মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২০-২০২১ | Medical Admission Question 2020-2021
By Ariful Islam Arman২৫ অক্টোবর, ২০২৫5 min read
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২০-২০২১
Golgi complex কোনটি সংশ্লেষ (synthesis) করে না?
Correct Answer:
B
Ribosome
ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
A
Chitin
কোষের কোথায় ক্রেবস চক্র (Krebs cycle) সংঘটিত হয়?
Correct Answer:
C
Mitochondria
নিচের কোনটি ফসফোলিপিড (Phospholipid)?
Correct Answer:
D
লেসিথিন (Lecithin)
কোন প্রটিন পানিতে অদ্রবণীয়?
Correct Answer:
A
গ্লুটেলিন (Glutelin)
শ্যাওলাগুলোর (algae) অযৌন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়?
Correct Answer:
D
Spore
উদ্ভিদ দ্বারা কোন anion টি সবচেয়ে দ্রুত শোষিত হয়?
Correct Answer:
A
NO₃
নিচের কোনটিতে কুঁড়ি (budding) সৃষ্টি হয়?
Correct Answer:
C
Rose
কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়?
Correct Answer:
C
রিকম্বিনেন্ট ডি এন এ টেকনোলজি (Recombinant DNA technology)
কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাঁধা দেয়?
Correct Answer:
A
Interferon
কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়?
Correct Answer:
D
Rhizome
প্রাণিজগতের বৃহত্তম phylum কোনটি?
Correct Answer:
A
Arthropoda
নেমাটোসিস্টের (Nematocyst) ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কী?
Correct Answer:
A
Hypnotoxin
ঘাসফড়িং এর রক্ত কণিকার নাম কী?
Correct Answer:
D
Hemocyte
ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে পানপাত্র সেল (Goblet cell) পাওয়া যায়?
Correct Answer:
C
Mucosa
কোনটি আমিষ পরিপাককারী (Digesting) এনজাইম?
Correct Answer:
B
Pepsin
লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত করে?
Correct Answer:
A
Right lobe
কোন এনজাইম অগ্ন্যাশয়ে নাই?
Correct Answer:
A
Ptyalin
রক্ত হলো-
Correct Answer:
C
সামান্য ক্ষারীয়
ভ্রুণে লোহিত কণিকাসমুহ নিম্নের কোথায় তৈরি হয়?
Correct Answer:
C
প্লীহা
প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড (CO2) এর পরিমাণ কত?
Correct Answer:
D
0.04%
Alveolus থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে?
Correct Answer:
D
Diffusion
মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে?
Correct Answer:
C
29
কোনটি হাড়ের সাথে পেশি সংযুক্ত করে?
Correct Answer:
D
Tendon
কোনটি Exocrine গ্রন্থি নয়?
Correct Answer:
A
Thyroid gland
গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়?
Correct Answer:
D
Pituitary gland
কোনটি (attenuated) টিকা?
Correct Answer:
B
BCG vaccine
কোন কোষ ম্যাক্রোফেজে (macrophages) রুপান্তরিত হয়?
Correct Answer:
B
Monocyte
মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসোম থাকে?
Correct Answer:
C
44
0.1M HCL দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত HCL পরিমাপ করতে কোনটি ব্যবহ্রত হয়?
Correct Answer:
B
Measuring cylinder
নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম?
Correct Answer:
D
1x10ˉ⁸ cm
তড়িৎচুম্বকীয় বর্ণালিতে (electromagnetic spectrum) নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Correct Answer:
C
TV-waves
নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট?
Correct Answer:
A
Be²+
নিচের কোন পরমাণুর d অরবিটালে ইলেকট্রন আছে?
Correct Answer:
B
Sc
নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে?
Correct Answer:
C
P₂O₅
নিচের কোনটির গলনাংক (melting point) সবচাইতে কম?
Correct Answer:
D
AgI
দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কী বন্ধন গঠিত হয়?
Correct Answer:
C
Covalent bond
সমবায় বন্ধনে (covalent bond) ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে?
Correct Answer:
C
Br
নিচের কোনটি ঋণাত্বক প্রভাবক (negative catalyst)?
Correct Answer:
B
Glycerin
নিচের কোন দ্রবণের pH সর্বাধিক?
Correct Answer:
D
0.01 M H₂CO₃
মানবদেহের রক্তে কোন বাফার দ্রবণ (buffer solution) থাকে?
Correct Answer:
A
NaHCO₃ and H₂CO₃
প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে কোনটি কার্যত সহায়ক হবে?
Correct Answer:
C
Temperature
দুধে নিচের কোন disaccharide টি থাকে?
Correct Answer:
C
Lactose
ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহ্রত সাইট্রিক এসিডের pH কত?
Correct Answer:
C
3.14
নিম্নলিখিত কোন গ্যাস photochemical ধোয়াসার (smog) জন্য দায়ী নয়?
Correct Answer:
D
CFC
শুকনো (Pdry) H2 গ্যাসের চাপ কত হবে?
Correct Answer:
C
101.75 kPa
নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়?
Correct Answer:
D
Benzene
হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়?
Correct Answer:
B
CO
ডাইনামাইড তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Correct Answer:
B
Nitroglycerine
এক mol CH₃OH এর কতটি পরমাণু থাকে?
Correct Answer:
D
3.6 x 10²⁴
500 ml 0.5 M NaOH দ্রবণ থেকে কত ml 0.1 M NaOH দ্রবণ প্রস্তুত করা যায়?
Correct Answer:
B
2500 ml
নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু?
Correct Answer:
D
Gold
কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক?
Correct Answer:
C
Sulphur
পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশী পরিমাণে বিদ্যমান ধাতুটি হলো-
Correct Answer:
D
Al
Scalar quantity এবং magnitude of gradient এর মধ্যে সম্পর্কটি হলো-
Correct Answer:
A
Equal
সূর্যোদয়ের দিকে ১২ মিটার যাওয়ার পরে, এক ব্যক্তি উত্তর দিকে ৫ মিটার চলে গেল। তার স্থানচ্যুতি কী হবে?
Correct Answer:
D
13 m
যদি কোন বস্তু ভূমির উপরে তোলা হয়, তবে কোন শক্তির বিপরীতে কাজ করা হয়?
Correct Answer:
B
মধ্যাকর্ষণ শক্তি (Gravitational force)
একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহুর্তে এর গতিশক্তি কত হবে?
Correct Answer:
C
196 J
বল (force) এবং স্থানচূতকরণের মাধ্যমে কোণটি যদি 00 ডিগ্রি হয়, তবে কাজের পরিমান হবে-
Correct Answer:
A
সর্বোচ্চ
15 ওয়াট (Watt) শক্তি অর্থ-
Correct Answer:
D
15 J work in 1 sec
একটি বস্তুর ভর পৃথিবীতে ৭৫ কেজি। চাঁদে বস্তুটির ভর কী হবে?
Correct Answer:
D
75 kg
একটি সাধারণ সুরেলা দোলনের (simple harmonic oscillation) জন্য, কৌণিক স্থানচ্যুতি (angular displacement) নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না?
Correct Answer:
B
4 ডিগ্রি
কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণসীমা (threshold of audibility of ear) বলে?
Correct Answer:
B
0 dB
স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলির জন্য কোন প্যারামিটার ধ্রুব (constant)?
Correct Answer:
B
গতিবেগ শক্তি
100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাস্পের চাপ কত-
Correct Answer:
A
760 mm Hg
শিশিরাংক বলতে কী বুঝায়?
Correct Answer:
C
তাপমাত্রা
বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাইরোমিটারে ব্যবহ্রত হয়?
Correct Answer:
C
বিকিরণ বৈশিষ্ট্য
একটি ‘200V-40W’ বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে?
Correct Answer:
D
0.2 A
আলোর দ্রুতিতে চলমান কোন কণার (particle) ভর কত?
Correct Answer:
D
অসীম
কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে?
Correct Answer:
D
Gamma
নিচের কোনটি এসি -কে ডিসি -তে রূপান্তরিত করে?
Correct Answer:
A
ডায়োড (Diode)
নিউট্রন তারকা সংকুচিত হয়ে কী হয়?
Correct Answer:
B
কৃষ্ণ গহ্বর (Black hole)
ধুলা মেঘে (dust cloud) কত শতাংশ হাইড্রোজেন থাকে?
Correct Answer:
D
75%
The correct passive voice of the sentence ‘Who taught you grammar’? is:
Correct Answer:
D
By whom were you taught grammar?
Fill up the blank with appropriate word. I am glad ---------- your glorious result in the examination.
Correct Answer:
C
at
Choose the correct words to fill up the blank of the sentence “I have not heard from him ----------”
Correct Answer:
B
for a long time
Which of the following sentence is the present tense of “I have just seen Mahia”?
Correct Answer:
C
I have just seen Mahia.
Choose the correct spelling:
Correct Answer:
B
Sovereignty
Choose the correct spelling:
Correct Answer:
C
Entrepreneur
Choose the correct sentence:
Correct Answer:
B
You must cut down your expenditure
Which pair of words is synonymous?
Correct Answer:
B
Acclimatize and Accustom
Antonym of ‘bizarre’ is-
Correct Answer:
D
Normal
Synonym of ‘Unwavering’ is-
Correct Answer:
B
Steady
Which one of the following is antonym of ‘Loud’?
Correct Answer:
D
Abhor
Masculine gender for ‘bee’ is-
Correct Answer:
C
Drone
Fill up the blank with appropriate word: A good teacher discovers the treasure hidden ---------- each student.
Correct Answer:
A
inside
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
C
৬.১৫ কিলোমিটার
মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর কোনটা ছিল?
Correct Answer:
C
নৌ-কমান্ডো
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযুদ্ধাদের অভিযানের নাম কী ছিল?
Correct Answer:
A
অপারেশন জ্যাকপট
একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধাদের সাহায্য করার জন্য বীরপ্রতীক উপাধি পেয়েছেন-
Correct Answer:
A
উইলিয়াম ওডারল্যান্ড
কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
Correct Answer:
B
ভূটান
স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি?
Correct Answer:
D
জাগ্রত চৌরঙ্গী
‘সাভার জাতীয় স্মৃতিসৌধ’ -এর স্থপতি কে?
Correct Answer:
A
সৈয়দ মইনুল হোসেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘শাবাশ বাংলাদেশ’ এর ভাস্কর কে?
Correct Answer:
D
নিতুন কুন্ডু
ইউনেস্কো কোন তারিখে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়?
Correct Answer:
B
১৭ নভেম্বর ১৯৯৯
বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
Correct Answer:
B
৭ মার্চ, ১৯৭৩
10 কেজি বস্তু (object) যদি 12 msˉ¹ এ চলে, তবে এর গতিবেগ (momentum) হবে-
Correct Answer:
A
120 kgmsˉ¹
কোন পদ্ধতিতে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে?
Correct Answer:
B
হামাগুড়ি (looping)
Are you an early riser? Here ‘early’ is-
Correct Answer:
D
Adjective
Fill up the blank with the appropriate option: “ ---------- the word in the dictionary”.
Correct Answer:
C
look up