:
A
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
বুকের দুধের কোন উপাদানটি নবজাতকের প্রতিরক্ষায় কার্যকর?
Correct Answer:
B
ইমিউনোগ্লোবুলিন - এ
অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরনে ব্যবহৃত বিকারক কোনটি?
Correct Answer:
C
Br দ্রবন
পাকস্থলীর পাচক রসে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত, যখন pH এর মান 1.4?
Correct Answer:
D
0.04M
কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলত মিথিলিন মূলকে পরিণত হয়?
Correct Answer:
C
ক্লিমেনসেন বিজারনে
-CONH- কোন শ্রেনীর বন্ধন?
Correct Answer:
A
পেপটাইড
জড়তার ভ্রামকের একক কোনটি?
Correct Answer:
A
Kg m²
Which sentence uses inchoative verb?
Correct Answer:
D
He was king
ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন?
Correct Answer:
A
পর্তুগিজ
An 'elegy' is a-
Correct Answer:
C
poem of lamentation
Which one is a masculine noun?
Correct Answer:
C
death