মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১-২০২২ | Medical Admission Question 2021-2022
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১-২০২২
নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
Correct Answer:
C
ফসফরাস
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে?
Correct Answer:
D
২ মার্চ ১৯৭১
কোনটি autosomal recessive disorder?
Correct Answer:
B
থ্যালাসেমিয়া
কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে?
Correct Answer:
B
ট্রিপসিন
কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি?
Correct Answer:
B
রৈখিক ভরবেগ
Which of the following sentences contain an adverb clause?
Correct Answer:
D
You can be allowed here only if you are a student.
কিলোওয়াট-ঘণ্টার সাথে জুলের সম্পর্ক কোনটি?
Correct Answer:
D
1 kWh = 3.6 ×10J
কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয়?
Correct Answer:
C
ত্বক
“৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল”- উক্তিটি কার?
Correct Answer:
B
নেলসন ম্যান্ডেলা
নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই?
Correct Answer:
C
H₂ (g) + I₂ (g) ←→ 2HI (g)
কোন বিবরণটি সঠিক?
Correct Answer:
A
যেসব পদার্থ প্রোটন গ্রহণ করে, সেটি ক্ষারক
Which of the following is the meaning of the phrase "read between the lines"?
Correct Answer:
B
understand the inner meaning
Select the complex sentence with an adverb clause from below-
Correct Answer:
C
He is so weak that he cannot walk
আলোর অপবর্তন কোন কারণে ঘটে?
Correct Answer:
C
ব্যতিচার
Select the correct tense “I had been studying English for five years before I moved to the USA"-
Correct Answer:
C
Past perfect continuous
একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুণী রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়?
Correct Answer:
A
ইলেকট্রন
ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন (DO) বিষয়ে কোন বাক্যটি সঠিক?
Correct Answer:
C
DO 8.0 - ৬.০ পিপিএম থাকা প্রয়োজন
নিচের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস?
Correct Answer:
D
উত্তর মেরুর বরফ
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
Correct Answer:
B
চার
এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
Correct Answer:
A
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “Poet of politics” উপাধি দেয় কোন পত্রিকা?
Correct Answer:
C
দি নিউজউইক
কোনটি আয়ণীকরণ শক্তির মান সর্বনিম্ন।
Correct Answer:
D
Cs
মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কোন তারিখ থেকে?
Correct Answer:
A
১০ জানুয়ারি ২০২০
কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়?
Correct Answer:
C
টায়ালিন
মানবদেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য?
Correct Answer:
C
মাইটোসিস (mitosis)
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন?
Correct Answer:
C
১৪ আগস্ট ২০১০
কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়?
Correct Answer:
C
আল্ট্রাসাউন্ড
Identify the tense of the sentence "She will be starting her new job from tomorrow".
Correct Answer:
C
Future continuous
কোন রক্ত কণিকা “cell-mediated immunity” এর সাথে সম্পৃক্ত?
Correct Answer:
A
টি-লিম্ফোসাইট (T lymphocyte)
10% Na₂CO₃ দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
Correct Answer:
C
0.9434 M
বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি?
Correct Answer:
A
ড. কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন
Choose the sentence with incorrect use of a phrase-
Correct Answer:
C
Now that the construction is almost finished. you can pull out all the stops and
take it easy.
কোনটি বংশগতির বাহক?
Correct Answer:
C
ক্রোমোজোম
কোন ধরনের আলো পাতার পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে?
Correct Answer:
C
নীল
জ্যামিতিক সমাণুতার শর্ত কোনটি?
Correct Answer:
D
প্রতিস্থাপিত অ্যালকিন
ডায়োড বিমুখী বায়াস (reversed biased) হলে নিঃশেষিত গুর (depletion iayer)-
Correct Answer:
B
বৃদ্ধি পাবে
দুর্বল নিউক্লিয়ার বল সৃষ্টির জন্য দায়ী হল-
Correct Answer:
C
বিটা ক্ষয়
উদ্ভিদ দ্বারা সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি?
Correct Answer:
C
K+
নিচের সংযোজিত এসিড ও ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক?
Correct Answer:
D
HCl + NH₃ ↼⇁NH₄ + CI⁻
কোন পদ্ধতিতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়?
Correct Answer:
B
apogamy
একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২, ২৫ ও ৬২, কোন পদ্ধতিতে এই তিনটি পদার্থকে পৃথক করা যাবে?
Correct Answer:
C
আংশিক কেলাস (fractional crystallization)
Which of the following sentences has the correct subject-verb agreement?
Correct Answer:
A
One problem for the players was unexpected threats of injury.
স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ হবে-
Correct Answer:
C
গ্যাস দুটির আংশিক চাপের যোগফল
The teacher has repeated herself twice. 'Here 'twice' is-
Correct Answer:
A
adverb
ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয়?
Correct Answer:
C
কর্পোরা অ্যালাটা
Which of the following is not a noun?
Correct Answer:
A
softly
অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি (chromatography) পদ্ধতিটি সবচেয়ে ভালো?
Correct Answer:
D
কাগজ ক্রোমাটোগ্রাফি (paper chromatography)
তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি?
Correct Answer:
D
মিথাইল অরেঞ্জ
Antonym of "deceive" is-
Correct Answer:
D
advise
Which of the following sentences contain an incorrect appropriate preposition?
Correct Answer:
D
Early rising is conducive with health.
কোন পদ্ধতিতে কোভিড ১৯ ভ্যাক্সিন প্রস্তুত করা হয় না?
Correct Answer:
B
বিষভিত্তিক (toxoid)
Fill in the blank with appropriate word “I am very proud — you".
Correct Answer:
A
of
টিস্যু কালচার এর মাধ্যমে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটি প্রজনন করা হয়?
Correct Answer:
C
স্ট্রবেরি
ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে?
Correct Answer:
C
মিউকোসা
রক্তে অক্সিজেনের মাত্রা (O₂ saturation) ও হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম হল-
Correct Answer:
A
পালস অক্সিমিটার
১০ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ১০০ N বল প্রয়োগ করলে ত্বরণ হবে-
Correct Answer:
A
10 m/sec²
নীচের কোনটির উপর বস্তুর জড়তা ভ্রামক নির্ভর করে?
Correct Answer:
B
ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থান
বায়ুমণ্ডলের কোন ভৌত অবস্থা পরিবর্তনে উদ্ভিদের প্রস্বেদন বৃদ্ধি পায়?
Correct Answer:
B
আর্দ্রতা হ্রাস
একটি সরল দোলকের সময়কাল দ্বিগুণ করতে হলে এর দৈর্ঘ্য অবশ্যই-
Correct Answer:
C
৪ গুণ বাড়াতে হবে
কোনটি এসআই (SI) একক নয়?
Correct Answer:
C
লিটার
ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কোনটি?
Correct Answer:
A
CH₃COO – COCH₃
নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক?
Correct Answer:
B
-Br
বল ও সরণের মধ্যবর্তী কোণ 0° হলে কাজের পরিমাণ হবে-
Correct Answer:
B
সর্বোচ্চ
কোনটি যান্ত্রিক ত্রুটি নয়?
Correct Answer:
C
সূচক ত্রুটি
নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎ চালক শক্তি নির্ণয় করা হয়?
Correct Answer:
D
পোটেনশিওমিটার
কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন 'কোয়ান্টাম'?
Correct Answer:
D
ম্যাক্স প্ল্যাঙ্ক
পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয়-
Correct Answer:
B
মেসোফিল (mesophyll)
বাংলাদেশে সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
Correct Answer:
D
চুকনগর
কোন বিকারকটি ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে?
Correct Answer:
A
Na
ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়?
Correct Answer:
A
ষষ্ঠ সপ্তাহ
'প্রজাপতি' এর প্রতিসাম্যতা কোন ধরনের?
Correct Answer:
D
দ্বিপার্শ্বীয়
কোন রংয়ের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
Correct Answer:
A
বেগুনী
তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়?
Correct Answer:
C
শূন্যতম সূত্র (zeroth)
Select the sentence with a noun as a premodifier -
Correct Answer:
B
No passenger flight departed on that day
CGS system এ পরিবাহিতা (conductance) এর একক কি?
Correct Answer:
A
ohm
মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয়?
Correct Answer:
A
যকৃত
R - CH₂ - Br + NaOH (aqua) = উৎপাদ, নিচের কোন কৌশলের মাধ্যমে উপরের বিক্রিয়াটি ঘটে?
Correct Answer:
A
কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের মধ্যে শ্বসনের কোন ধাপ ঘটে?
Correct Answer:
D
glycolysis
জবা ফুলের (China rose) অমরাবিন্যাস কোনটি?
Correct Answer:
D
অক্ষীয়
আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন দুটি?
Correct Answer:
B
রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ
নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়?
Correct Answer:
A
গুটেলিন
সূর্যের UV বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়-
Correct Answer:
D
স্ট্রাটোসফেয়ারে (stratosphere) থাকা ওজোনস্তর (O₃)
Cycas এর কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়?
Correct Answer:
C
Cycas cercinalis
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?
Correct Answer:
D
461 m/sec
মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু?
Correct Answer:
B
বাম নিলয়
উদ্ভিদ কোষের অভ্যন্তরে pH রক্ষা করে কোনটি?
Correct Answer:
A
কোষ গহ্বর
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সঙ্গে কত অণু অক্সিজেন তৈরি হয়?
Correct Answer:
A
6
25°C উষ্ণতায় পানির আয়নিক গুণফল কত?
Correct Answer:
D
1.0 x 10⁻¹⁴
What is the 'noun' form of the word "beneficial"?
Correct Answer:
A
benefit
হেক্সিন-3 (hexene-3 ) কোন প্রকারের সমাণুতা প্রদর্শন করে?
Correct Answer:
D
সিস-ট্রান্স (cis trans) সমাণুতা
পরমাণু (atom) থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে কি বলে?
Correct Answer:
C
আয়নিকরণ শক্তি
1000 ml পানিতে 58.5 g NaCl দ্রবীভূত হলো। এই দ্রবণকে কি বলা হয়।
Correct Answer:
B
1 molar দ্রবণ
Synonym for polite is-
Correct Answer:
C
courteous
নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়?
Correct Answer:
B
NH CI এবং NH OH
মাতৃদুগ্ধে কোন ধরনের immunoglobulin থাকে?
Correct Answer:
D
IgA
একটি 220V - 40W বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?
Correct Answer:
C
0.2 A
কোন যৌগটি অধিক সমযোজী?
Correct Answer:
C
FeCl₃
কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষণ ঘটে?
Correct Answer:
C
S দশায়
পদার্থবিজ্ঞানী আবদুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একিভূত করেছিলেন?
Correct Answer:
B
তাড়িতচৌম্বক বল ও দুর্বল নিউক্লিয় বল
কোন যৌগটি কার্বিল অ্যামিন (carbyl amine) বিক্রিয়া দেয়?
Correct Answer:
A
R-NH₂